বাংলা ছোট গল্প।।ষোড়শী

ছোট-গল্প

পুরনো ভাঙ্গা প্রাচীরের একটা বাড়ি।দেওয়ালের বাইরেটায় শ্যাওলা জমে স্যাঁতস্যাঁতে হয়েছে গেছে অনেক আগেই।এর মাঝেই চার দেওয়ালের একটা ছোট্ট ঘর,আর তার মাঝে একটাই মানুষ।ঘরের একটি দেওয়ালে উত্তরের মুখ করা বড়ো একটি জানালা।তবুও ঘরের বেতরটায় তেমন কোনো আলো নেই।

আরো পড়ুন : বাদল দিনের কথা

মাঝে মাঝে দিনের বেলায় আবছা কিছু আলো আসে,বাকিটা অন্ধকারেই থাকে ঘরে থাকা মানুষটার মতো।আঁধ রাঙ্গা এই ঘরের দেওয়াল গুলো,যার হয়তো কোনো নাম হয়না।নিরব এই ঘরটাকে শান্ত করতে হীম বাতাস আসে।সেই উত্তরের জানালায় -পর্দার আড়ালে আনমনে তাকিয়ে থাকেউশখুশ, 

আরো পড়ুন : বাংলা কবিতা অপেক্ষা

এলোমেলো চুলের ষোড়শী বালিকা।নিস্তেজ শরীর নিয়ে সে উপভোগ করে প্রাকৃতিক সৌন্দর্য।এই তো আর কটা দিন-তারপরই হয়তো কোনো এক শীতের যেকোনো ভাগে সেও মাটির মানুষ হবে!ততদিন অব্দি এই চার দেয়ালই একমাত্র ঠিকানা।ধীরে ধীরে মুছে যাবে ষোড়শী বালিকার গল্প।তার পাওয়া না পাওয়ার গল্প।

©উদ্দীপ্ত

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url