বাংলালিংক এমবি অফার ও Banglink ব্যালেন্স ট্রান্সফার

বাংলালিংক(banglink) বাংলাদেশের একটি টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি এটি নেদারল্যান্ডসের ভিওন-এর মালিকানাধীন প্রতিষ্ঠান।বাংলালিংক(banglink)গ্রাহক সেবাই বিবেচনাই বাংলাদেশে তৃতিয় মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রধান কারি প্রতিষবঠান।

বাংলালিংক-এমবি-অফার

বাংলালিংক(banglink) প্রথম ১৯৯৫ সালে যাত্রা শুরু করে।প্রথমে বাংলালিংক(banglink) এর নাম ছিল সেবা টেলিকম।২০০৪ সালে ওরাসকম টেলিকম সেবা টেলিকমের ১০০% শেয়ার কিনে নেয় এবং এর নাম রাখাহয় বাংলালিংক(banglink) ২০০৫ সালের ফেব্রুয়ারিতে banglink এর নামে পুনরাই যাত্রা শুরু করে।

পোস্টসূচীপত্র:বাংলালিংক এমবি অফার ও Banglink ব্যালেন্স ট্রান্সফার

বাংলালিংক এর মালিক কে

বাংলালিংক এর মালিক নেদারল্যান্ডসের ভিওন-এর মালিকানাধীন প্রতিষ্ঠান।২০০৪ সালে ওরাসকম টেলিকম সেবা টেলিকমের ১০০% শেয়ার কিনে নেয় এবং নাম পরিবর্তন করে রাখে বাংলালিংক(banglink) ২০০৫ সালের ফেব্রুয়ারিতে banglink নামে যাত্রা শুরু করেন।

আরো পড়ুন : বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন সেরা ৫টি

যা বর্তমানে banglink নামে পরিচিত।বাংলালিংক(banglink) বাংলাদেশে ৪জি নেটওয়ার্ক সেবা দিয়ে থাকে।বাংলালিংক(banglink) আরো অন্যান্য সেবা প্রধান করে থাকে ওয়াইফাই,ইন্টারনেট,এসএমএস,কল রেকর্ডিং ইত্যাদি সেবা।

বাংলালিংক এমবি অফার

বাংলালিংক বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এমবি অফার প্রদান করে থাকে:১)১.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ১ জিবি ৪৯ টাকা!৭ দিন ২)২.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ২ জিবি ৬৯ টাকা!৭ দিন ৩)৩.০০ জিবি বাংলালিংক-এ ৩ জিবি (২ জিবি বোনাস সহ) YouTube প্যাক মাত্র ৯৯ টাকা!৩০ দিন 

৪)৩.০০ জিবি বাংলালিংক-এ ৩ জিবি (১ জিবি বোনাস সহ) BiP+ IMO + Snapchat প্যাক মাত্র ৯৯ টাকা!৩০ দিন ৫)১৫.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ১৫ জিবি ১৯৯ টাকা!৭ দিন।বাংলালিংক এমবি অফার গুলো যে কোন সময় পরিবর্তন হতে পারে।বাংলালিংক(banglink) এমবি অফার সম্পর্কে আরও জানতে চান,তাহলে বাংলালিংক ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিতে পারেন।

বাংলালিংক এমবি অফার ৩০ দিন

১)১০০ এমবি বাংলালিংক প্রিপেইড ১০০ এমবি ৯৯ ২)৩০০ এমবি বাংলালিংক প্রিপেইড ৩০০ এমবি ১২৯ ৩)৫.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ৫ জিবি ২৯৯ ৪)৩.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ৩ জিবি ২০৯ ৫)১০.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ১০ জিবি ৩৯৯ ৬)২৫.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ২৫ জিবি ৪৯৯ টাকা! এই খানে বাংলালিংক এর ৩০ দিন অফার দেওয়া আছে,এটা যে কোন সময় পরিবর্তন হতে পারে।আরো বিস্থারিত জানতে বাংলালিংক ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিতে পারেন

বাংলালিংক এমবি অফার দেখার কোড

আপনারা যারা বাংলালিংক(banglink) এমবি অফার দেখার কোড ডায়েল করে বাংলালিংক(banglink) কিনতে চান তারা নিচের কোড গুলো দেখে এমবি কিনতে পারেন:বাংলালিংক(banglink) এমবি অফার দেখার কোড হল *১২১#।

আরো পড়ুন : ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে করুন

এটি ডাইয়েল করে আপনার প্রয়োজনিয় সকল এমবি অফার দেখাবে।১)ডেটা প্যাক ২)মিনিট ও ডেটা প্যাক ৩)মিনিট,ডেটা ও এসএমএস প্যাক ৪)বিনামূল্যে ডেটা প্যাক ৫)বিশেষ অফার আপনি অফার গুলোর বিস্থারিত দেখতে চাইলে অফার গুলোর উপরে ক্লিক করে দেখতে পারবেন।বাংলালিংক(banglink) অ্যাপ ব্যবহার করে আপনি এমবি অফার দেখতে পারবেন।

বাংলালিংক ইন্টারনেট অফার ৭ দিন

বাংলালিংক ইন্টারনেট ৭ দিনের অফার গুলো নিয়ে আলোচনা করার হল:১)১.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ১ জিবি ৪৯ টাকা!৭ দিন ২)২.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ২ জিবি ৬৯ টাকা!৭ দিন ৩)১.০০ জিবি বাংলালিংক-এ ১জিবি YouTube প্যাক মাত্র ২৯ টাকা!৭ দিন 

৪)২.০০ জিবি বাংলালিংক-এ ২ জিবি BiP+ IMO + Snapchat প্যাক মাত্র ২৯ টাকা!৭ দিন ৫)১.০০ জিবি বাংলালিংক-এ ১ জিবি Facebook + WhatsApp + Instagram প্যাক মাত্র ১৯ টাকা!৭ দিন ৬)১৫.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ১৫ জিবি ১৯৯ টাকা!৭ দিন ৭)১০০ এমবি বাংলালিংক প্রিপেইড ১০০ এমবি ১৯ টাকা!৭ দিন 

আরো পড়ুন : সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপ ৫ টি যেনে নিন

৮)২.০০ জিবি বাংলালিংক-এ ২ জিবি hoichoi, iScreen এবং TOFFEE স্ট্রিমিং + ফ্রি সাবস্ক্রিপশন মাত্র ১০৬ টাকা!৭ দিন ৯)২৫.০০ জিবি বাংলালিংক প্রিপেইড ২৫ জিবি ২৪৯ টাকা!৭ দিন।বাংলালিংক ইন্টারনেট অফার ৭ দিনের আরো বিস্থারিত দেখতে বাংলালিংক(banglink) ওয়েব সাইট থেকে দেখতে পারেন।

বাংলালিংক নাম্বার চেক

বাংলালিংক নাম্বার চেক বা বাংলালিংক নাম্বার টাকা চেক এবং সিম নাম্বার চেক এই কোড গুলো ডায়েল করুন:1)Data Balance *5000*500# 2)Check Own Number *511# 3)FNF *166*11*<Your Number># or *123*8*3# 4)Amar Offer *888# or *1100# 

5)Buy SMS Bundle *1100*8# 6)Stop All Service *121*7*1*2*1# 7)Stop Promotional SMS *121*8*6# 8)Emergency Balance *878# 9)IMEI Number Display *#06# 10)Biometric SIM or NID check *16001# 11)Start Call Waiting *43# 12)Delete Call Forward ##002#.এই কোড গুলো ডায়েল করে বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স ও বাংলালিংক নাম্বার টাকা চেক করতে পারবেন।

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার

আপনি চাইলে বাংলালিংক টু বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন :১)বাংলালিংক মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে *১০০০# ডায়াল করুন।২)নির্দেশাবলী অনুসরণ করে ব্যালেন্স ট্রান্সফার মেনুতে যান।৩)ব্যালেন্স ট্রান্সফার পিন নম্বর প্রবেশ করুন।৪)রিসিভারের বাংলালিংক মোবাইল নম্বর প্রবেশ করুন।৫)ট্রান্সফার করতে চাওয়া টাকার পরিমাণ প্রবেশ করুন।৬)"ট্রান্সফার" বোতামে ক্লিক করুন। উপরে দেখানো ধাপগুলো অনুসরন করে বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন যে কোন সময়।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

আপনি বাংলালিংক এর যে কোন সমস্যার জন্য বাংলালিংক কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করতে পারবেন।বাংলালিংক কাস্টমার কেয়ারের নাম্বার হল ১২১।বাংলালিংক কাস্টমার কেয়ার ২৪ ঘণ্টা খোলা থাকে।আপনি আপনার প্রয়োজনে যে কোন সময় কল করতে পারেন।

লেখক এর মতামত

Banglink আপনারা যারা ব্যাবহার করেন।আপনাদের যদি কোন সমস্যাথাকে তাহলে Banglink এর কাস্টমার কেয়ার নাম্বার এ যোগাযোগ করতে পারেন।২৪ ঘন্টা যে কোন সময়।বাংলালিংক নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url