power of attorney দলিলের রেজিষ্ট্রি খরচ যেনে নিন
power of attorney দলিল হচ্ছে আপনি জমির মালিক,আপনি বিদেশে থাকেন আপনার জমি আপনি নিজের দেখাশোনা করতে পারেন না।আপনি চাচ্ছেন আপনার জমি অন্য কেউ দেখাশোনা করুক, এবং আপনার জমি আপনি বিদেশে থেকে বেচা বিক্রি করার জন্য অন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দিয়ে গেলেন এটাই হচ্ছে Power of attorney dolil.
Power of attorney dolil এর মাধ্যমে আপনি যাকে জমি দেখা শোনা বা বেচা বিক্রি ক্ষমতা দিয়ে যাবেন ওই ব্যক্তি কিন্তু আপনার জমি বিক্রি করতে পারবে।আপনি যাকে Power of attorney dolil দিবেন আপনাকে ছাড়া কিন্তু ঐ ব্যক্তির জমি বিক্রি করতে পারবে সাব কবলা বিক্রি করতে পারবে এবং অন্য জায়গায় বায়না দলিল করতে পারবে।
পোস্টসূচীপত্র:power of attorney দলিলের রেজিষ্ট্রি খরচ যেনে নিন
আপনার জমি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দেওয়ার পূর্বে,সতর্ক থাকবেন,আপনি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দিচ্ছেন উনি আপনার বিশ্বস্ত কিনা,কারণ একবার যদি আপনি Power of attorney dolil দিয়ে দেন।পরবর্তী সময়ে দলিল গ্রহিতা কিন্তু জমি বিক্রি করতে পারবে Power of attorney dolil এর মাধ্যমে।
আম মোক্তার নামা দলিল কি?
power of attorney দলিল জমির মালিক জমি থেকে দূরে থাকার কারণে জমি দেখাশোনা করতে পারে না এবং বিদেশে থাকার কারণে জমি বিক্রি করতে পারেনা এজন্য জমির মালিক চায় তার জমি অন্য কেউ দেখাশোনা করুক বা অন্য জায়গায় বিক্রি করুক অন্য জায়গায় বিক্রি করার জন্য উনি বিদেশে থাকার কারণে জমি টা রেজিস্ট্রি করে দিতে পারে না যেহেতু উনি নিজে মালিক এজন্য জমির মালিক power of attorney dolil দলিলের মাধ্যমে জমি বেচা বিক্রি দেখাশোনার ক্ষমতা দিয়ে থাকেন।
পাওয়ার অফ অ্যাটর্নি নমুনা
power of attorney দলিলের নমুনা আপনারা যারা দেখতে চান তারা আমার ওয়েবসাইটে দলিল ফরমেট এই মেনুবার থেকে ঘুরে আসতে পারেন এখানে আপনার বিভিন্ন ধরনের দলিলের নমুনা দেওয়া আছে, বিভিন্ন ধরনের দলিল এর নমুনা দেখতে পাবেন।
অপ্রত্যাহারযোগ্য power of attorney বাতিল
power of attorney দলিল বাতিল করতে চাইলে পাওয়ার দাতা এবং পাওয়ার গ্রহ উপয়পক্ষের সম্মতি থাকতে হয় এবং উভয়পক্ষ power of attorney dolil পন্ড দলিল দ্বারা পাওয়ার অফ অ্যাটর্নি করে নিতে পারেন।পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের দাতা বা গ্রহীতা যে কোন একজন ব্যক্তি যদি মারা যায়,তাহলে পাওয়ার দলিল বাতিল হয়ে যাবে।
আরো পড়ুন : সাব কবলা দলিল এর রেজিস্ট্রেশন খরচ কত যেনে নিন
এক্ষেত্রে যদি একটি power of attorney দলিলে একাধিক গ্রহিতা বা দাতা থাকে,যে ব্যাক্তি মারা যাবে উনার অংশটুকু বাদে বাকিদের অংশ power of attorney দলিলে ঠিক থাকবে।বাকি power of attorney dolil গ্রহিতা উনারা জমি অন্যজায়গাতে জমি বিত্রিু করতে পারবেন।
পাওয়ার দাতা মারা গেলে
power of attorney দলিলে পাওয়ার দাতা বা পাওয়ার গ্রহীতা একের অধিক থাকতে পারে এক্ষেত্রে একটি power of attorney দলিলে যদি পাঁচজন দাতা থাকে,একজন যদি মারা যায় উনার অংশটুকু আপনার বিক্রি করতে পারবে না।power of attorney দলিলে বাকি যে চারজন গ্রহিতা আছে তাদের অংশটুকু বিক্রি করতে পারবে।
আরো পড়ুন : Power of attorney পন্ড দলিলের রেজিষ্ট্রি খরচ
Power of attorney dolil registration খরচ
- স্ট্রাম্প ১৫০০/=(টাকা)
- হলফনামা ৩০০/=(টাকা)
- পেঅর্ডা হচ্ছে ৪৪০/=(টাকা) বাংলা
- রেজিস্ট্রেশন ফি, ই ফি,এন ফি,এন এন ফি,-সর্বমোট ৭০০/=(টাকা)
- কম্পিউটার ফি ৫০০/=(টাকা)
- Power of attorney দলিল রেজিষ্ট্রি খরচ ৮০০০-১০,০০০/=(টাকা) দলিল লেখকের খরচ সহ জায়গা বেদে কম বেশি হতে পারে।
লেখক এর মতাম
power of attorney দলিল রেজিষ্ট্রি নিয়ে আপনাদের কোন কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে,আমি শামিম (মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url