বাংলা কবিতা।।আন্ধার
এখানে বেজায় অন্ধকার,
কোথাও কোনো আলো নেই।
অন্ধকারে পথ চলতে গিয়ে যদি কেউ হোঁচট খেয়ে পড়ে,তাহলে আর রক্ষে নেই,
উঠিয়া আর দাঁড়াইতে পারিবে না হয়তো।
এইপথ যে বড়ই কঠিন।
শুনেছিনু মাঝে মাঝে এই পথে নাকি আলো জ্বালিয়া উঠে!
তাহা দেখিয়া আবার অনেকের নাকি চক্ষু জ্বালকিয়া উঠিবার দায়!
তবে এ কেমন আলো?
যাহা দেখিয়া এমন হইবার দায়?
আমি অবশ্যি আজ অবধি নিজ চক্ষে দেখিনি তায়,ঐ শুনা অবধিই রয়।
মাঝে মাঝে শখ জাগে মনে,
ইস একটি বার যদি আমিও দেখিতে পাইতাম-
ঐ আলোক রশ্মি খান।
তবে আমার চক্ষুও জ্বালকিয়া উঠিত।
আমিও হয়তো একটু খানি চমকিয়া উঠিতাম তাহা দেখিয়া!
আমার ঘরের চারিপাশে আন্ধার বিহীন আলো নাহি আসে।
সকাল কিংবা সন্ধ্যার শেষে
আমি আন্ধারের মানুষ।
© উদ্দীপ্ত
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url