পুরাতন দলিল এর লেখা বোঝার উপায় যেনে নিন
পুরাতন দলিল জমির মালিকানা প্রমানে গুরুত্তপূন্ন ভূমিকা রাখে।পুরাতন দলিলের কোন জায়গায় কি থাকে,সকলের জানা প্রয়োজন।আমরা যারা পুরাতন দলিল পরতে পারিনা তাদের জন্য পুরাতন হাতের লেখা dolil পরতে অনেক জটিল লাগে।আজকের এই পোষ্টটি যদি আপনি পরে ১০০% নিশ্চ আপনি পুরাতন দলিল পরার একটি সঠিক ধারনা পাবেন।
আজকে আমি আপনাদের সাথে সেয়ার করবো কিভাবে আপনারা পুরাতন হাতের লিখা দলিল পরবেন।পুরাতন হাতের লিখা দলিল এর কোন বিষয় গুলোকে গুরুত্ত সহকারে দেখবেন এবং পুরাতন হাতের লিখা দলিল কিভাবে পরবেন?পুরাতন দলিল পরতে হলে আপনাকে দলিল সর্ম্পকে ধারনা থাকতে হবে।পুরাতন দলিলে দাতা,গ্রহিতা জমির পরিমান,সম্পত্তির তফসিল ইত্যাদি বিষয় গুলো পুরাতন দলিলে কোথাই থাকে জানতে হবে।
পোস্ট সূচিপত্রঃপুরাতন দলিল এর লেখা বোঝার উপায় যেনে নিন
- পুরাতন দলিল কোথাই পাবেন
- পুরাতন দলিল পড়ার নিয়ম
- পুরাতন দলিল এর দলিল নাম্বার-ত্রুমিক নাম্বার
- পুরাতন দলিল এ জমির পরিমান-জমির শ্রেনি
- জমির মূল্য-মৌজার নাম
- গ্রহিতা-গ্রহিত্রী
- দাতা-দাত্রী
- খতিয়ান নাম্বারC S,S A,R S,B S
- দাগ নাম্বার C S,S A,R S,B S
- দলিল রেজিষ্ট্রির তারিখ-সম্পা দনের তারিখ
- সনাক্ত কারি
- পুরাতন দলিল এ স্বাক্ষী
- দাগে মোট জমির পরিমান
- পুরাতন দলিল তল্লাশি
- পুরাতন দলিল পড়ার নিয়ম
- পুরাতন দলিল এ দলিলে ব্যবহৃত শব্দ
- অনলাইনে জমির দলিল দেখার নিয়ম
- প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর
- লেখক এর মতামত
পুরাতন দলিল কোথাই পাবেন
পুরাতন দলিল পাবেন উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে এবং জেলা রের্কড রুমে।এখন অঅপনাকে দেখতে হবে,আপনি যে পুরাতন দলিল তুলতে চাচ্ছেন।সে পুরাতন দলিল কতদিনের পুরুনো।দলিল যদি অনেক পরুনো
আরো পড়ুন : দলিলে দাগ ভুল হলে কিভাবে দলিল সংশোধন করবেন?
হয় তাহলে জেলা রেকর্ড রুম থেকে নকলের সার্টিফাইট কপি তুলতে হবে এবং পুরাতন দলিল যদি বিগত কয়েক ভছরের হয় তাহলে উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসথেকে নকলের সার্টিফাইট কপি তুলতে পারবেন।
পুরাতন দলিল পড়ার নিয়ম
- দলিল নাম্বার/ত্রুমিক নাম্বার
- জমির পরিমান/জমির শ্রেনি
- জমির মূল্য/মৌজার নাম
- গ্রহিতা/গ্রহিত্রী
- দাতা/দাত্রী
- খতিয়ান নাম্বারC.S,S.A,R.S,B.S /জোত নাম্বার
- দাগ নাম্বার C.S,S.A,R.S,B.S
- দলিল রেজিষ্ট্রির তারিখ/সম্পা দনের তারিখ
- সনাক্ত কারি
- স্বাক্ষী
- দাগে মোট জমির পরিমান
পুরাতন দলিল এর দলিল নাম্বার-ত্রুমিক নাম্বার
পুরাতন দলিলের প্রথম পেজে আপনারা দলিল নাম্বার এবং ত্রুমিক নাম্বার পাবেন।দলিল নাম্বার পাবেন দলিলের ডান পাসে,ত্রুমিক নাম্বার পাবেন দলিলের বাম পাসে।দলিল নাম্বারএবং ত্রুমিক নাম্বার সমান থাকতে পারে আবার সমান নাও থাকতে পারে।যেমন-০১ত্রুমকি নাম্বার দলিল নাম্বার ০১ আবার এরকম থাকতে পারে ত্রুমিক নাম্বার ১২০ দলিল নাম্বার ৫০।
পুরাতন দলিল এ জমির পরিমান-জমির শ্রেনি
পুরাতন দলিলে প্রথম পেজেই আপনারা জমির পরিমান দেখতে পাবেন।পুরাতন হাতের লিখা দলিলে পাবেন দলিলের উপরে,কম্পিটার টাইপিং দলিলে পবেন ২ নাম্বার কলামে।এবং পুরাতন দলিলে প্রথমপেজে জমির মূল্য পাবেন,জমির শ্রেণী পাবেন।
জমির মূল্য/মৌজার নাম
জমির মূল্য এবং মৌজার নাম পাবেন পুরাতন দলিলের উপরে প্রথম পেজে,কম্পিটার টাইপিং দলিলে পবেন ২ নাম্বার কলামে।
গ্রহিতা/গ্রহিত্রী
পুরাতন দলিলে বা কম্পিটার টাইপিং দলিল উবই দলিলে প্রথমে আপনার গ্রহিতা থাকে শুধু মাত্র পাওয়ার দলিল এবং বন্টন দলিল ব্যাতিত আর সব দলিলে গ্রহিতা প্রথমে থাকে।
দাতা/দাত্রী
পুরাতন দলিলে বা কম্পিটার টাইপিং দলিল উবই দলিলে গ্রহিতার পরে দাতা/দাত্রী থাকে শুধু মাত্র পাওয়ার দলিল দাতা ও দাত্রী প্রথমে থাকে।খতিয়ান নাম্বারC S,S A,R S,B S
খতিয়ান নাম্বার পুরাতন দলিলে এবং কম্পিটার টাইপিং দলিলে খতিয়ান নাম্বার থাকে।পুরাতন হাতের লিখা দলিল গুলোতে ভিবিন্ন সময় বিভিন্ন জরিপ হওয়ার কারনে পুরাতন দলিল গুলোতে ভিবিন্ন রকম দেখতে পাবেন।যেমন যে দলিল গুলো আপনার CS দিয়ে হয়ছে সে গুলোতে CS খতিয়ান পাবেন
আরো পড়ুন : মুল দলিল জমি রেজিস্ট্রি করার কত দিন পর পাওয়া যায়
যে দলিল গুলো SA দিয়ে হয়ছে সেগুলোতে SA খতিয়ান পাবেন,কম্পিটার টাইপিং দলিল গুলোতে SA/RS খতিয়ান পাবেন।জিনি জমি বিত্রিু করবেন ওনার নামে যদি নাম জারি থাকে,নাম জারিতে যে জোত নাম্বার দিয়ে জোত খোলা হয় তাকে জোত নাম্বার বলে।
দাগ নাম্বার C S,S A,R S,B S
দাগ নাম্বার পুরাতন দলিলে এবং কম্পিটার টাইপিং দলিলে দাগ নাম্বার থাকে।পুরাতন দলিল গুলোতে ভিবিন্ন সময় বিভিন্ন জরিপ হওয়ার কারনে পুরাতন দলিল গুলোতে ভিবিন্ন রকম দেখতে পাবেন।যেমন যে দলিল গুলো আপনার CS দিয়ে হয়ছে সে গুলোতে CS দাগ নাম্বার পাবেন,যে দলিল গুলো SA দিয়ে হয়ছে সেগুলোতে SA দাগ নাম্বার পাবেন,কম্পিটার টাইপিং দলিল গুলোতে SA/RS দাগন্বার পাবেন।
দলিল রেজিষ্ট্রির তারিখ-সম্পা দনের তারিখ
দলিল রেজিষ্ট্রির তারিখ পাবে পুরাতন দলিলে ও নতুন দলিলে সম্পত্তি তফসিলের পূর্বে।সম্পাদনের তারিখ পুরাতন দলিল গুলোতে হাতের লেখা পাবেন।
সনাক্ত কারি
সনাক্ত কারি হচ্ছে দাতা এবং গ্রহিতাকে চিনে এমন ব্যাক্তি কে সনাক্ত কারি দেওয়া হয়ে থাকে।সনাক্ত কারিকে দলিলে তিনটি জায়গাতে সাক্ষর করতে হয়।যেমনি-দলিলের প্রথম পেজের অপর পৃষ্টাই,১৯ নাম্বার কলামে,হলপ নামায়।
পুরাতন দলিল এ স্বাক্ষী
স্বাক্ষী দলিলে দুই জন থাকে,আপনি চাইলে স্বাক্ষি দুই এর অধিক রাখতে পারেন।আপনি পুরাতন হাতের লেখা দলিলে স্বাক্ষী পাবেন নতুন দলিলেও স্বাক্ষী পাবেন।
দাগে মোট জমির পরিমান
আপনি যে দাগ থেকে জমি ত্রুয় করবেন সে দাগে দেখে নিবেন জমির পরিমান কতটুকু আছে এবং আপনি জমি কিনার পূবে ভুমি অফিস থেকে চেক করে নিবেন দাগে জমি আছে কি না।
পুরাতন দলিল তল্লাশি
তল্লাশি দিয়ে জমির দলিল বের করার নিয়ম আপনি যাদি পুরাতন হাতের লিখা দলিল বের করতে চান তাহলে আপনাকে তল্লাশি দিয়ে পুরাতন দলিল বের করতে হবে।পুরাতন দলিল তল্লাশি দিয়ে আপনাকে নকলের সার্টি ফাইট কপি তুলতে হবে।
আরো পড়ুন : জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন মোবাইল দিয়ে
পুরাতন দলিল তল্লাশি করার জন্য আপনাকে যেতে হবে জেলা রের্কড রুমে।জেলা রের্কড রুম থেকে পুরাতন দলিল তল্লাশি করে নকলের সার্টিফাইট কপি তুলতে হবে এভাবে জমির পুরাতন দলিল বের করে নিতে পারবেন।
পুরাতন দলিল পড়ার নিয়ম
পুরাতন দলিল পড়ার জন্য আপনার পুরাতন দলিল সর্ম্পকে সঠিক ধারনা থাকতে হবে,তাহলে আপনি পুরাতন দলিল পরতে পারবেন।উপরে পুরাতন দলিল এ কি কি থাকে এ গুরো নিয়ে আলোচনা করা হয়েছে।এই পোষ্টটি যদি মনোযোগ সহকারে পরেন তাহলে আপরি পুরাতন দলিল পড়ার নিয়ম বুজতে পারবেন এবং নিজের দলিল নিজেই পরতে পারবেন।
পুরাতন দলিল এ দলিলে ব্যবহৃত শব্দ
পুরাতন দলিলে ব্যবহৃত শব্দ কিছু গুরুত্ত পূর্ণ শব্দ যেমন:-
- পতি : স্বামী
- জং : স্বামী
- দং : দখল
- সাং : ঠিকানা/নিজ
অনলাইনে জমির দলিল দেখার নিয়ম
পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে আপনারা যারা মোবাই দিয়ে পুরাতন দলিল বের করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলি ভাই আপনারা মোবাইল দিয়ে কখনো দলিল বের করতে পারবেন না।
আরো পড়ুন : জমি বিক্রি করতে কি কি কাগজ লাগে
আপনি অনলাইনে মোবাইল দিয়ে খতিয়ান,দাগ,নামজারি ইত্যাদি বের করতে পারবেন বা দেখতে পারবেন দলিল বের করতে পারবেন না,দলিল বের করতে হলে আপনাকে সাব-রেজিষ্ট্রি অফিসে বা জেলা রের্কড রুমে যেতে হবে।
প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন:পুরাতন দলিল কোথাই পাবেন?
উ:উপজেরা সাব-রেজিষ্ট্রি অফিসে বা
জেলা রের্কড রুমে।
প্রশ্ন:পুরাতন দলিল নষ্ট হলে কি করবেন?
উ:পুরাতন
দলিল এর নকলের সার্টিফাইট কপি তুলবেন।
প্রশ্ন: পুরাতন দলিল এর
সার্টিফাইট কপি তুলতে কি লাগে?
উ:দলিল নাম্বার এবং তারিখ
লেখক এর মতামত
আমি শামিম মোক্তার শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।আপনারা পুরাতন হাতের লেখা dolil কিভাবে তুলবেন? এ নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে কমেন্টন করে জানাতে পারেন।আমি আপনাদের কে পুরাতন দলিল তুলতে সহযোগিতা করবো।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url