ফারায়েজ সমাধান ও সাধারণ কয়েকটি নিয়ম

ওয়ারিশ সম্পদ বন্টনের আইন মুসলিম ফারায়েজ এর সমাধান ও সাধারণ কয়েকটি নিয়ম নিয়ে আজকে আরোচনা করবো আপনাদের সাথে।

মুসলিম ফারায়েজের

পোস্টসূচীপত্র:ওয়ারিশ সম্পদ বন্টনের আইন এবং মুসলিম আইনে সম্পত্তির বন্টন এগুলো নিয়ে পূর্বে আপনাদের সাথে আরোচনা করেছি আজকে ফারায়েজ সমাধান ও সাধারণ কয়েকটি নিয়ম নিয়ে আপনাদের সাথে াারোচনা করবো।

মৃত সন্তানের সম্পত্তিতে পিতার অংশঃ

ফারায়েজ সমাধান মৃত ব্যক্তির সন্তান থাকলে পিতা সম্পত্তির ১/৬ অংশ পাবে,তবে পুত্র সন্তান না থাকলে পিতা অন্যান্য শরীকদের বাদে অবশিষ্টভোগী হিসাবে সমূদয় সম্পত্তি পাবে।

মৃত সন্তানের সম্পত্তিতে মাতার অংশঃ 

ফারায়েজ সমাধান মৃত ব্যক্তির সন্তান থাকলে মাতা সম্পত্তির ১/৬ অংশ পাবে,আর মৃত ব্যক্তির সন্তান না থাকলে মাতা সম্পত্তির ১/৩ অংশ পাবে। কিন্তু মৃত ব্যক্তির দুই বা ততোধিক ভাই-বোন থাকলেও মাতার অংশ বর্ধিত হবে না।

আরো পড়ুন : মুসলিম আইনে সম্পত্তির বন্টন

মৃত ব্যক্তির সম্পত্তিতে স্বামীর অংশঃ 

ফারায়েজ সমাধান মৃত ব্যক্তির সন্তান থাকলে স্বামী সম্পত্তির ১/৪ অংশ পাবে, আর মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্বামী সম্পত্তির ১/২ অংশ সম্পত্তি পাবে।

মৃত ব্যক্তির সম্পত্তিতে স্ত্রীর অংশঃ 

ফারায়েজ সমাধান ব্যক্তির সন্তান থাকলে স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ পাবে।আর মৃত ব্যক্তি সন্তান না থাকলে স্ত্রী সম্পত্তির ১/৪ অংশ সম্পত্তি পাবে (একাধিক স্ত্রী থাকলেও সম্পত্তির ১/৮ অংশ বা সম্পত্তির ১/৪ অংশই সমান ভাগে ভাগ করে নিবে।

মৃত পিতা-মাতার সম্পত্তিতে পুত্রের অংশঃ

ফারায়েজ সমাধান পিতা-মাতার সম্পত্তিতে পুত্র আসাবা বা অবশিষ্টভোগী হিসাবে সম্পত্তি পাবে।অর্থাৎ যুবিল ফুরুযদের অংশ বন্টন করে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তিতে এক বা একাধিক পুত্র অবশিষ্টভোগী হিসাবে সম্পত্তি পাবে।আর যুবিল ফুরুযদের অনুপস্থিতিতে পুত্রই ১ (ষোল আনা) সম্পত্তি পাবে।

মৃত পিতা-মাতা সম্পত্তিতে কন্যার অংশঃ 

ফারায়েজ সমাধান মৃত পিতা-মাতার পুত্র সন্তান না থেকে যদি শুধু কন্যা সন্তান থাকে,সে ক্ষেত্রে উত্তরাধিকার আইন অনুযায়ী ১ কন্যা থাকলে সম্পত্তির ১/২ অংশ আর একাধিক কন্যা থাকলে ২/৩ অংশ সম্পত্তি পাবে। আর যদি কন্যার সাথে পুত্র থাকে তাহলে পুত্র ও কন্যা ২ঃ১ অনুপাতে অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি পাবে। অর্থাৎ প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ পাবে।

মৃত ব্যক্তির সম্পত্তিতে পিতার পিতা (দাদার) অংশঃ 

ফারায়েজ সমাধান মৃত ব্যক্তির পিতা বর্তমানে পিতার পিতা (দাদা) ওয়ারিশ হয় না।আর পিতা না থাকলে পিতার পিতা (দাদা) বর্তমান থাকলে পিতার মতোই অনুরূপ অংশ পাবে।

মৃত ব্যক্তির সম্পত্তিতে জাদ্দা সহীহা অর্থাৎ দাদী ও নানীর অংশঃ

ফারায়েজ সমাধান মৃত ব্যক্তির পিতা বর্তমানে দাদী ওয়ারিশ হয় না। আর মাতা বর্তমানে ও নানী ওয়ারিশ হয় না।কিন্তু মাতা পিতা বর্তমান না থাকলে জাদ্দা সহীহা অর্থাৎ দাদী ও নানী একত্রে সম্পত্তির ১/৬ অংশ পাবে।

মৃত ব্যক্তির সম্পত্তিতে সহোদার ভাই বোনের অংশঃ 

ফারায়েজ সমাধান মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র,পিতা, পিতার পিতা না থাকলে সহোদর ভাই আসাবা হবে, সহোদর ভাই ও বোন থাকলে তারা একত্রে আসাবা হিসাবে ২ঃ১ অনুপাতে সম্পত্তি পাবে।কিন্তু উপরোক্ত আত্মীয়দের অনুপস্থিতিতে একজন মাত্র সহোদর বোন থাকলে সম্পত্তির ১/২ অংশ পাবে। আর একাধিক সহোদর বোন থাকলে সকলে মিলে সম্পত্তির ২/৩ অংশ সম্পত্তি পাবে।

আরো পড়ুন : দাদার দাদীর নানীর সম্পত্তি কে কতটুকু পাবে

মৃত ব্যক্তির সম্পত্তিতে বৈমাত্র্রীয় বোনের অংশঃ 

ফারায়েজ সমাধান মৃত ব্যক্তির পুত্র,পুত্রের পুত্র (যতই নিম্নের হোক) পিতা, পিতার পিতা,দুইজন সহোদর ভাই-বোন না থাকলে শুধুমাত্র একজন বৈমাত্র্রীয় বোন ১/২ অংশ, আর একাধিক বৈমাত্র্রীয় বোন ২/৩ অংশ পাবে।কিন্তু মৃত ব্যক্তির একজন সহোদর বোন থাকলে বৈমাত্র্রীয় বোন এক বা একাধিক যাহাই থাকুক না কেন সম্পত্তির ১/৬ অংশ পাবে।

মৃত ব্যক্তির সম্পত্তিতে বৈমাত্র্রীয় ভাইয়ের অংশঃ 

ফারায়েজ সমাধান মৃত ব্যক্তির পুত্র,পুত্রের পত্র,পিতা,পিতার পিতা দুইজন সহোদর ভাই--বোন না থাকলে এক বা একাধিক বৈমাত্র্রীয় ভাই-বোন অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি পাবে।

মৃত ব্যক্তির সম্পত্তিতে বৈপিত্রীয় ভাই/বোনের অংশঃ

ফারায়েজ সমাধান মৃত ব্যক্তির পুত্র,পুত্রের পুত্র,পিতা,পিতার পিতা না থাকলে শুধুমাত্র একজন বৈপিত্রীয় ভাই/বোন সম্পত্তির ১/৬ অংশ পাবে এবং একাধিক বৈপিত্রীয় ভাই-বোন সম্পত্তির ১/৩ অংশ প্রত্যেকে সমান সমান হারে পাবে।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।ফারায়েজ সমাধান ও সাধারণ কয়েকটি নিয়ম নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url