নাম দিয়ে জমির দলিল অনুসন্ধান করুন সাব-রেজিষ্ট্রি অফিসে

আজকে আমি আপনাদের সাথে সেয়ার করবো নাম দিয়ে জমির দলিল কি ভাবে পুরাতন দলিল তল্লাশি করে নকলের সার্টি ফাইট কপি তুলবেন।নাম দিয়ে জমির দলিল পুরাতন দলিল তল্লাশি করে বের করা একটু জটিল তবে বের করা যায়।

নাম-দিয়ে-জমির-দলিল

আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে জমির মালিকানা ধারাবাহিকভাবে মিলানোর জন্য,আমরা পুরাতন দলিল গুলো অনেক সময় পায়না এই পুরাতন দলিল তল্লাশি করে কিভাবে খুজে বের করা হয় এই পোষ্টটি যদি আপনি মনোযোগ দিয়ে পরেন তাহলে ১০০% নাম দিয়ে জমির দলিল খুজে বের করার উপায় জানতে পারবেন।

পোস্টসূচীপত্র:নাম দিয়ে জমির দলিল অনুসন্ধান করুন সাব-রেজিষ্ট্রি অফিসে

নাম দিয়ে জমির দলিল

নাম দিয়ে জমির দলিল বের করা একটু জটিল তবে নাম দিয়ে জমির দলিল তল্লাশি করে বের করা যায়।আপনি যদি দলিল তল্লাশি করার সঠিক উপায় জানেন তাহলে আপনার হারিয়ে যাওয়া দলিল তল্রাশি করে বেরকরতে পারবেন।নাম দিয়ে জমির দলিল তল্লাশি করার জন্য আপনাকে দলিল এর কিছু তথ্য দিতে হবে।এ গুলো নিয়ে বিস্থারিত নিচে আলো চনা করা হয়েছে।

পুরাতন দলিল বের করার উপায়

আপনাদের যাদের মুল দলিল হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে,আপনারা আপনাদের পুরাতন জমির দলিল কিভাবে তুলবেন?আপনাদের জমির পুরাতন dolil তুলতে হলে দলিল তল্লাশি দিতে হবে।আপনারা যদি পুরাতন দলিল এর dolil নাম্বার 

আরো পড়ুন : পুরাতন দলিল এর লেখা বোঝার উপায় যেনে নিন

এবং সন-তারিখ জানেন তাহলে এই dolil নাম্বার সন-তারিখ দিয়ে পুরাতন দলিল বেরকরতে পারবেন।যদি আপনাদের কাছে দলিল নাম্বার এবং সন তারিখ না থাকে তাহলে নাম দিয়ে জমির দলিল তল্লাশি করতে হবে।নাম দিয়ে জমির দলিল কোথাই তল্লাশি করবেন।

উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস

আপনাদের যে দলিল গুলো ১০-১২ বছরের পুরুনো সে দলিল গুলো আপনারা উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস থেকে নকলের সার্টিফাইট কপি তুলে নিতে পারবেন।নকলের সার্টিফাইট কপি তুলতে আপনাদের কিছু তথ্য দিতে হবে।যেমন:দলিল নাম্বার,দলিল সম্পাদনের তারিখ

আরো পড়ুন : দলিলে দাগ ভুল কিভাবে দলিল সংশোধন করবেন?

যে দিন দলিল রেজিষ্ট্রি হযেছিল সেদিনের তারিখ।এখন আপনাদের যদি দলিল নাম্বার এবং তারিখ জানা না থাকে তাহলে কিভাবে নকলের সার্টিফাইট কপি তুলবেন?দলিল নং তারিখ জানা না থাকলে আপনি নাম দিয়ে জমির দলিল তল্রাশি করবেন।যদি ও নাম দিয়ে জমির দলিল তল্লাশি করা একটু জটিল তবে তল্লাশি কারক ভাল বাবে নাম দিয়ে জমির দলিল তল্লাশি করলে নকলের সার্টিফাইট কপি তুলা যাবে।

পুরাতন দলিল তল্লাশি জন্য কিকি তথ্যদিতে হবে?

পুরাতন দলিল তল্লাশি করতে চাইলে জমির দলিল সর্ম্পকে কিছু তথ্য দিতে হবে?কারন আপনার যেহেতু দলিল নাম্বার এবং সন তারিখ জানা নাই তাই আপনাকে নাম দিয়ে জমির দলিল তল্লাশি করতে হবে।

নাম দিয়ে জমির দলিল তল্লাশি

  • জমির পরিমান
  • মৌজার নাম
  • জমির মূল্য
  • দাতা-দাত্রী
  • গ্রহিতা-গ্রহিত্রী
  • দাতা-গ্রহিতার পিতার নাম
  • দাতা গ্রহিতার ঠিকানা
  • আনুমানিক সন
  • দাগ-খতিয়ান ইত্যাদি

    তল্লাশির জন্য ২ টি বই থাকেেএকটিতে থাকে:

    • দলিলের প্রকার
    • জমির মূল্য
    • দাতা/গ্রহিতার নাম।

    অন্য আরেক টিতে থাকে:

    • দাগ/খতিয়ান
    • জমির পরিমান

    পুরাত দলিল তল্লাশি করার জন্য কোথাই যোগাযোগ করবেন?

    আপনি পুরাতন দলিল তল্লাশি করার জন্য উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে যারা বালাম লিখে তাদের কে তল্লাশি কারক বলা হয়,তাদের সাথে যোগাযোগ করবেন।আপনার কছে দলিল নাম্বার থাকলে এবং সন- তারিখ থাকলে সহজে তল্লাশি ছারা দলিল এর নকল তুলতে পারবেন।যদি দলিল নাম্বার এবং তারিখ না থাকে তাহলে দাতা গ্রহিতার নাম দিয়ে জমির দলিল তল্লাশি করতে হবে।

    জেলা রের্কড রুম

    আপনার জমির দলিল টি যদি ১০-১২ বছরের পুরুনো হয় তাহলে কিভাবে তুলবেন?আপনি পুরাতন যত দলিল আছে সে দলিল গেুলো আপনি জেলা রের্কড রুম থেকে তুলতে পারবেন।পুরাতন দলিল তুলার জন্য আপনার কাছে যদি দলিল নাম্বার

    আরো পড়ুন : মুল দলিল জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায়

    তারিখ থাকে ভাল,তাহলে কোন দরনের জটিলতা ছারাই আপনি পুরাতন দলিলের নকলের সার্টিফাইট কপি তুলতে পারবেন।আর যদি আপনার কাছে দলিল নাম্বার এবং তারিখ না থাকে তাহলে আপনাকে জেলা রের্কড রুমে পুরাতন দলিল তুলার জন্য দাতা এবং গ্রহিতার নাম দিয়ে জমির দলিল তল্লাশি করতে হবে।

    নাম দিয়ে জমির দলিল সার্চ করার জন্য যে তথ্য গুলো লাগবে

    নাম দিয়ে জমির দলিল তল্লাশি করার জন্য আপনাকে জানতে হবে আপনার দলিল এর বালাম বইটি কোথাই আছে,কারন যে গুলো দলিল এর বালাম হয়ে যায় সে গুলো উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে পাওয়া যায় না।সেই দলিল গুলো তল্লাশি করার জন্য জেলা রেকর্ড রুম এ যোগাযোগ করতে হয় বা দলিল তল্লাশি দিতে হয়।নাম দিয়ে জমির দলিল করার জন্য যে তথ্য গুলো দিতে হবে নিচে দেওয়া হল:

    নাম দিয়ে জমির দলিল জন্য যে তথ্য গুলো দিতে হবে

    • জমির পরিমান
    • মৌজার নাম
    • জমির মূল্য
    • দাতা-দাত্রী
    • গ্রহিতা-গ্রহিত্রী
    • দাতা-গ্রহিতার পিতার নাম
    • দাতা গ্রহিতার ঠিকানা
    • আনুমানিক সন
    • দাগ-খতিয়ান ইত্যাদি তথ্য গুলো আপনি দলিল তল্লাশি কারকে দিবেন।

      পুরাতন দলিল তল্লাশি করার জন্য ফি কত?

      পুরাতন জমির দলিল সার্চ করার জন্য বছর প্রতি ২০০/=(টাকা) করে নিবে।বিভিন্ন যায়গাতে টাকার পরিমান কম বেশি হতেপারে।নাম দিয়ে জমির দলিল সার্চ করার জন্য বছর প্রতি ২০০/=(টাকা) করে নিয়ে থাকে,তবে দলিল তল্লাশি করার পূর্বে নকল কারকের সাথে ভাল ভাবে কথা বলে নিবেন।

      দলিল নাম্বার দিয়ে দলিল বের করা

      আপনি যখন পুরাতন দলিল তল্লাশি দিবেন,তল্লাশি দেওয়ার সময় আপনাকে কিছু তথ্য দিতে হবে দাতা গ্রহীতা এবং দাগ খতিয়ান,কোন কিছু যদি আপনি না জানেন ঐ ক্ষেত্রে শুধু আপনি যে দলিলটা খুঁজছেন ওই দলিলের দলিল

      আরো পড়ুন : হেবা কে কাকে করতে পারে দলিলের তথ্য যেনে নিন

      নং দিয়ে আপনি পুরাতন দলিল তল্লাশি করতে পারবেন যাদেরকে দিয়ে আপনি দলিল তল্লাশি করাবেন তাদেরকে আপনি দলিল নং খতিয়ান নং এ তথ্যগুলো দিয়ে তারা আপনাদের দলিল নং এর উপর তল্লাশি করে দিবে।

      নাম দিয়ে জমির দলিল বের করুন

      নাম দিয়ে জমির পুরাতন দলিল তল্লাশি,আপনি যে দলীলটা তল্লাশি করতে চান সেই দলিল টার দলিল গ্রহিতার নাম এবং পিতার নাম গ্রহিতার ঠিকানা,দাতার নাম,দাতার পিতার নাম,দাতার ঠিকানা এ তথ্যগুলো আপনাকে দিতে হবে।এ তথ্যগুলো দিয়ে আপনি জমির দলিল সার্চ করে,পুরাতন দলিলের নকল তুলতে পারবেন।

      জমির দলিল দেখার নিয়ম

      জমির দলিল দেখার নিয়ম আপনি যে দলিলটা দেখতে চান।দলিল টি সঠিকভাবে রেজিষ্ট্রি হইছে কিনা,আপনি চেক করতে চান তাহলে আপনাকে ওই দলিলের দলিল নং এবং তারিখ,দাদা গ্রহিতার নাম,জমির পরিমাণ এই তথ্যগুলো দিয়ে আপনি উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস থেকে জমির দলটি চেক করতে পারবে।

      জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায়

      একটি দলিল রেজিস্ট্রি হওয়ার কতদিন পর মুল দলিল পাবেন?এটা বিভিন্ন অফিসে বিভিন্ন রকম সময় লাগে, কিছু অফিস আছে যেগুলোতে আপনার তিন মাসে আপনার মূল দলিল দেওয়া হয়।কিছু অফিস আছে আপনার এক বছর সময় লাগে।কিছু অফিস আছে ৬ থেকে ৭ বছর পর্যন্ত আপনার সময় লাগে মূল দলিল হাতে পেতে।একটা দলিল হওয়ার পরে যখন এই দলিলটা বালাম হয়ে যায় তারপর কিন্তু আপনার মূল দলিল দেওয়া হয়।

      পুরাতন জমির দলিল ডাউনলোড বাংলাদেশ

      পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে,অনলাইনে জমির দলিল বের করার নিয়ম,পুরাতন জমির দলিল ডাউনলোড করুন শুধুমাত্র নাম দিয়ে এই কথাগুলো আপনারা অনলাইনে পাবেন এ কথাগুলো সত্য না,আপনারা কখনো মোবাইল দিয়ে জমির দলিল ডাউনলোড করতে পারবেন না,কিংবা দাদার নাম দিয়ে জমির দলিল ডাউনলোড করতে পারবেন না,

      আরো পড়ুন : জমি বিক্রি করতে কি কি কাগজ লাগে

      আপনার অনলাইনে আপনার জমির দলিল ডাউনলোড করা যায় না,আপনারা এসব বিষয়ে সতর্ক থাকবেন যে,আপনার অনলাইনে জমির দলিল ডাউনলোড করুন,অনলাইনে জমির দলিল চেক করুন,দাতার নাম দিয়ে জমির দলিল চেক করুন,এটা আপনার কখনো করা যায় না।আমাদের দেশে এখনো দলিল গুলো অনলাইনে পাওয়া যাবে এরকম কোন ওয়েব সাইট বা সারভার নাই।

      প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর

      প্রশ্ন:নাম দিয়ে জমির দলিল তল্লামি করা যায়?
      উ:আপনি দাতা এবং গ্রহিতার নাম দিয়ে জমির দলিল তল্লাশি করতে পারবেন।
      প্রশ্ন:পুরাতন দলিল তল্লাশি করতে কত দিন লাগে?
      উ:এটা দলিল তল্লাশি করকের উপর র্নিভর করবে।
      প্রশ্ন:পুরাতন দলিল তল্লাশি করে দলিল এর নকল তুলা যায়?
      উ:দলিল এর নকল তুলা যায় আপনাকে তথ্য দিতে হবে দলিল তুলার জন্য।
      প্রশ্ন:মোবাইল দিয়ে পুরাতন দলিল বেরকরা যায়?
      উ:না!

      লেখক এর মতামত

      আমি শামিম মোক্তার শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।আমি আমার এই লেখার মাধ্যমে আপনাদের কে বোজাতে চেয়েছি যে আপনারা পুরাতন দলিল বা নষ্ট হয়ে যাওয়া দলিল কিভাবে বেরকরবেন।পুরাতন dolil নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং নাম দিয়ে জমির দলিল তল্লাশি করার পূর্বে দলিল তল্রাশি কারকের সাথে ভাল করে কথা বলে নিবেন।

      এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

      পূর্বের পোস্ট দেখুন
      2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
      • নামহীন
        নামহীন ১৯ মে, ২০২৪ এ ৯:০১ PM

        কাজী হাফিজ উদ্দীন/ পিতা কাজী রশিদ আহামেদ

        • নামহীন
          নামহীন ১৯ অক্টোবর, ২০২৪ এ ২:০২ PM

          ২০০০ থেকে ২০০১ সালের ভিতর জমি রেজিষ্টি করা এখন আমি কিভাবে দলিলটা পেতে পারি

      মন্তব্য করতে এখানে ক্লিক করুন

      নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

      comment url