বাংলা ভালোবাসার কবিতা।।মালি
সভ্যতার প্রচীর তোমাকে এমন ভাবে আড়াল করে রেখেছে,
যে আমাদের আর দেখা
হয়নি কখনো।
আমি অনেক চেষ্টা করেছি জানো?
ঐ প্রচীর পেরিয়ে তোমার
সাথে দেখা করবো বলে।
কিন্তু পারিনি ব্যর্থ হয়েছি বারবার ।
তুমি
সভ্যতার সাথে নিজেকে বদলাতে চেয়েছো
তাই তার প্রচীরে আড়াল হয়েছো।
আমি
কখন তেমন ইচ্ছে প্রকাশ করিনি,
তাই আমার পুরনো অতীতেই থেকে গেছি।
আমি
কখনো দিন বদলের গান নিয়ে
শহরের রাজপথে হাঁটিনি,
কিংবা ভোরের ছড়িয়ে
পড়া,
আলোর প্রভাত ফেরীতে পা মিলাই নি।
আমি সবসময় থেকেছি চার
দেওয়ালের ছোট্ট
একটি গৃহের কোণে।
যেখানে মানুষ তার মনের মাধর্যতা
দিয়ে
বাগানের মালি সাজে।
দুঃখ ভোলা মনকে সামলাতে
আবার
ব্যস্ততার কর্ম খুঁজে তার বসতগৃহে।
মাঝে মাঝে উৎসব হয় স্বজনদের
নিজ
বসত ভিটে।
কিন্তু বেলা শেষে সে নিঃসঙ্গই রয়,
সন্ধ্যে নামে, নিশিতে
পা বাড়ায় রাত্রি,
চোখে ঘুম নামে, অঘোর নিদ্রায় আচ্ছন্ন হয়।
আবার
কষ্টে ভোলা "অতীত যাওয়া" স্বপ্নে আসে।
তখন সে তন্দ্রায় আঁতকে উঠে,
মাঝে
মাঝে শব্দ বিহীন কান্না ঝরে,
আবার নিজেকে সামলে পাথরের ন্যায় শক্ত
হয়।
জানি এসব শেষে অনেক ক্ষানি অভিমান আর অভিযোগ জমেছে তোমার মনে।
আমি
নিজেকে বদলাতে পারিনি কখনো।
তাই হঠাৎ করেও আমাদের দেখা না হোক।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url