দলিলে দাগ ভুল হলে করণীয়-কিভাবে দলিল সংশোধন করবেন

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো দলিলে দাগ ভুল হলে করণীয় কি?কি ভাবে দলিল এর দাগ খতিয়ান দলিল সংশোধন করবেন।দলিলে দাগ ভুল হলে করণীয় আপনাদের করণীয় দাতা এবং গ্রহিতা উবয় পক্ষ সংশোধন দলিল করে নিবেন।

দলিলে-দাগ ভুল-হলে-করণীয়

দলিল সংশোধন করার নিয়ম দলিল এ ভুল হলে আমরা হতাশ হয়ে যাই,আমরা অনেকেই জানিনা দলিলে ভুল হলে,দলিলে দাগ ভুল হলে করণীয় কি? আমাদের এবং দলিল সংশোধন করার নিয়ম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো দলিল সংশোধন করার নিয়ম নিয়ে।

আরো পড়ুন : হেবা দলিল খরচ কত যেনে নিন

দলিলে ছোট এক টা ভুল অনেক জটি লতা তৈরি করে,আপনাদের দলিলে যদি ভুল হয়ে থাকে তাহলে জেনে নিন দলিলে দাগ ভুল হলে করণীয় কি?এই পোষ্টটি যদি আপনি মনোযোগদিয়ে পরেন তাহলে আপনি ১০০% জানতে পারবেন দলিলে দাগ ভুল হলে করণীয় কি আপনার ।

পোস্টসূচীপত্র:দলিলে দাগ ভুল হলে করণীয়-কিভাবে দলিল সংশোধন করবেন

দাগ নাম্বার কি?

মৌজা ম্যাপে খতিয়ানে আমরা আলাদা আলাদা দাগ নাম্বার দেখতে পাই।এই দাগ নাম্বার গুলো দেওয়া হয় ভুমি জরিপের সময়,যাতে করে জমির মালিক জমির অবস্তান র্নিনয় করতে পারেন।একটি মৌজাতে একাদিক দাগ নাম্বার থাকে এবং প্রত্যেকটি ভুমি খন্ডকে আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়।আর এই নাম্বার কে দাগ নাম্বার বলে।

আরো পড়ুন : দলিল রেজিস্ট্রেশন-সাব কবলা দলিল খরচ কত যেনে নিন

দলিলে যাতে দাগ নাম্বার ভুল না হয় এ জন্য S.A এবং R.S মৌজা ম্যাপ।আপনারা জমি কিনার পূর্বে জমি পরিমাপ করার সময় এস.এ এবং আর.এস মৌজা ম্যাপ দিয়ে দাগ নাম্বার মিলিয়ে নিবেন,যদি জমি কিনার পূর্বে ম্যাপ দিয়ে দাগ নাম্বার মিলিয়ে নেন তাহলে জমি কিনে কখনো পতারিত হবেন না।

যেমন-আপনার দলিলে দাগ নাম্বার একটা সরজমিনে আপনি দখলে আছেন অন্য আরেক টি দাগে,এ রকম টা আপনার সাথে হবে না।আপনি সঠিক দাগ মিলিয়ে দেখে সঠিক জমি টা কিনতে পারবেন।

দলিলে দাগ ভুল হলে করণীয় কি?সংশোধন করবেন- কিভাবে?

মানুষ ভুলের উর্ধে নয় ভুল তুটি হতেই পারে।দলিলে দাগ নাম্বার,খতিয়ান নাম্বার,চৌহদ্দি,দলিলে ছুট খাট ভুল যে ভুল গুলো দলিলের মালিকানা পরিবর্ত হবেনা এ ভুল গুলো যদি হয় তাহলে ভুল সংশোধন দলিল করতে পারবেন।

আরো পড়ুন : নাম দিয়ে জমির দলিল অনুসন্ধান করুন সাব-রেজিষ্ট্রি অফিসে

সাব কবলা দলিলে,হেবা ঘোষনা পত্র দলিলে,দান পত্র দলিলে,বেল এওয়াজ হেবা দলিলে,বন্টন দলিলে যদি দাগ নাম্বার,খতিয়ান নাম্বার,জমির চৌহদ্দি এ ভুল গুলো হয়ে থাকলে ভুল সংশোধন দলিলের মাধ্যমে দলিল টির দাগ,খতিয়ন,চৌহদ্দি সংশোধন করে নিতে হবে।দলিলে দাগ ভুল হলে করণীয় আপনারে সংশোধন দলিল করতে হবে।

ভুল সংশোধন দলিল কিভাবে রেজিষ্ট্রি করবেন?

ভুল সংশোধন দলিল রেজিষ্ট্রি করতে হলে জমি দাতা এবং গ্রহিতা উবয় পক্ষ সাব-রেজিষ্ট্র অফিসে উপস্থিত হয়ে ভুল সংশোধন দলিল রেজিষ্ট্রি করে নিতে হবে।ভুল সংশোধন দলিল রেজিষ্ট্রি হওয়ার পর।পূর্বে দলিল টি কিন্তু বাতিল হবেনা।পরবর্তী সময় আপনার দুটি দলিল ই ব্যাবহার করতে হবে।

আরো পড়ুন : ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে করুন

Not-দাতা এবং গ্রহিতা যে কোন এক পক্ষ চাইলে কিন্তু ভুল সংশোধন দলিল রেজিষ্ট্রি করতে পারবেন না।দাতা এবং গ্রহিতা উবয় পক্ষকে সাব-রেজিষ্ট্রি অফিসে উপস্থিত হয়ে ভূল সংশোধন দলিল রেজিষ্ট্রি করতে হবে।ভুল সংশোধন দলিল এর রেজিষ্ট্রি খরচ জানতে এই লিংকে ক্লিক করুন

জমি দাতা যদি দলিল সংশোধন করে না দিতে চাই

অনে সময় দেখা যাই দলিলে ভুল থাকলে জমি দাতা পরবর্তী সময় দলিল সংশোধন করে দিতে চাইনা।যদি আপনাদের সাথে এরকম টা হয়ে থাকে তাহলে আপনার আইনের আশ্রয় নিবেন।দেওয়ানি আদালতে মামলা করতে পাবেন।দলিলে দাগ ভুল হলে জমি দাতা দলিল সংশোধন না করে দিতে চাইলে আদালতের মাধ্যেমে সংশেঅধন দলিল করতে হবে।

ভুল সংশোধন দলিলের খরচ

একটি ভুল সংশোধন রেজিস্ট্রি করতে ৮ থেকে ১০ হাজার টাকা লাগে এখানে আপনার স্ট্যাম্প খরচ, কম্পিউটার কম্পোজ,লেখকের খরচ,সমিতি খরচ,যাবতীয় সব খরচ সহ একটি ভুল সংশোধন দলিল রেজিষ্ট্রি করতে আপনার ৮ থেকে ১০ হাজার টাকা লাগে।

এই খরচটি আপনার অফিস বেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে,এর কম বেশিও হতে পারে।এজন্য আপনারা ভুল সংশোধন দলিল রেজিস্ট্রি করে পূর্বে দলিল লেখকের সাথে পরামর্শ করে নিবেন।ভুল সংশোধন দলিল এর রেজিষ্ট্রি খরচ জানতে এই লিংকে ক্লিক করুন

জমির চৌহদ্দি ভুল

দলিলে জমির চৌহদ্দি ভুল হলে কিভাবে দলিল সংশোধন করবেন।দলিলে যদি ভুল হয় এক্ষেত্রে দলিল সংশোধন করতে হলে দাতা এবং গ্রহিতা উভয়পক্ষকে সাপ-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে একটি ভুল সংশোধন দলিল রেজিস্ট্রি করে নিতে হবে।এই ভুল দলিল সংশোধন দলিলের মাধ্যমে আপনার চৌহদ্দি সংশোধন করে নিতে হবে।

ভ্রম সংশোধন দলিল নমুনা

ভ্রম সংশোধন দলিল নমুনা আপনারার দেখতে চাইলে আমার ওয়েবসাইটে দেওয়া আছে,সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন।ভ্রম সংশোধন দলিল এর নমুনা সহ আরো আরেছ সাফ কবলা দলিল,বন্টন দলিলের নমুনা ভ্রম সংশোধন দলিল নমুনা দেখতে এই লিংকে ক্লিক করুন।

দলিল সংশোধন মামলা

দলিল সংশোধন মামলা কখন করবেন?ভ্রম সংশোধন দলিল রেজিষ্টি করতে দাতা এবং গ্রহিতা উবয়কে সাব-রেজিষ্ট্রি অফিসে উপস্থিত থাকতে হয়।দাতা ভ্রম সংশোধন দলিল রেজিষ্ট্রি না করে দিতে চাইলে দলিল সংশোধন মামলা অদালতে করে দলিলের ভুল সংশোধন করে নিতে হবে।

দলিলে দাগ ভুল হলে করণীয়

দলিলে দাগ ভুল হলে করণীয় হচ্ছে সংশোধন দলিল করা।দলিলে দাগ,খতিয়ন,চৌহদ্দি যে ভুল গুলো দলিলের মুল কাঠামো পরির্বতন করবে না সে ভুল গুলো ভুল সংশোধন দলিল এর মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন।

প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন:দলিলে দাগ ভুল হলে করণীয় কি?
উ:সংশোধন দলিল করতে হবে।
প্রশ্ন:সংশোধন দলিল এক পক্ষ করতে পারে?
উ:সাব-রেজিষ্ট্রি অফিসে উপস্থিত হয়ে এক পক্ষ সংশোধন দলিল করতে পারে না।
প্রশ্ন:সংশোধন দলিল করতে দাতা গ্রহিতা উবয় পক্ষ লাগে?
উ: দাতা এবং গ্রহিতা সাব-রেজিষ্ট্রি অফিসে উবয় পক্ষ লাগে।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার)শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।দলিলে দাগ ভুল হলে করণীয় কি এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে।আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url