পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত যেনে নিন
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত?এবং পল্লী বিদ্যুৎ মিটার আবেদন কিভাবে করতে হয়।নতুন মিটারের আবেদন এর জন্য পোষ্টটি মনুযোগ সহকারে পরুন।
পোস্টসূচীপত্র:পল্লী বিদ্যুৎ মিটার নতুন বাসা বাড়ি করার পর নতুন মিটারের আবেদন করতে হয়।পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত? এবং নতুন মিটারের আবেদন করার কত দিন পরে আপনি মিটার পাবেন এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত
নতুন মিটারের আবেদন করার জন্য আমাদের প্রয়োজন হয় ভিবিন্ন কাগজ পত্র এবং পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি দিতে হয়।নতুন বাসা বাড়ি তৈরি করলে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে হয়,পল্লী বিদ্যুৎ মিটার
আরো পড়ুন : সবচেয়ে কোন মোবাইলের ক্যামেরা ভালো যেনে নিন
আবেদন ফি নির্ভর করে আপনি যে বিদ্যুৎ বিতরণ সংস্থার (বিডিএস) আওতায় আবেদন করছেন তার উপর।বিভিন্ন বিডিএস-এর আবেদন ফি ভিন্ন হতে পারে।ভিবিন্ন পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত? নিচে দেওয়া হল:
নতুন মিটারের আবেদন:
- একক ফেজ:৫০০/=(টাকা)
- তিন ফেজ:১০০০/=(টাকা)
পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য:
- একক ফেজ:৩০০/=(টাকা)
- তিন ফেজ:৫০০/=(টাকা)
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি(ডেপসো):
- একক ফেজ:৫০০/=(টাকা)
- তিন ফেজ:১০০০/=(টাকা)
মিটার পরিবর্তনের জন্য:
- একক ফেজ:৩০০/=(টাকা)
- তিন ফেজ:৫০০/=(টাকা)
গ্রামীণ বিদ্যুৎায়ন বোর্ড(REB):
- একক ফেজ:৬০০/=(টাকা)
- তিন ফেজ:১২০০/=(টাকা)
মিটার পরিবর্তনের জন্য:
- একক ফেজ:৪০০/=(টাকা)
- তিন ফেজ:৮০০/=(টাকা)
আবেদন ফি ছাড়াও,নতুন মিটারের আবেদন করার ক্ষেত্রে আপনাকে নিমুক্ত খরচ লাগতে পারে।
- নিরাপত্তা আমানত:৫০০/=(টাকা)লাইন নির্মাণ খরচ: লাইনের দৈর্ঘ্য এবং ধরণের উপর নির্ভর করে এটা আলোচনা সাপেক্ষে
- মিটার স্থাপন খরচ:
- অন্যান্য খরচ সম্পর্কে জানতে,আপনার নিকটতম বিডিএস অফিসে যোগাযোগ করে আপনি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত যেনে নিতে পারবেন।
নতুন মিটারের আবেদন
নতুন মিটারের আবেদন বাসা বাড়ি নির্মাণ করার জন্য প্রয়োজন হয়। একটি নতুন মিটারের আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এগুলো নিয়ে নিচে আলোচনা করা:
- আবেদনপত্রের নির্ধারিত ফর্ম পুরন করুন
- আবেদনকারীর ছবি ফর্ম এর সাথে জমা দিন
- জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড এর ফটোকপি জমা দিন
- টিন সার্টিফিকেট এর কপি জমা দিতে হবে,রির্টান সহ
- বিদ্যুৎ বিলের কপি(যদি পূর্বে বিদ্যুৎ সংযোগ থাকে) নতুন আবেদন এর সাথে জমা দিতে হবে
- হোল্ডিং নম্বর/দাগ নম্বর/খতিয়ান নম্বর/এসএ দাগ নম্বর/আংশিক খতিয়ান নম্বর/পৌরসভা/সিটি কর্পোরেশনের হোল্ডিং নম্বর/ওয়ার্ড নম্বর/রাস্তার নাম/বাড়ির নম্বর দিতে হবে
- মালিকের সম্মতিপত্র (যদি আবেদনকারী মালিক না হয়) তাহলে মালিকের সম্মতি পত্র জমা দিতে হবে
- লোডের চাহিদার পরিমাণ উল্লেখ করতে হবে
- নির্ধারিত ফি আবেদনের সাথে দিতে হবে
নতুন মিটারের আবেদন কারার জন্য উপরোক্ত কাগজ পত্র গুলো দিতে হবে।অঅপনি অনলাইনে নতুন মিটারের আবেদন করতে পারবেন,সরাসরি অফিসে গিয়ে নতুন মিটারের আবেদন করতে পারবেন।
পল্লী বিদ্যুৎ মিটার পেতে কতদিন লাগে
অনলাইন আবেদনের ক্ষেত্রে ৭-১০কর্মদিবস সময়লাগে এবং অফলাইনে আবেদনের ক্ষেত্রে ১০-১৫ কর্মদিবস সময় লাগে,ভিবিন্ন কাগজের জটিলতার কারনে অনেক সময় বেশি ও লাগতে পারে।পল্লী বিদ্যুৎ মিটার পেতে সময় বেশি লাগলে আপনার আবেদনের কপি নিয়ে সরাসরি পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত যেনে নিন
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত?একক ফেজ (১ ফেজ)-1,000/=(টাকা) এবং ত্রি-ফেজ (৩ ফেজ)-2,000/=(টাকা)।পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কমবেশি হতে পারে বিভিন্ন সময়,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার পূর্বে জেনে নিবেন পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত?
নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন
আপনি যদি আপনার বাসার জন্য নতুন মিটারের জন্য আবেদন করতে চান, আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য আপনার কিছু কাগজপত্র প্রয়োজন হবে এবং আবেদন কিভাবে করবেন এ প্রক্রিয়াগুলোর নিচে দেখানো হলো:
নতুন মিটারের আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র:
- আবেদনকারীর ছবি ১ কপি
- জাতীয় পরিচয়পত্র ফটো কপি
- স্থানের মালিকানার প্রমাণ করার জন্য দলিল এর ফটিা কপি
- পূর্ববর্তী পুরাতন মিটারের বিলের কপি (যদি থাকে)
পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা
পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা জানার জন্য আপনি তিনটি মাধ্যমে জানতে পারবেন আপনার পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা।এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে পল্লী বিদ্যুৎ আবেদনের নাম্বার,আপনি যদি আবেদন
আরো পড়ুন : সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপ ৫ টি যেনে নিন
নাম্বার ভুলে যান,তাহলে আপনি সরাসরি অফিসে উপস্থিত হয়ে আপনি আপনার আবেদন নাম্বার সংগ্রহ করে নিতে পারবেন।চলুন জেনে নেই পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা কিভাবে কিভাবে জানতে পারবেন:
মোবাইল অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা যেনে নিন:
- পিবিএস-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
- অ্যাপটিতে লগ ইন করুন
- "আবেদনের অবস্থা" অপশনটি নির্বাচন করুন
- আপনার আবেদন নম্বর এবং মোবাইল নম্বর দিন
- "সাবমিট" বাটনে ক্লিক করুন
- আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন
হেল্পলাইনে কল করে পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা যেনে নিন:
- পিবিএস-এর হেল্পলাইন নম্বরে কল করুন:16123 (বাংলাদেশের যেকোনো স্থান থেকে)
- আপনার আবেদন নম্বর সম্পর্কে জিজ্ঞাসা করুন
- একজন হেল্পলাইন কর্মকর্তা আপনাকে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানিয়ে দিবে
সরাসরি পিবিএস অফিসে গিয়ে পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা যেনে নিন:
- আপনার এলাকার পিবিএস অফিসে যান
- গ্রাহক সেবা বিভাগে যান
- আপনার আবেদন নম্বর সম্পর্কে জিজ্ঞাসা করুন
- একজন কর্মকর্তা আপনাকে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানিয়ে দিবে
লেখক এর মতামত
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত? আপনি যদি আপনার বাসা বাড়ি জন্য নতুন মিটারের আবেদন করে থাকেন, সে আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবেন এবং একটি নতুন সংযোগের ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত হবে, এগুলো নিয়ে উপরে আলোচনা
আরো পড়ুন : বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন সেরা ৫টি
করা হয়েছে পল্লী বিদ্যুৎ মিটার সম্পর্কে আপনাদের যদি আরো কোন তথ্য জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন।পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের মিটারের জন্য আবেদন,নিজেরাই করবেন,তাহলে মিটারের জন্য আবেদন করে কখনো প্রতারিত হবেন না।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url