ভুল সংশোধন দলিলের রেজিষ্ট্রি খরচ
ভ্রম সংশোধন দলিল দাতা এবং গ্রহিতা উবয় পক্ষ সাব-রেজিষ্ট্রি অফিসে উপস্থিত হয়ে দলিলের দাগ নাম্বার,খতিয়ান নাম্বার,চৌহদ্দি যে ভুল সংশোধন করলে দলিলের মুল কাঠাম পরিবর্তন হবে না তাকে ভুল সংশেঅধন/ভ্রম সংশোধন দলিলবলে।
সূচীপত্র:ভ্রম সংশোধন দলিল দাতা এবং গ্রহিতা উবয় পক্ষ ভ্রম সংশোধন দলিল রেজিষ্ট্রি করার জন্য সম্মতি থাকতে হবে।ভ্রম সংশোধন দলিল রেজিষ্ট্রি করার জন্য এক পক্ষ রাজি থাকলে হবেনা দাতা এবং গ্রহিতা উবয় পক্ষ ভ্রম সংশোধন দলিল রেজিষ্ট্রি করার জন্য সম্মতি থাকতে হবে।
ভ্রম সংশোধন দলিল কি
ভ্রম সংশোধন দলিল হচ্ছে,দলিলে দাগ,খতিয়ান,জমির চৌহদ্দি,মালিকানাতে ভূল,যে ভুল গেুলো সংশোধন করলে দলিলের মুল কাঠামো পরিবর্তন হবে না,এই দলিল টাকে ভ্রম সংশোধন দলিল বলে।
দলিলে দাগ ভুল হলে করণীয়
দলিলে দাগ ভুল হলে করণী হচ্ছে ভ্রম সংশোধন দলিল করা।ভ্রম সংশোধন দলিল দাতা এবং গ্রহিতা।উবয় পক্ষ সাব-রেজিষ্ট্রি অফিসে উপস্থিত হয়ে ভ্রম সংশোধন দলিল রেজিষ্ট্রি করে দিবে।দলিল গ্রহিতা বা দলিল দাতা যে কোন এক পক্ষ চাইলেউ ভ্রম সংশোধন দলিল রেজিষ্ট্রি করতে পারবেন না।
আরো পড়ুন : হেবা দলিলের খরচ
দলিল দাতা এবং গ্রহিতা উবয় পক্ষ রাজি থাকতে হবে ভ্রম সংশোধন দলিল রেজিষ্ট্রি করার জন্য।দলিলে দাগ খতিয়ান চৌহদ্দি যে ভুল গুলো দলিলের মালিকানার পরিবর্তন হবেনা সেই ভুল গুলোা ভ্রম সংশোধন দলিল দ্বারা সংশেঅধন করা যাবে।
দলিল সংশোধন করার নিয়ম
দলিল সংশোধন করার নিয়ম হচ্ছে জমি দাতা এবং গ্রহিতা উবয় পক্ষকে ভ্রম সংশোধন দলিল রেজিষ্ট্রি করার জন্য রাজি থাকতে হবে।জমি দাতা যদি মারা যাই তাহলে দাতার ওয়ারিশগন দলিল সংশোধন করে দিবেন।জমি দাতা যদি ভ্রম সংশোধন দলিল না করে দিতে চাই তাহলে আদালতের মাধ্যমে মামলা করে দলিলের ভ্রম সংশোধন করে নিতে হবে।
আরো পড়ুন : বায়নাপত্র দলিলের রেজিষ্ট্রি খরচ
দলিল সংশোধন মামলা
দলিল সংশোধন মামলা কখন করবেন জমি দাতা যখন ভ্রম সংশোধন দলিল রেঝিষ্ট্রি না করেদিতে চাইবে,তখন জমি গ্রহিতা দলিল সংশোধন মামলা আদালতে করতে হবে।জমি দাতা বা জমি দাতা মারা গেলে ওয়ারিশগন ভ্রম সংশোধন দলিল না করতে চাইলে আদালতের মাধ্যমে দলিল সংশোধন মামলা করে দলিল এর দাগ,খতিয়ন,চৌহদ্দি সংশোধন করে নিতে হবে।
ভ্রম সংশোধন দলিল এর রেজিষ্ট্রি খরচ
- স্ট্যাম্প ২০০/=(টাকা)
- হলফনামা ৩০০/=(টাকা)
- ব্যাংক পে-অর্ডার ৪৪০/=(টাকা)
- রেজিস্ট্রেশন ফি, ই ফি,এন ফি,এন এন ফি,সর্বমোট ৭০০(টাকা)
- কম্পিউটার ফি ৫০০/=(টাকা)জায়গা বেদে কম বেশি হতে পারে দলিল লেখকের ফি(আলোচনা সাপেক্ষে)
- এক টি ভ্রম সংশোধন দলিল রেজিষ্ট্রি করতে ৮০০০-১০,০০০ টাকা খরচ হতে পারে,জায়গা বেদে টাকা কম বেশি ও হতে পারে।
জমির দলিলে নাম সংশোধন
জমির দলিলে নাম সংশোধন হচ্ছে আপনি দলিলে নাম পরিবর্তন করতে পাবেন না,ভ্রম সংশোধন দলিল এর মাধ্যমে সংশোধন করতে পারবেন।
আরো পড়ুন : সাফ কবলা দলিলের খরচ
যেমন-আপনার নাম মো:মফিজ উদ্দিন আপনারে এন আই ডি র্কাডে আছে মফিস এবং দলিলে আছে মফিজ উদ্দিন এ ক্ষেত্রে আপনি আপনার নাম সংশোধন করতে পারবেন।
জমির চৌহদ্দি ভুল
ভ্রম সংশোধন দলিলের মাধ্যমে আপনি আপনার দলিলের চৌহদ্দি সংশোধন করে নিতে পারবেন,তবে যে কোন এক টা চৌহদ্দি সংশোধন করতে হবে।
লেখক এর মতামত
আমি শামিম(মোক্তার)শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।আমার এই লেখা গুলোর মাধ্যমে আপনারা যতি উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের মাজে সেয়ার করে দিন,যাতে করে অন্যরাও উকৃত হতে পারে,আপনার কিছু যানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url