বাংলা ভালোবাসার কবিতা।।অপেক্ষা

বাংলা-ভালোবাসার-কবিতা

বছর ঘুরে আবার শহরের সেই পথ দিয়ে হাঁটা,
চৌরাস্তার মোড়ের মাধ্যমিকের সেই স্কুলটার সামনে গিয়ে আবারও দাঁড়ানো।
এখানে যাত্রীরা এসে রোজ অপেক্ষা করে বাসের জন্য।বছর পূর্বে আমিও সপ্তাহের দু তিন দিন মিনিট পাঁচেক অপেক্ষা করতাম,
দূর থেকে আসা সেই বাসের জন্য।
বছর পেরিয়ে আজ আবারও কিছু সময়ের জন্য অপেক্ষা করলাম,
আমায় আপন গন্তব্যে নিয়ে যাওয়ার সেই বাসের জন্য।
আজ অবশ্য ওখানটায় দাঁড়িয়ে মিনিট দশেক অপেক্ষায় ছিলাম,
আশপাশটায় যদি পুরোনো কিছুর দেখে পেয়ে যায়ই।
কিন্তু সবটা আগের মতোই ছিলো,শুধু বাসটা খানিক দেরি করে আসলো তার এই গন্তব্যে।
বছর পূর্বে শুনেছিলাম,রাস্তার মোড়ের ওই মাধ্যমিক স্কুলটার সামনের টঙ্গের দোকানের বেঞ্চগুলোতে নাকি বেশ আড্ডা জমতো।
অনেক দূর থেকে আসা এখানকার পুরনো কিছু মানুষের।
যাদের রোজ আসর জমতো,কাটতো সময় ঘন্টা ক্ষাণেক আর গল্প হতো সল্প কথায়।
আমার অবশ্য তা কখনো নিজে চোখে দেখা হয়ে উঠেনি।
ওই শুনা অবধি রইলো।
আজ দাঁড়িয়ে মিনিট দশেক সেটাই দেখার চেষ্টা করেছিলাম।আর আগের মতোই দেখলাম সবটা।
সময়ের স্রোতে সবারি সেই পথ দিয়ে হাঁটা হয়।
কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে হঠাৎ করে আর কারো সাথেই কারোর দেখা হয়ে উঠেনি।
গল্পটা কেমন না দেখা হয়েই থেকে গেলো,অপেক্ষা নামক উপন্যাসের পাতায়।
"অভিমান "নামক শব্দের আড়ালে আর কারোরই সময় হয়নি,
উপন্যাসের পাতা গুলোকে উল্টে দেখার।
ব্যস্ততাও কেমন নিজের মাঝেই আড়াল করে দিলো সবাইকে।
তাইতো গল্পটা অসমাপ্ত হয়ে রয়ে গেল রাস্তার সেই মোড়েটাতে,
যেখানে মানুষ আজও অপেক্ষা করে বাসের জন্য।
আর গল্পেরা অপেক্ষা করে স্মৃতি হয়ে থেকে যাওয়া অসম্পূর্ণ সেই উপন্যাসের।।

©উদ্দীপ্ত

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url