হেবা দলিল খরচ কত যেনে নিন
আমরা অনেকে google এর র্সাচ করে জানতে চাই হেবা দলিল কি?কে কাকে হেবা দলিল করে দিতে পারে,হেবা দলিল খরচ কত।তাদের জন্যই আজকের এই পোষ্টটি।হেবা শব্দের অর্থ দান।আরবি শব্দ হেবা বাংলা এর অর্থ হচ্ছে দান,জমি দাতা যদি রক্তের সম্পর্কের মধ্যে কাউকে সন্তুষ্ট হয়ে সম্পত্তি দান করে এ দানকে হেবা বলা হয়।
হেবা ঘোষণাপত্র দলি রক্তের সম্পর্কের মধ্যে করা হয়,এই দলিলটি হেবা ঘোষণাপত্র দলিল।অন্যান্য বেলএওয়াজ হেবা দলিল এ দলিল ভিন্ন,হেবা অর্থ দান।জমি দাতা গ্রহিতার উপর সন্তুষ্ট হয়ে গ্রহিতাকে এই হেবা দলিলটি করে দেয়।আপনি যদি হেবা দলিল সর্ম্পকে সঠিক ধারনা নিতে চান তাহলে এই পোষ্টটি আপনার জন্য কারন এই পোষ্টটি আপনি মনোযোগ দিয়ে পরলে ১০০% হেবা দলিল কি এবং হেবা দলিল খরচ কত এই তথ্য গুলো জানতে পারবেন।
পোস্টসূচীপত্র:হেবা দলিল খরচ কত যেনে নিন
হেবা দলিল কি
হেবা দলিল খরচ কত হয় রেজিষ্ট্রি করলে এটা নিয়ে অলোচান করার পূর্বে চলুন যেনে নিই হেবা দলিল কি?হেবা শব্দের অর্থ দান করা।দলিল দাতা-দাত্রী গ্রহিতা-গ্রহিত্রীর উপর সর্ম্পূন সন্তুষ্ট হয়ে কোন রকম প্রতিদান ছারা যে দান করা হয় তাকে হেবা দলিল বলে।হেবার বিনিময়ে গ্রহিতা কোন কিছিু নিতে পারবেন না।দলিলে টাকা পয়সার কথা উল্লেখ করা যাবে না।দাতা গ্রহিতা উপর সন্তুষ্ট হয়ে হেবা করবেন।
হেবা কে কাকে করতে পারে?
হেবা ঘোষনা পত্র দলিল টি রেজিষ্ট্রি করা হয় রক্তের সর্ম্পকের মধ্যে।যেমন-বাবা তার ছেলে-মেয়েকে হেবা করতে পারে,মা তার ছেলে-মেয়েকে হেবা করতে পারে,ভাই তার বোন কে হেবা করতে পারে,বোন তার ভাই কে হেবা করতে পারে
আরো পড়ুন : বায়নাপত্র দলিলের রেজিষ্ট্রি খরচ যেনে নিন
দাদা তার নাতি-নাতনি কে হেবা করতে পারে,দাদি তার নাতি-নাতনি কে হেবা করতে পারবে,রক্তের সর্ম্পকের মধ্যে এই হেবা ঘোষনা পত্র দলিল টি হয়ে থাকে।রক্তের সর্ম্পকের বাহিরে স্বামী তার স্ত্রী কে হেবা করতে পারবে এবং স্ত্রী তার স্বামী কে হেবা করতে পারবে।
উদাহরন:
বাবা তার মেয়েকে সম্পত্তি দান করবেন।রক্তের র্সম্পকের
ভিতরে যেহেতু হেবা দরিল করা যায় তাই বাবা তার মেয়ে কে হেবা দলিল এর মাধ্যমে
সম্পত্তি লিখেদিবেন।বাবাকে মেয়ের উপর সন্তুষ্ট থাকতে হবে।দলিলে টাকা পয়সার
উল্লেখ করা যাবে না।
আরো পড়ুন : ভুল সংশোধন দলিলের রেজিষ্ট্রি খরচ যেনে নিন
হেবা দলিল লেখার জন্য দলিল লেখকের কাছে যেতে হবে।জমি কাগজ পত্র নিয়ে দলিল লেখক হেবা দলিল লিখবেন।জমি দাতাকে সুস্থ থাকতে হবে,দলিল সাব-রেজিষ্ট্রি অফিসে সাবমিট করার পর জমি দাতার জবান বন্ধি নিবেন,জমি দাতা উনি কি নিজের ইচ্ছাই জমি দিচ্ছে কি না।উনাকে স্পষ্ট ভাবে জবান বন্ধি দিতে হবে।এই ভাবেই একটি হেবা দলিল এর রেজিষ্ট্রি সর্ম্পন হয়।
হেবা দলিল খরচ কত
হেবা দলিল খরচ কত হেবা ঘোষনা পত্র দলিলের রেজিষ্ট্রি খরচ অনকে কম।হেবা দলিল খরচ নিচে দেওয়া হল,একটি হেবা দলিল রেজিষ্ট্রি করতে কত টাকা লাগে তার বর্ণনা:
হেবা দলিল খরচ কত দেখে নিন
- স্ট্যাম্প ফি ১০০০ টাকা
- হলফনামা ৩০০ টাকা
- ব্যাংক পে-অর্ডার ৪৪০ টাকা
- রেজিস্ট্রেশন ফি, ই ফি,এন ফি,এন এন ফি,কোর্ট ফি (এল.টি-নোটিশ)-সর্বমোট ৭০০ টাকা
- কম্পিউটার ফি ৫০০ টাকা জায়গা বেদে কম বেশি হতে পারে দলিল লেখকের ফি(আলোচনা সাপেক্ষে)
এক টি হেবা ঘোষনা পত্র দলিল রেজিস্ট্রি খরচ ৮০০০-১০,০০০/=৯টাকা) টাকা খরচ হতে পারে,জায়গা বেদে দলিল রেজিস্ট্রি খর কম বেশি ও হতে পারে।হেবা দলিল রেজিষ্ট্রি করার পূর্বে দলিল লেখক এর সাথে কথা বরে যেনে নিবেন হেবা দলিল খরচ কত হবে রেজিষ্ট্রি করতে।
হেবা দলিল দলিল রেজিস্ট্রি
হেবা ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে,মৌখিকভাবে যদি কেউ কাউকে হেবা করে তাহলে আইন অনুযায়ী এ দলিল গ্রহণযোগ্য হবে না।হেবা দলিলটি রেজিস্ট্রি বাধ্যতামূলক করতে হবে।হোব দলিল রেজিষ্ট্রি করা না হলে এই দলিল দিয়ে নাম জারি কাজাবে না,জমি বিত্রিু করা যাবে না।হেবা ঘোষনা পত্র দলিল রেজিষ্ট্রি করতেই হবে।
হেবা দলিল কি খারিজ করা যায়
হেবা দলিল দিয়ে কি খারিজ করা যায়?আপনি যদি হেবা সূত্রে সম্পত্তির মালিক হন,এ দলিল দিয়ে আপনার জমি খারিজ করতে পারবেন-নামজারি করতে পারবেন,বেচা বিক্রি করতে পারবেন আপনি চাইলে দান করতে পারবেন।হেবা দলিলটি অবশ্যই রেজিষ্টিকৃত হতে হবে।তাহলে আপনি সব ধরনের কার্যক্রম হেবা দলিল দিয়ে করতে পারবেন।
হেবা দলিল ফরমেট
হেবা দলিলের ফরমেট আপনার এটি দলিললেখকের কাছে পাবেন হেবা দলিলের ফরমেট।হেবা দলিলের ফফরমেট কিরকম হয় যদি আপনারা দেখতে চান?হেবা দলিল ফরমেট এই লিংকে ক্লিক করুন আপনাদেরকে বোঝানোর জন্য হেবা দলিলের ফরমেট দেওয়া হয়েছে।
হেবা দলিল বাতিলের মামলা
হেবা দলিল কি বাতিল করা যায়?হেবা দলিলটি যদি আপনার রেজিস্ট্রি হয়ে থাকে,রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এবং জমিদাতা যদি গ্রহীতার উপর সন্তুষ্ট হয়ে জমি রেজিস্ট্রি করে দিয়ে থাকে,তাহলে এ হেবা ঘোষপত্র দলিলটি বাতিল করা যায় না,এক্ষেত্রে যিনি জমিদাতা ওনার গ্রহিতাকে জমি বুঝিয়ে দিতে হবে
রেস্ট্রি করে দিতে হবে এটা হচ্ছে হেবা ঘোষণাপত্র বৈধ হওয়ার শর্ত এবং যিনি গ্রহিতা উনাকে দান গ্রহণ করতে হবে।আইন অনুযাইহেবা দলিল রেজিষ্ট্রি হয়ে থাকলে হেবা দলিল বাতিলের মামলা করেও দলিল বাতিল করা যায় না।
হেবা ও দানের মধ্যে পার্থক্য
হেবা ও দানের মধ্যে পার্থক্য হচ্ছে হেবা শুধুমাত্র রক্তের সম্পর্কের ভিতরেই করা হয়।দান আপনি চাইলে যে কাউকেই করতে পারবেন,হেবা এবং দান দুই ধরনের দলিল হেবা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ দাতা সন্তুষ্ট হয়ে দান করবে এবং দান গ্রহণ কারি তা গ্রহন করবে।
এটা শুধুমাত্র রক্তের সম্পর্কের ভিতরে হবে রক্তের সম্পর্কের বাইরে করা যায় না,দান জমি দাতা চাইলে যে কাউকে করতে পারে এবং দানপত্র দলিলে রেজিস্ট্রি খরচ বেশি হয় বিস্তারিত জানার জন্য এই লিংকে ক্লিক করুন দলিল রেজিস্ট্রি ফ্রি এখানে দান পত্র দলিলের রেজিষ্ট্রি খরচ কত বিস্তারিত দেওয়া আছে।
প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন:হেবা দলিলে জমি রেজিস্ট্রি করলে কি নামজারি করা যায়?
উ: হেবা
দলিলে মালিক হয়ে নামজারি করা যায়।
প্রশ্ন:রক্তের সর্ম্পকের বাহিরে
কি হেবা করা যায়?
উ:না!
প্রশ্ন:মামা কি ভাগিনাকে হবো করতে
পারে?
উ:না!
প্রশ্ন:চাচা কি বাতিজাকে হেবা করতে পারে?
উ:না!
লেখক এর মতামত
আমি শামিম মোক্তার শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।হেবা দলিল কি?কে কাকে হেবা করতে পারে এবং হেবা দলিল খরচ কত হবে রেজিষ্ট্রি করতে এ গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।
আমি কথা বলতে চাই
ফোন করেন
ফোন নাম্বার দেন
whats'up এ এস এম এস করুন
সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
ফলো কর দিয়ে সাথে থাকুন
চাচার কেনা সম্পত্তি কি ভাতিজা কে হেবা দলিল করে দিতে পারে?? দিলে পরবর্তীতে কি কোন সমস্যা হবে??
চাচা ভাতিজিকে হেবা করতে পারে না
Na
আপনার সাথে আমি কথা বলতে চাই ফোন নাম্বার দিবেন।
01920345197
আচ্চা জাকে হেবা করা হ্য় সেটা কি তিনি মারা যাওয়ার পর পুরবের মালিক এর ওয়ারিশান রা পাবে না জাকে হেবা করা হয়েছিল তার ওয়ারিশান রা পাবে
বাবা মেয়েকে জমি লিখে দিবে কি দলিল করলে ভাই বোন রা কিছু করতে পারবে ন
হেবা ঘোষনা পত্র দলিল
Rezisti ki
আপনি কি দলিল রেজিষ্ট্রির কথা বলছেন?জানাবেন কেমন
শ্রীপুরে একটা হেবা দলিল করতে চায়, আপনার নাম্বার টা দিলে কথা বলতাম,।
মঠবাড়িয়া উপজেলায়, হেবা দলিল করতে ৮৫ হাজার টাকা চায়
আপনি কি হেভঅ ঘ্ষেনা পত্র দলিল রেজিষ্টির কথা বলছেন
হুম ভাই