পাসপোর্ট করতে কত টাকা লাগে যেনে নিন
পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং পাসপোর্ট কেন করবেন,বর্তমান সময়ে অনলাইনে আপনার ই পাসপোর্ট কিভাবে করবেন।পাসপোর্ট আমাদের বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয়,বিদেশে ভ্রমণের জন্য আপনার কিন্তু একটি পাসপোর্ট থাকতে হবে।আপনি যদি ব্যবসা-বাণিজ্য করার উদ্দেশ্য বিদেশে যান তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট করতে হবে।
বর্তমান সময়ে পাসপোর্ট আপনার অনলাইনে আবেদন করতে হয়।আপনি আপনার কম্পিউটার দিয়ে আপনার পাসপোর্ট এর প্রয়োজন হলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনার পাসপোর্ট পেয়ে যাবেন।এই পোস্টটি যদি মনোযোগ দিয়ে পড়েন ১০০% নিশ্চিত পাসপোর্ট সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাবেন।পাসপোর্ট করতে কত টাকা লাগে,পাসপোর্ট কি,ই পাসপোর্ট কিভাবে করবেন,ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ,পাসপোর্ট ফি কত টাকা এ বিষয়গুলো জানতে পারবেন।
পোস্টসূচীপত্র:পাসপোর্ট করতে কত টাকা লাগে যেনে নিন
- পাসপোর্ট কি?
- পাসপোর্ট করতে যা যা লাগবে
- ই-পাসপোর্টের সুবিধা
- ই-পাসপোর্ট আবেদন যেভাবে করবেন
- E Passport আবেদন করার নিয়ম
- পাসপোর্ট করতে কত টাকা লাগে
- মোট খরচ হিসাব করার জন্য
- পাসপোর্ট ফি জমা দেওয়ার ব্যাংক সমূহ
- প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর
- লেখক এর মতামত
পাসপোর্ট কি?
পাসপোর্ট হল এক ধরনের সরকার কর্তিক্য নথি।পাসপোর্ট এর জন্য আবেদন করতে হয়।সাপোর্টটি আপনার প্রয়োজন হবে দেশের বাইরে ভ্রমণ করার জন্য,পাসপোর্টটিতে আপনার নাম,পিতার নাম,মাতার নাম,লিঙ্গ,ঠিকানা,ছবি এই তথ্যগুলো দেওয়া থাকে।
পাসপোর্ট করতে যা যা লাগবে
পাসপোর্ট এর জন্য আবেদন করতে কি কাগজপত্র লাগে এর সঠিক ধারণা না থাকার কারণে অনেক সময় অনেক ধরনের জটিলতা তৈরি হয়।যখনই আপনার পাসপোর্ট অফিসে যাওয়া হয়,তখন গিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র গ্যাপ থাকার কারণে অনেক ধরনের জটিলতা তৈরি হয়,অনেক ভোগান্তিতে ভুক্তে হয়। তাই জেনে নিন পাসপোর্ট করতে কি কাগজপত্র লাগে পাসপোর্ট করতে আপনাকে নিচের তথ্য গুলো দিতে হবে:
- পাসপোর্ট জন্য আবেদনের অনলাইন কপি লাগবে
- আবেদন সামারি দিতে হবে
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন
- পাসপোর্ট ফি পরিশোধের চালান রশিদ
- নাগরিক সনদ/চেয়ারম্যান সার্টিফিকেট
- আপনার পেশা প্রমাণের ডকুমেন্ট
ই-পাসপোর্টের সুবিধা
ই পাসপোর্ট এর সুবিধা হচ্ছে ভ্রমণকারী সহজেই ভ্রমন করতে পারে।ই পাসপোর্ট ব্যবহার করে ই-গেট এর মাধ্যমে সহজে ভ্রমণ করতে পারে।এর জন্য ভিসা চেকিং এর জন্য লাইনে দাঁড়াতে হয় না,ই-গেটর নির্দিষ্ট স্থানে পাসপোর্ট নিয়ে দাঁড়ালে ই ক্যামেরা ছবি তুলে নেয় এবং ই-পাসপোর্টের সুবিধা জন্য সহজেই ইমিগ্রেশন হয়ে যায়।
ই-পাসপোর্ট আবেদন যেভাবে করবেন
ই-পাসপোর্ট আবেদন যেভাবে করবেন,ই পাসপোর্ট করতে আপনার নিচের দেওয়া প্রয়োজনিয় কাগজ পত্র গুলো রাগবে।এই কাগজ পত্র গুলো দিয়ে আপনি ই পাসপোর্ট এর জন্য আবেদন করবেন।
ই পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- জাতীয় পরিচয়পত্র (NID)বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC English Version)
- স্ক্যান করা ছবি Passport sizeছবি
- ডেবিট/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অনলাইনে(ফি পরিশোধ করার জন্য)
E Passport আবেদন করার নিয়ম
ধাপসমূহ ১:অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করুন
- অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ওয়েবসাইট এ প্রবেশ করুন
- অ্যাকাউন্ট তৈরি করুন
- আপনার জেলার নাম দিন এবং উপজেলার নাম দিন
- Continue তে ক্লিক করুন
- NID Card অনু যায় আপনার নাম ঠিকানা পূরুন করুন
- আপনার ইমেইল এবং password দিয়ে লগিং করুন
- আপনার ইমেলে একটি লিং পাঠানো হবে
- ভেরিফাই করতে লিংকে ক্লিক করুন
- নিচে ছবিতে দেখানো হয়েছে সে অনুযায় ফলো করুন
ধাপ:০১ ই পাসপোর্ট অ্যাকাউন্ট তৈরি
ধাপ:০২ই পাসপোর্ট অ্যাকাউন্ট তৈরি জন্য ইমেইল দিন
ধাপ:০৩ই পাসপোর্ট অ্যাকাউন্ট তৈরি জন্য password সেট করুন এবং এন অই ডি কার্ড অনুযায় র্ফম পূরন করুন
ধাপ:০৪ই পাসপোর্ট অ্যাকাউন্ট লগিং করুন
উপরে ছবিগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে ই পাসপোর্ট একাউন্ট তৈরি করতে হয়।আপনারা ই পাসপোর্ট অ্যাকাউন্ট তৈরি করার সময় উপরে দেখানো ধাপ গুলো অনুসরণ করবেন।তাহলে আপনারা আপনাদের নিজেদের জন্য ই পাসপোর্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।
আরো পড়ুন : online birth certificate download bd কি ভাবেকরবেন
ধাপসমূহ ২:ই পাসপোর্ট এর জন্য আবেদন
- একাউন্ট লগইন করুন
- "আবেদন করুন" বাটনে ক্লিক করুন
- দেখানো নির্দেশনা অনুসারে আবেদনপত্রটি সাবধানে পূরণ করুন।
- আপনার সঠিক তথ্য প্রদান করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে আপলোড করুন।
- আবেদনটি সাবমিট বাটনে ক্লিক করুন।
একাউন্টে লগইন করার পরে ছবিতে দেখানো Apply for a new e‑Passport এখানে ক্লিক করুন।
পাসপোর্ট কি ধরনের তৈরি করতে চান,অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট।আপনি যে ধরনের পাসপোর্ট তৈরি করতে চান,এখান থেকে তা সিলেক্ট করুন।পরবর্তী ধাপ অনুসরণ করুন।
আরো পড়ুন : সাব কবলা দলিল এর রেজিস্ট্রেশন খরচ কত যেনে নিন
আপনার পাসপোর্ট এর আবেদন করার জন্য নিচের এই তথ্য গুলো ভাল করে পূরণ করুন।
- Passport Type
- Personal Information
- Address
- ID Documents
- Official Passport Information
- Parental Information
- Spouse Information
- Emergency Contact
- Passport options
- Delivery Options & Appointment
পাসপোর্ট আবেদন করতে চাইলে উপরের যে তথ্যগুলো আপনার দেওয়া হয়েছে,আপনার নিজের পার্সোনাল তথ্যগুলো আইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন।তাহলে পরবর্তী সময়ে পাসপোর্ট এর জন্য কোন জটিলতা তৈরি হবে না।
ধাপসমূহ ৩:জরুরী প্রয়োজনে যোগাযোগের ব্যক্তির তথ্য
আপনার ই পাসপোর্ট এর জন্য আপনার পক্ষ থেকে আপনি যে কাউকে নিয়োগ দিতে পারেন যাতে জরুরী,যে কোন তথ্যের জন্য আপনার হয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারে।জরুরি প্রয়োজনে যোগাযোগ এ ব্যক্তির তথ্য দেওয়া থাকলে সহজেই আপনার পাসপোর্ট এর জন্য কোন ডকুমেন্টস প্রয়োজন হলে আপনি জানতে পারবেন।
ধাপসমূহ ৪:পাসপোর্ট ফি প্রদান ও আবেদন প্রিন্ট
আপনার ই পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় পাসপোর্ট ফি প্রদান করুন।পাসপোর্ট ফি দেওয়া হলে,আপনি আপনার আবেদনটি প্রিন্ট করে নিন।
আরো পড়ুন : পুরাতন দলিল এর লেখা বোঝার উপায় যেনে নিন
আপনার ই পাসপোর্ট এর জন্য উপরে যেভাবে দেখানো হয়েছে এভাবে যদি আপনি আপনার পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করেন,তাহলে সহজেই আপনি আপনার ই পাসপোর্ট করে নিতে পারবেন।
পাসপোর্ট করতে কত টাকা লাগে
এখন আমরা জানবো একটি পাসপোর্ট করতে কত টাকা লাগে,উপরে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে ই পাসপোর্ট এর আবেদন অনলাইনে কিভাবে করবেন।পাসপোর্ট করতে কত টাকা লাগবে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর।যেমন পাসপোর্ট এর মেয়াদ কত দিনের হবে,পাসপোর্ট এর ধরন কি,পাসপোর্ট কত পৃষ্ঠা হবে এগুলো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে একটা পাসপোর্ট করতে কত টাকা লাগে।নিচে আপনাদের কে একটি ধারনা দেওয়া হল:
পাসপোর্টের মেয়াদ:
৫ বছর মেয়াদী:
- নিয়মিত ডেলিভারি (২১ দিনের মধ্যে):৪,০২৫/=(টাকা)
- এক্সপ্রেস ডেলিভারি (১০ দিনের মধ্যে):৬,৩২৫/=(টাকা)
- সুপার এক্সপ্রেস ডেলিভারি (২ দিনের মধ্যে):১০,৮২৫/=(টাকা)
১০ বছর মেয়াদী
- নিয়মিত ডেলিভারি (২১ দিনের মধ্যে): ৮,০৫০/=(টাকা)
- এক্সপ্রেস ডেলিভারি (১০ দিনের মধ্যে): ১০,৩৫০/=(টাকা)
- সুপার এক্সপ্রেস ডেলিভারি (২ দিনের মধ্যে): ১৪,৮৫০/=(টাকা)
পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা:
৪৮ পৃষ্ঠা:উপরে উল্লেখিত সকল মূল্য প্রযোজ্য
৬৪ পৃষ্ঠা:
- নিয়মিত ডেলিভারি: +২,৩০০/=(টাকা)
- এক্সপ্রেস ডেলিভারি: +২,৩০০/=(টাকা)
- সুপার এক্সপ্রেস ডেলিভারি: +২,৩০০/=(টাকা)
অনলাইন আবেদন:
- বাংলাদেশস্থ আবেদনকারী:৫০/=(টাকা)
- বিদেশস্থ আবেদনকারী:৫ মার্কিন ডলার
পাসপোর্ট এর জন্য অন্যান্য খরচ:
- ডেলিভারি চার্জ (ঐচ্ছিক)
- ঢাকা মেট্রোপলিস:৩০০ /=(টাকা)
-
ঢাকা মেট্রোপলিস বাদে:৫০০ /=(টাকা)
- স্মার্টকার্ড ফি (শুধুমাত্র ১০ বছর মেয়াদী পাসপোর্টের জন্য):৫০০/=(টাকা)
মোট খরচ হিসাব করার জন্য:
আপনার পছন্দের পাসপোর্টের মেয়াদ অনুযায়,পৃষ্ঠা সংখ্যা,আবেদন প্রক্রিয়া এবং ডেলিভারি পদ্ধতি অনুযায়ী উপরে উল্লেখিত খরচগুলি এক সাথে যোগ করুন।তাহলেই একটি ই পাসপোর্ট করতে কত টাকা লাগে জানতে পারবেন।
আরো পড়ুন : নাম দিয়ে জমির দলিল অনুসন্ধান করুন সাব-রেজিষ্ট্রি অফিসে
উপরে পাসপোর্ট ফি কত টাকা এটার একটা খরচের ধারণা দেওয়া হয়েছে,এই পাসপোর্ট খরচটি যেকোনো সময় কমতেও পারে বাড়তেও পারে।অবশ্যই পাসপোর্ট করার পূর্বে পাসপোর্ট অফিস থেকে জেনে নিবেন বা অনলাইনে এই ওয়েবসাইট থেকে দেখে নিবেন আপনার পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে।
পাসপোর্ট ফি জমা দেওয়ার ব্যাংক সমূহ
বাংলাদেশে পাসপোর্ট ফি জমা দেওয়ার জন্য অনুমোদিত ব্যাংক গুলোর নাম দেওয়া হল,সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক এর নাম নিচে দেওয়া হল।যে ব্যাংক গুলোতে আপনি পাসপোর্ট ফি জমা দিতে পারবেন।সরকারি ব্যাংক:
- সোনালী ব্যাংক (সকল শাখা)
- বাংলাদেশ ব্যাংক (মুখ্য শাখা)
- অগ্রণী ব্যাংক (মুখ্য শাখা)
- জনতা ব্যাংক (মুখ্য শাখা)
- রূপালী ব্যাংক (মুখ্য শাখা)
বেসরকারি ব্যাংক:
- ঢাকা ব্যাংক (সকল শাখা)
- আইএফআইসি ব্যাংক (সকল শাখা)
- ইস্টার্ন ব্যাংক (সকল শাখা)
- নর্থ সাউথ ব্যাংক (সকল শাখা)
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (সকল শাখা)
- এনবিএল(সকল শাখা)
- ম্যাশরাকি ব্যাংক(সকল শাখা)
- সিটি ব্যাংক(সকল শাখা)
- আল-আরাফাহ ইসলামী ব্যাংক(সকল শাখা)
- ইসলামী ব্যাংক (সকল শাখা)
- লাক্সমী ব্যাংক (সকল শাখা)
- আবাহন ব্যাংক (মুখ্য শাখা)
- মেঘা ব্যাংক (মুখ্য শাখা)
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংক (মুখ্য শাখা)
- প্রিমিয়ার ব্যাংক (মুখ্য শাখা)
- ট্রাস্ট ব্যাংক (মুখ্য শাখা)
- ওয়ান ব্যাংক (মুখ্য শাখা)
- ব্যাংক এশিয়া (মুখ্য শাখা)
প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন:পাসপোর্ট নবায়ন ফি কত টাকা 2024?উ:৪৮ পাতার পাসপোর্ট রিনিউ ফি ৪,০২৫/=(টাকা) এবং ৬৪ পাতার পাসপোর্ট রিনিউ ফি ৬,৩২৫/=(টাকা) এটা হল ৫ বছরের ই পাসপোর্ট রিনিউ ফি।
প্রশ্ন:নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে?
উ:৫ বছর মেয়াদি ৪৮ পেইজ এর-রেগুলার ফি-৪০২৫/=(টাকা)জরুরী ফি-৬৩২৫(টাক) এবং অতিব জরুরী ফি-৮৬২৫/=(টাকা)এ টা শুধু ৫ বছরের জন্য।
লেখক এর মতামত
e passport করতে কত টাকা লাগে উপরে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে।ই পাসপোর্ট এর জন্য আপনারা যদি আবেদন করতে চান অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের পাসপোর্ট এর আবেদন নিজেরাই করতে পারবেন।পরে আবেদনের বিভিন্ন ধাপসমূহ আপনাদের সাথে আলোচনা করা হয়েছে আপনাদের যদি বুঝতে কোন সমস্যা হয় কমেন্ট করে জানাবেন।
আরো পড়ুন : দলিলে দাগ ভুল হলে করণীয়-কিভাবে দলিল সংশোধন করবেন
e passport করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন না,তাহলে হবে কি আপনি ভুল মানুষের পাল্লায় পড়ে যাবেন আপনার টাকা পয়সা নষ্ট হবে দেখবেন পাসপোর্ট করতে অনেক সময় লেগে যাবে,এজন্য নিজের পাসপোর্ট নিজেই অনলাইনে আবেদন করবেন এবং পাসপোর্ট অফিসে সরাসরি আপনি যোগাযোগ করবেন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url