অনলাইনে টিন সার্টিফিকেট করার নিয়ম যেনে নিন
অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করার পূর্বে চলুন যেনে নিই টিন সার্টিফিকেট কি?টিন সার্টিফিকেট হল টিন (TIN) এর পূর্ণরূপ হলো ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর যেটি সংক্ষিপ্ত রুপ (TIN) আজকে আমি আপনাদের সাথে অনলাইনে টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করে এবং tin certificate আপনার কি কি কাজে লাগবে।
এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।আপনার যদি এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরেন তাহলে টিন সার্টিফিকেট আবেদন কিভঅবে করতে হয় এবং tin certificate download কিভাবে করতে হয় ১০০% জানতে পারবেন নিজে দের জন্য অনলাইনে টিন সার্টিফিকেট নিজেরাই তৈরি করতে পারবেন।
পোস্টসূচীপত্র:অনলাইনে টিন সার্টিফিকেট করার নিয়ম যেনে নিন
tin certificate কি
বাংলাদেশে tin certificate হলো ১২ সংখ্যা যা জাতীয় রাজস্ব বোর্ড(এন বি আর)কর দাতা সনাক্ত করার জন্য ব্যাবহার করে থাকে।এটি কর দাতা দের ই রিটার্ন দাখিল করতে,কর পরিশোধ করতে এবং(এন বি আর)সম্পর্কিত লেনদেন পরিচালনা করার জন্য ব্যাবহার করা হয়,এটাকে e tin certificate বলে।
আরো পড়ুন : পাসপোর্ট করতে কত টাকা লাগে যেনে নিন
টিন সার্টিফিকেট আবেদন
আপনাদের যাদের tin certificate নেই কিভাবে অনলাইনে টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন।অনলাইনে টিন সার্টিফিকেট করতে কি কি তথ্য দিতে হবে।টিন সার্টিফিকেট আবেদন প্রয়োজনিয় কাগজ পত্র নিচে দেওয়া হল:
অনলাইনে টিন সার্টিফিকেট প্রয়োজনীয় কাগজপত্র:
- এনআইডি কার্ড
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি
- ইন্টারনেট সংযোগ
- ওয়েবসাইটে ক্লিক করুন
- রেজিস্ট্রেশন ক্লিক করুন
- ফর্ম পূরণ করুন
- আপনার এনআইডি কার্ডের তথ্য দেন
- আপনার মোবাইল নম্বর দেন
- ইমেইল আইডি দেন
- মোবাইলে এবং ইমেইলে OTP পাঠানো হয়েছে
- OTP দিন যাচাই করুন এইখানে ক্লিক করুন
- ফর্ম পূরণ করুন
- আপনার আয়ের তথ্য দিন
- Submit বাটন এ ক্লিক করুন
- আপনার ইমেইলে টিন সার্টিফিকেট হবে
এখান থেকে আপনি আপনার tin certificate টি ডাউনলোড করে নিন।এ ভাবে আপনি আপনার
মোবাইল দিয়ে বা Computer দিয়ে অনলাইনে টিন সার্টিফিকেট করে নিতে
পারবেন।অনলাইনে টিন সার্টিফিকেট করার জন্য কোন ফি দিতে হবে না।সার্টিফিকেট
প্রিন্ট করে আপনি আপনার ভবিষ্যতের কাজের জন্য ব্যাবহার করতে পারবেন।
আরো পড়ুন : online birth certificate download bd কি ভাবেকরবেন
tin certificate ব্যবহারের কারণ সমূহ
- আপনার আয়কর রিটার্ন দাখিল করার জন্য tin certificate লাগবে
- ব্যাংক একাউন্ট খুলার জন্য tin certificate লাগবে
- আপনি জমি কিনলে tin certificate লাগবে রেজিস্ট্রেশন করার জন্য
- আপনি জমি বিত্রিু করলে tin certificate লাগবে রেজিস্ট্রেশন করার জন্য
- আপনি বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করার জন্য tin certificate লাগবে
এ গুলো কাজ ছারা আরো অন্যান্য কাজের জন্য tin certificate প্রয়োজন হতে পারে।অনলাইনে টিন সার্টিফিকেট এর আরো গুরুত্ত পূর্ন তথ্য জনার জন্য আপনি এই ওয়েব সাইটি ভিজিট করতে পারেন।
টিন সার্টিফিকেট লগইন
আপনার যদি অনলাইনে টিন সার্টিফিকেট একাউন্ট খুলা থাকে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট লগইন? নিচে টিন সার্টিফিকেট লগইন করার জন্য দারাবাহিক ভাবে দেখানো হল:
- আপনার পছন্দের একটি ব্রাউজারিউপেন করুন(যেমন:Chrome,Firefox,Microsoft)ইত্যাদি
- URL ওয়েবসাইট এ প্রবেশ করুন
- ওয়েবসাইটের"লগইন"বাটনে ক্লিক করুন
- tin certificate এর আপনার 12-ডিজিটের টিন নম্বর দিন
- পাসওয়ার্ড আপনার টিন একাউন্ট এর জন্য পাসওয়ার্ড দিন
- ক্যাপচা কোড পুরন করুন
- লগইন বাটনে ক্লিক করুন
- tin certificate একাইুন্ট লগইন এর
- আপনার tin certificate দেখতে পারবেন।
- রিটার্ন দাখিল এর তথ্য দেখতে পারবেন
- আপনি আপনার টিন অ্যাকাউন্টের পরিচাল না করতে পারবেন।
- tin certificate এর গুরুত্বপূর্ণ তথ্য
- পনি আপনার টিন সার্টিফিকেটের পাসওয়ার্ড গোপন রাখবেন
- আপনার টিন সার্টিফিকেটের তথ্য শেয়ার করবেন না
- টিন সার্টিফিকেট সম্পর্কে আরও তথ্য জানার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুন
উপরে দেখানো নিয়মে আপনি আপনার টিন সার্টিফিকেট লগইন করে আপনার একাউন্ট এর তথ্য দেখতে পারবেন।অনলাইনে টিন সার্টিফিকেট সর্ম্পকে আরো জানতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন উপরে ওয়েবসাইট এর লিংক দেওয়া আছে।
টিন সার্টিফিকেট ফরম
আপনাদের টিন সার্টিফিকেট ফরম পূরন করে ই রিটার্ন দাখিল করতে হবে।টিন সার্টিফিকেট ফরম টি পূরন করতে আপনার প্রয়োজনিয় তথ্য দিতে হবে।অনলাইনে টিন সার্টিফিকেট ফরম ডাউনলোড করুন এই ওয়েবসাইটে গিয়ে ফরমটি ডাউনলোড করুন।অনলাইনে টিন সার্টিফিকেট পুরন করার জন্য যা প্রয়োজন নিচে দেওয়া হল:
- ফরমটি স্পষ্টভাবে এবং সাবধানে পূরণ করতে হবে
- আপনার সঠিক তথ্য প্রদান করতে হবে
- আপনার প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি দিতে হবে
- আপনার নির্ধারিত ফি প্রদান করতে হবে
টিন সার্টিফিকেট ফরম অনলাইনে এই ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।টিন সার্টিফিকেট ফরম অফলাইনে: জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) যে কোন শাখাই ফরমটি পূরণ করে,এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে NBR-এর যে কোন শাখায় জমা দিতে পারবেন।
আরো পড়ুন : প্রত্যয়ন পত্র কি-প্রত্যয়ন পত্র নমুনা দেখে নিন
টিন সার্টিফিকেট ফরম পুরনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি দুই কপি
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে
- আবেদনকারীর ঠিকানা প্রমাণের জন্য(যেমন: বিদ্যুৎ বিল,গ্যাস বিল)কাগজের ফটো কপি
- আবেদনকারীর ব্যবসায়িক সনদের ফটোকপি(যদি থাকে)
- অনলাইনে টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করলে ৭-১০ দিন সময় লাগে।
- অফলাইনে tin certificate আবেদন করলে ১৫-২০ দিন সময় লাগে।
শূন্য রিটার্ন দাখিল করার নিয়ম
শূন্য রিটার্ন দাখিল করার প্রত্রিুয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা কিভাবে অনলাইনে টিন সার্টিফিকেট এর ই রিটার্ন দাখিল করবেন নিচে দেওয়া হল :
- ওয়েবসাইটে প্রবেশ করুন
- একাউন্ট লগইন করুন
- আপনার TIN/BIN ডিজিটের টিন নম্বর দিন
- ক্যাপচা কোড পুরন করুন
- টিন রিটার্নে পাতায় প্রবেশ করুন
- শূন্য রিটার্ন এ ক্লিক দিন
- রিটার্ন ফর্ম পূরণ করুন ফর্মের প্রয়োজনীয় তথ্য সাবধানে পূরণ পুরন করুন তার পর জমা দিন
- রিটার্ন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্রু স্ক্যান করে আপলোড করুন
- ডিজিটাল স্বাক্ষর (e-TIN) ব্যবহার করুন রিটার্ন জমা দিন
- রিটার্ন দেওয়ার পর একটি রশিদ পাবেন
- রশিদটি ভবিষ্যতের কাজে লাগবে
- শূন্য রিটার্ন দাখিল করার শেষ তারিখ
- ব্যক্তিগত করদাতাদের জন্য:৩০শে জুন,২০২৪
- অন্যান্য করদাতাদের জন্য:৩১শে আগস্ট,২০২৪
- শূন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।
- নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা হবে।
- রিটার্ন জমা দেওয়ার সময় সমস্যাহলে NBR-এর এই ওয়েবসাইট থেকে তথ্য জানতে পারেন।
আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা
আপনি যদি আপনা আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা হবে,আপনার আয় না থাকলে আপনাকে শূন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করতেই হবে।ব্যক্তিগত করদাতাদের জন্য:৩০শে জুন,২০২৪ পর্যন্ত এবং অন্যান্য করদাতাদের জন্য:৩১শে আগস্ট,২০২৪ পর্যন্ত এর পর জরিমানা সহ রিটার্ন জমা দিতে হবে।
আরো পড়ুন : সাব কবলা দলিল এর রেজিস্ট্রেশন খরচ কত যেনে নিন
টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম
আপনি যদি আপনার টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম সর্ম্পকে জানতে চান তাহলে যে নেনিতে পারেন।নিচে টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম এর ধাপসমূহ গুলো দেওয়া হল:
- আপনারা যারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন
- যাদের আয়ক দেওয়ার যোগ্যতা আর নেই
- যারা স্থায়ীভাবে বাংলাদেশ তেকে চলেগেছেন
- যারা মারাগেছে
- ভুল টিন সার্টিফিকেট হয়েছে
- অন্য কোন আইনি কারনে
- যেভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন
- A4 সাইজের tin certificate বাতিল করার জন্য আবেদন পত্র লিখুন
- আপনার ১২ সংখ্যার টিন নম্বর
- আপনি কিকারনে টিন সার্টিফিকেট বাতিল করবেন উল্লেখ করুন
- নাম,ঠিকানা এবং যোগাযোগের তথ্য দিন
- স্বাক্ষর ও তারিখ দিন
আপনার tin certificate বাতিল করার জন্য আবেদন জামাদিন।আবেদন জমা দেওয়ার ৭-১০ কার্যদিবশ সময় লাগবে,আপনার tin certificate টি বাতিল হতে।টিন সার্টিফিকেট বাতিল করার জন্য কোন টাকা পয়সা লাগে না।এভাবে আবেদন করে আপনারা আপনাদের র্টিন বাতিল করতে পারবেন।
প্রোয়োজনিয় প্রশ্ন এবং উত্তর:
প্র:কাদের আয়কর রিটার্ন দিতে হবে না
উ:আপনার যদি কোন আয় ইনকাম না থাকে
তাহলে আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে না।
প্র:টিন সার্টিফিকেট থাকলেই কি
কর দিতে হবে
উ:টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে করদিতে হবে না,টিন
সার্টিফিকেটি কেবলমাত্র আপনার আয়ের পরিচয়।আপনার করযোগ্য আয় থাকে তাহলে
আপনাকে কর দিতে হবে।
প্র:e tin এর পূর্ণরূপ
উ:ট্যাক্সপেয়ার
আইডেন্টিফিকেশন নম্বর
প্র:টিন সার্টিফিকেট করতে কত টাকা লাগে
উ:টিন
সার্টিফিকেট করতে টাকা লাগে না
লেখক এর মতামত
আমি আপনাদের সাথে অনলাইনে টিন সার্টিফিকেট কিভাবে করবেন এ বিষয় নিয়ে আলোচনা করে ছি আপনাদের যদি অনলাইনে টিন সার্টিফিকেট করতে কোন সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন।আপনাদের সাথে টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে ই টির্ন নিয়ে কোন প্রশ্ণ থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url