ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে করুন
বাংলা ১৪৩০ সন থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে বাদ্যতা মূলক করা হয়েছে।এখন আর আগের মত ভূমি অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় না।আপনি যদি জমির মালিক হয়ে থাকেন তাহলে কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে Bkash এর ধ্যমে Prayment করবেন?
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মেবাইল দিয়ে কি ভাবে করবেন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পর ভূমি উন্নয়ন কর পরিশোধ এর রশিদ কিভাবে ডাউনলোব করবেন।আপনারা যদি এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরেন ১০০% নিজে দের ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে নিজে রাই করতে পারবেন।
পোস্টসূচীপত্র:ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে করুন
- ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে
- ভূমি উন্নয়ন কর হিসাব
- ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে নিবন্ধন
- ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে Id কিভাবে খুলবেন?
- অন লাইন Id কোথাই খুলবেন?
- আপনি ভুমি অফিসে গিয়ে সম্য়নয় কিভাবে করবেন?
- ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি বিকাশ দিয়ে
- ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড
- ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে কেন করবেন
- অনলাইন ভূমি উন্নয়ন কর হোল্ডিং ট্র্যাকিং
- প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর
- লেখক এর মতামত
ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে
ভূমি উন্নয়ন কর এখন বাধ্যতামূলক করা হয়েছে,এখন জায়গা জমি কিনতে গেলে বা বিক্রি করতে গেলে আপনার জমির ভুমি উন্নয়ন কর হাল শন পর্যন্ত খাজনা পরিশোধ থাকতে হবে।এখন ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে বাধ্যতামূলক করা হয়েছে এবং ভূমি উন্নয়ন কর অনলাইনের মাধ্যমে পরিশোদ করে জায়গা জমি ত্রুয় বিত্রুয় করতে হবে।
জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে করতে হবে,আপনার জমির নাম জারি থাকতে হবে এবং এর সাথে আপনাকে অনলাইনে আইডি খুলতে হবে,আপনি আপনার নাম জারি দিয়ে অনলাইনে আইডি খুলে নিবেন, আইডি খোলা হলে ভূমি অফিস থেকে সমন্বয় করে নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে আপনার নিজের মোবাইল দিয়ে করে নিবেন।
ভূমি উন্নয়ন কর হিসাব
জমির খাজনা চেক বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাইলে আপনাকে অনলাইনে আইডি খুলতে হবে,অনলাইনে আইডি খোলার পরে ভূমি অফিস থেকে সমন্বয় করা হলে,তারপর আপনি আপনার আইডিতে লগ-ইন করে জানতে পারবেন আপনার জমির খাজনা কত আসছে।
আরো পড়ুন : দলিলে দাগ ভুল হলে কিভাবে দলিল সংশোধন করবেন?
ভূমি উন্নয়ন কর জায়গা বেদে কমবেশি হবে, ইউনিয়ন এ একরকম,পৌরসভাতে এক রকম,সিটি তে এক রকম আসবে।ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে পরিশোধ করার পূর্বে আপনার যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ বকেয়া থাকে বিগত বছর গুলোর,বকেয়া গুলো জরিমানা সহ হাল সন পযর্ন্ত পরিশোধ করতে হবে।
ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে নিবন্ধন
ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আপনাকে অনলাইনে নিবন্ধন করতে হবে।আপনার নামজারি না থাকলে আপনার জামির ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে জটিল হবে।ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য নাম জারি থাকতে হবে।আপনার জমি নার পরে নাম জারি না করে থাকলে কিভাবে নাম জারি করবেন এই পোষ্টটি পরুন।
ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে নিবন্ধনের ধাপ সমূহ
ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে করার জন্য আপনাকে কয়েকটি ধাপ পার করতে হবে।এ িধাপ গুলো নিচে আলোচনা করা হল:
- প্রথমে আপনি অনলাইনে Id খুলবেন
- আপনি আপনার Id থেকে অন লাইনে জমির খাজনা দেওয়ার জন্য আবেদন করবেন
- আপনি ভুমি অফিসে গিয়ে সম্য়নয় করবেন
- Bkash থেকে আপনি অন লাইনে খাজনা পরিশোধ করবেন কিভাবে?
- খাজনা রশিধ সংগ্রহ কিভাবে করবেন?
ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে Id কিভাবে খুলবেন?
আপনি যদি ইতি পূর্বে জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে না দিয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে অনলাইনে Id খুলতে হবে,অনলাইনে Id টা হচ্ছে আপনার Banck Account এর মত,কিরকম আপনার ব্যাংক অ্যাকাউন্টটে যক টাকা থাকে আপনি দেখতে পারেন।
ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আপনার একটি অ্যাকাউন্ট থাকবে যেখানে আপনি আপনার সকল জমি দেখতে পারবেন এবং আপনি আপনার আইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার যত জমি আছে সব আপনার Account এ থাকবে।
আরো পড়ুন : মুল দলিল জমি রেজিস্ট্রি করার কত দিন পর পাওয়া যায়
আপনার Account লগিং করার জন্য User Id এবং Passwoed থাকবে।আপনি আপনার Account এ প্রবেশ করে জমির পরিমান,জমির কত টাকা খাজনা আসছে,আপনার জমির কত টাকা বকেয়া সুধ আসছে আপনি দেখতে পারবেন।
অন লাইন Id কোথাই খুলবেন?
ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আপনি এই লিং টি তে প্রবেশ করে আপনি দেখতে পাবেন ভূমি উন্নয়ন কর প্রধান করুন।এখান থেকে আপনি account করে নিবেন।Account করার পরে ভুমি অফিসে সম্য়নয়ের জন্য আবে দন করবেন।সাথে Account করার জন্য NID Card লাগবে।
আপনি ভুমি অফিসে গিয়ে সম্য়নয় কিভাবে করবেন?
ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আপনি সম্য়নয়ের জন্য আবেদন করার পরে ভূমি অফিসে সম্য়নয় করবেন।সম্য়নয় করার সময় দেখে নিবেন আপনার নাম,দাগ নাম্বার,খতিয়ান নাম্বার,জোত নাম্বার ঠিক আছে কিনা।সম্য়নয় করার পরে আপনি Usear name এবং password দিয়ে প্রবেশ করে সব কিছুই দেখতে পাবেন।
ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি বিকাশ দিয়ে
ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য সম্য়নয় হওয়ার পরে আপনি Bkash বা অন্যান্য যে অনলাইন মাধ্যম গুলো আছে সে গুলো দিয়ে আপনি জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।আপনাকে শুধু প্রথম বার ভূমি অফিসে থেকে সম্য়নয় করতে হবে এর পরে থেকে যত বার জমির
আরো পড়ুন : জমি বিক্রি করতে কি কি কাগজ লাগে
ভূমি উন্নয়ন কর,পরিশোধ করবেন আপনাকে আর সম্য়নয় করতে হবে না এবং পরবর্তী সময়ে আপনি আপনার Smart Phone দিয়ে বাসায় বসে Bkash বা অন্যআন্য অনলাই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেনে। এভাবেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি করে নিবেন।
ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড
ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড আপনি যে কোন কম্পিউটারের দোকান থেকে আপনি আপনার Account এ প্রবেশ করে আপনি আপনার অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড করে নিতে পারবেন।ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড করার পর আপনি রশিদটি পিন্ট করে নিবেন।
ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে কেন করবেন
ভূমি উন্নয়ন কর অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদ করতে চাইলে আপনাকে আপনার জমির নাম জারি দিয়ে অনলাইন আইডি খুলতে হবে আইডি খোলার পরে ভূমি অফিস থেকে সম্মান করে নিয়ে বিকাশ বা রকেট আরো অন্যান্য অনলাইন পেমেন্ট এর মাধ্যেমে আপনাকে জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।
আরো পড়ুন : সাফ কবলা দলিল এর রেজিস্ট্রেশন ফি যেনে নিন
এভাবে আপনি আপনার জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে করতে পারবেন।ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে আপনাকে এখন থেকে করতে হবে কারন আপনি সরাসরি অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না।ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে বাধ্যতামুলক করা হয়েছে।
অনলাইন ভূমি উন্নয়ন কর হোল্ডিং ট্র্যাকিং
অনলাইনে ভূমি উন্নয়ন কর হোল্ডিং টেকিং নাম্বার,নামজারিতে বা মিউটেশনে হোল্ডিং নাম্বার দেওয়া থাকে বা আপনি যদি খতিয়ান থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান খতিয়ানে খতিয়ান নাম্বার থাকে ওই খতিয়ান নাম্বার হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার বা নামজারিতে
যে জোত নাম্বারটা দেওয়া থাকে এই জোত নাম্বারটি হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার,আপনি ভূমি উন্নয়ন পরিষদ করার জন্য যখন অনলাইনে আইডি খুলবেন তখন কিন্তু আপনাকে জোত নাম্বার বা হোলিং নাম্বার এবং আপনার যে খতিয়ানের নাম্বার আছে এগুলো দিয়ে কিন্তু আপনাকে আইডিটা খুলতে হবে।
প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন:ভূমি উন্নয়ন কর পরিশোধ না থাকলে জমি রেজিষ্ট্রি করার
যাবে?
উ: জমি রেজিষ্ট্রি করার জন্য ভূমি উন্নয়ন কর পরিশোধ
হাল শন পর্যন্ত থাকতে হবে।
প্রশ্ন:ভূমি উন্নয়ন কর পরিশোধ
কিভাবে করবেন?
উ:ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে করতে হবে।
প্রশ্ন:ভূমি
উন্নয়ন কর পরিশোধ নামজারি ছারা করার যাবে?
উ: না!
লেখক এর মতামত
ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে কভিাবে করবেন যদি আপনি পোষ্টটি মনোযোগ দিয়ে পরে থাকেন তাহলে আশা করি বুজতে পারছেন ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য কি কি করতে হবে।আপনাদের যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে েএটা নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।আমি শাশিম মোক্তার শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url