বায়না নামা দলিল ফরমেট দেখে যেনে নিন

বায়না নামা দলিল ফরমেট নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচ না করবো।বায়না নামা দলিল ফরমেট অনেক গরুত্ত পূর্ন,জমি কিনার পূর্বে আপনারা যারা জমি বায়না পত্র দলিল রেজিষ্ট্রি করেনে তাদের জন্য দলিল ফরমেট অনেক উপকারে আসবে।

বায়না-নামা-দলিল-ফরমেট

বায়না পত্র রেজিষ্ট্রি দলিলে দাতা এবং গ্রহিতাকে উবইকে সাক্ষর দিতে হয়।দাতা এবং গ্রহিতা চাইলে বায়না পত্র দলিল বাতিল করতে পারবেন।নিচে বায়না নামা দলিল ফরমেট দেওয়া হল।

পোস্টসূচীপত্র:বায়না নামা দলিল ফরমেট দেখে যেনে নিন

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

বায়না নামা দলিল ফরমেট

বায়নাকৃত জমি ০.৮৭৫ শতাংশ
মুল্য মং ২,৫০,০০০/=টাকা
বায়না বাবদ মং ২০,০০০/= টাকা
বাকী মং ২,৩০,০০০/= টাকা
মেয়াদ- ৩(তিন) মাস, মৌজা- ৪৩নং শ্রীপুর
উপজেলা শ্রীপুর, জেলা- গাজীপুর।

১।দলিল গ্রহিতা/গ্রহিত্রীর নাম, স্বাক্ষর ও ঠিকানা : (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়):নাম : মোঃআবুল কালাম
পিতার নাম : মরহুম আঃ আউয়াল মৃধা
মাতার নাম : মরহুমা মোছাঃ হাজেরা খাতুন
বয়স/জন্মতারিখ : ১৩/০১/১৯৭৭ইং ধর্ম ইসলাম
পেশা : ব্যবসা জাতীয়তা -বাংলাদেশী
জাতিয় পরিচিতি নং : ৬৭৫৩৪৪৬৭৩৪৪৩
স্থায়ী ঠিকানা :
সাং- ভাংনাহাটী,পৌরসভা ও উপজেলা- শ্রীপুর,জেলা- গাজীপুর।

২।দাতা/দাত্রীর নাম ও স্বাক্ষরঃ (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়):
নাম : মোঃ কামাল
পিতার নাম :মরহুম লাল মিয়া ওরফে লালু
মাতার নাম : মোছাঃ মল্লিকা
বয়স/জন্মতারিখ : ০১/০১/১৯৮০ইং ধর্ম ইসলাম
পেশা : ব্যবসা জাতীয়তা -বাংলাদেশী
জাতীয় পরিচিতিনং : ৬৫৪৭৬৬৫৪৭৬৫
স্থায়ী ঠিকানা :
সাং- ভাংনাহাটি, পৌরসভা ও উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীর্পু ।

পরম করুনাময় আল্লাহর নাম স্মরণ করিয়া বায়না নামা দলিল লিখা আরম্ভ করিতেছি। যেহেতু সাবেক ঢাকা হালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন ৪৩নং শ্রীপুর মৌজাস্থিত নিন্ম তফসিল বর্নিত জোত জমিতে আল আমিন এর পুত্র আসাদ খান বিগত এস. এ. ৩৭৭নং আর. এস. ১৫০নং খতিয়ানে তাহার নিজ নামে

আরো পড়ুন : দোকান ঘর ভাড়া চুক্তিপত্র দলিল

শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করাইয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় মৃত্যূবরণ করিলে তাহার ত্যাজ্যবিত্ত সম্পত্তিতে তাহার ঔরষজাত পুত্র হোসেন আলী পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হইয়া ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ২৬/০৬/১৯৬৭তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৯২১৪নং

সাফ কবলা দলিল দ্বারা মরহুম আকবর আলী পুত্র মাহাবুব আলী এর বরাবরে সাফ বিক্রয় করিলে তিনি তাহাতে খরিদ সুত্রে মালিক হইয়া ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ১১/০৯/১৯৭৭ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৬৬৫০ নং সাফ কবলা দলিল দ্বারা আমি অত্র দলিল দাতার পিতা লাল মিয়া এর বরাবরে সাফ বিক্রয় করিলে তিন তাহাতে খরিদ সুত্রে মালিক হন।

এবং উপরোক্ত বর্নণা মতে উক্ত আল-আমিন পৈতিক সুত্রে মালিক দখলকার নিয়ত থাকাবস্থায় মৃত্যূবরণ করিলে তাহার ত্যাজ্যবিত্ত সম্পত্তিতে উক্ত লাল মিয় পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হন।

আরো পড়ুন : অঙ্গিকার নামা দলিল

উপরোক্ত বর্ননা মতে উক্ত লাল মিয়া পৈত্রিক সুত্রে ও খরিদ সুত্রে মালিক হইয়া ভোগ দখলকার নিয়ত থাকাবস্তায় মৃত্যূবরণ করিলে তাহার ত্যাজ্যবিত্ত সম্পত্তিতে আমি অত্র দলিল দাতা পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হইয়া এযাবৎকাল অন্যের বিনা আপত্তিতে, নির্বিবাদে ও নিষ্কন্টক অবস্থায় শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছি।

বর্তমানে আমি অত্র দলিল দাতার সাংসারিক নানা কাজের জন্য নগদ টাকার আবশ্যকতায় নিম্ন তফসিল বর্ণিত জমি সাফ বিক্রয় করার প্রস্তাব প্রকাশ্যে ঘোষণা করিলে আপনি অত্র দলিল গ্রহিতা উহা খরিদ করিতে ইচ্ছুক ও আগ্রহী হইলে বর্ণিত জমির সর্বোচ্চ মূল্য মং ২,৫০,০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সাব্যস্থ করিয়া

সাব্যস্থকৃত মূল্যের টাকা হইতে অদ্য তারিখে নগদ বায়না বাবদ মং ২০,০০০/=(বিশ হাজার) টাকা নগদ গ্রহণ করিয়া স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে, অদ্য হইতে আগামী ৩(তিন) মাস মেয়াদের মধ্যে বর্ণিত জমি সার্ভেয়ার দ্বারা মাপিয়া চিহ্নিত করিয়া চিহ্নিত স্থানে খুটি পুতিয়া সীমানা চৌহাদ্দি নির্দারন করিয়া দিতে বাধ্য রহিলাম।

এবং বর্ণিত জমির আমার নিজ নামে নাম খারিজ করাইয়া হাল সন পর্যন্ত ভুমি উন্নয়ন করাদী পরিশোধ করতঃ খারিজী পর্চা, ডিসি আর, ভায়া দলিল, মুল দলিল, মুল পর্চা, নকশাসহ প্রয়োজনীয় সকল কাগজ পত্রাদী আমি অত্র দলিল দাতা আপনি অত্র দলিল গ্রহিতার বরাবরে বুঝাইয়া দিলে আপনি গ্রহিতা আমার মালিকানাস্বত্বের পূর্ন

আরো পড়ুন : খোলা সাফ কবলা দলিল

মালিকত্ব বুঝিয়া পাইয়া প্রতিশ্রতি মোতাবেক আমাকে বাকী মং ২,৫০,০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করিলে আমি তাহা বুঝিয়া পাইয়া ও নিয়া বর্ণিত জমি আপনার বরাবরে সাফ কবলা দলিল দ্বারা রেজিষ্ট্রি করিয়া দিব ও দিতে বাধ্য রহিলাম। যদি উক্ত মেয়াদ মধ্যে আপনি গ্রহিতা বায়না দলিলের উপরোক্ত শর্ত মোতাবেক

বাকী টাকা দিতে চাহিলে যদি আমি দাতা বাকী টাকা গ্রহণ না করি বা টালবাহানা করিয়া বর্নিত জমি আপনার বরাবরে রেজিষ্ট্রি করিয়া না দেই, তবে আপনি গ্রহিতা অত্র বায়না নামা দলিল ও বাকী টাকা আদালতে দাখিল করতঃ আদালত কর্তৃক বর্ণিত জমি সাফ কবলা বা অন্য যে কোন দলিল রেজিষ্ট্রি করিয়া নিতে পারিবেন।

ইহাতে আমি অত্র দলিল দাতা কিংবা আমার অন্যান্য ওয়ারিশানগণের কাহারও কোন প্রকার ওজর আপত্তি নাই ও রহিল না। প্রকাশ থাকে যে, বর্ণিত জমি ইতিপূর্বে আমি দাতা অন্য কোন ব্যক্তি, ব্যাংক সংস্থা বা কোন প্রতিষ্ঠানের নিকট কোনরূপ হস্তান্তরের করি নাই কিংবা হস্তান্তরের উদ্দেশ্যে কোনরূপ চুক্তিতে আবদ্ধ হই নাই

বা দায়বদ্ধ রাখি নাই। সম্পুর্ণ নিষ্কন্টক অবস্থায় আপনার বরাবরে অত্র বায়নাপত্র চুক্তিতে আবদ্ধ হইলাম। প্রকাশ থাকে যে বর্ণিত জমির দাগ খতিয়ান, সীমানা চৌহদ্দিতে যদি কোন প্রকার ভুল ভ্রান্ত্রি প্রকাশ পায় তবে তাহা সাফ কবলা বা অন্য যে কোন দলিল রেজিষ্ট্রির সময় সংশোধন করিয়া দিতে বাধ্য থাকিব। আরও প্রকাশ থাকে যে,

আরো পড়ুন : অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল

বর্নিত জমি সাফ কবলা রেজিষ্ট্রি করিয়া দেওয়া পুর্ব পর্যন্ত অত্র বায়না পত্র দলিলের মেয়াদ বলবৎ থাকিবে। এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিস্কে‹ ও অন্যের বিনা প্ররোচনায় অত্র বায়নাপত্র দলিল লিখাইয়া সহি সম্পাদন করিয়া দিলাম। ইতি বাংলা ১৪২৪ সালের ১৯ মাঘ, ইংরেজী ০১/০২/২০১৮ এক/দুই/দুই হাজার আঠার সন।

বায়নাকৃত জমির তফসিল

জিলা- গাজীপুর, উপজেলা ও সাব- রেজিষ্ট্রি অফিস শ্রীপুর অধীন ৪৩নং শ্রীপুর মৌজাস্থিত সি. এস. ৩৫(পঁয়ত্রিশ)নং এস. এ. ৩৭৭(তিনশত সাতাত্তুর)নং আর. এস. ১৫০(একশত পঞ্চাশ)নং খতিয়ানভুক্ত।

১।সি. এস. ও এস. এ. ১৪০৬(এক হাজার চারশত ছয়)নং আর. এস. ৩০০(তিনশত)নং দাগে চালা জমি ১৮ শতাংশ, ইহার কাতে বায়নাকৃত জমি ০.৮৭৫ শতাংশ, মং শূণ্য দশমিক আট সাত পাঁচ শতাংশ, স্থানীয় মাপে আধা গন্ডা জমি মাত্র। যাহার উত্তরে- আ:করিম, দক্ষিনে- চলাচলের রাস্তা, পুর্বে- দাতার নিজ, পশ্চিমে- দাতা নিজ বটে।

অত্র দলিলে কাগজ ০৭ ফর্দ, দাতা ০১ জন, গ্রহিতা ০১ জন, সাক্ষী ৩ জন।
অত্র দলিল পাঠ করিয়া ও শুনিয়া মর্ম অবগত হইলাম।
মোসাবিদাকারক
মোঃ শামিম মিয়া
সাং-কেওয়া
সনদ নং- ৫১
শ্রীপুর এস. আর. অফিস
কম্পোজকারক
মোঃশামিম ‍মিয়া
কম্পিউটার সেন্টার
শ্রীপুর এস. আর. অফিস সংলগ্ন
শ্রীপুর, গাজীপুর।
শ্রীপুর, গাজীপুর।
ইসাদী:

১।
২।
৩।

হলফ নামা

(রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৪২নং আদেশ, ১৯০৮ সনের রেজিষ্ট্রেশন আইনের ঝবপঃরড়হ ৫২অ(ম)এবং ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইনের ঝবপঃরড়হ ৫৩ঊ অনুসারে প্রদত্ত হলফ নামা)
বরাবর, সাব-রেজিষ্ট্রার, শ্রীপুর, গাজীপুর

হলফকারী/হলফকারীগনের নাম, পিতার নাম, ঠিকানা ও বয়সঃ-
(১) মোঃ আবুল কালাম, জন্মতারিখ- ১৩/০১/১৯৭৭ইং, পিতা- আঃ আউয়াল, ২। মোঃ কামাল, জন্মতারিখ- ০১/০১/১৯৮০ইং, পিতা- মরহুম লাল মিয়া ওরফে লালু, সাং- ভাংনাহাটি, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
এই মর্মে ঘোষনাপূর্বক হলফনামা প্রদান করিতেছি যে, আমি/আমরা বাংলাদেশের (বা প্রযোজ্য ক্ষেত্রে অন্য দেশের নাগরিক হইলে উক্ত দেশের নাম) নাগরিক।

আমি/আমরা ঘোষনা করিতেছি যে,
(ক) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ ১৯৭২(১৯৭২ সনের পি. ও নং ৮) এর অধীন ক্রোকের আওতাধীন নহে।
(খ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি. ও নং ১৬) এর অর্থানুযায়ী পরিত্যাক্ত সম্পত্তি নহে।
(গ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি আপাততঃ বলবৎ কোন আইনের অধীন সরকারে বর্তায় নাই, বা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়নাই।
(ঘ) প্রস্তাবিত হস্তান্তর আপাততঃ বলবৎ অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নহে।
(ঙ) প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেড) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি. ও নং ৯৮) এর অনুচ্ছেদ ৫ এ অনুযায়ী বাতিলযোগ্য নহে। এবং
(চ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্ণিত হইয়াছে এবং উহা অবমূল্য করা হয় নাই এবং উল্লিখিত সম্পত্তি হস্তান্তরকরণে আবেদনকারীর বৈধ অধিকার রহিয়াছে।

আমি/আমরা আরও ঘোষনা করিতেছি যে,
আমি/আমরা দলিলে বর্ণিত সম্পত্তির নিরঙ্কুশ মালিক। অন্য কোন পক্ষের সহিত এই সম্পত্তির বায়না চুক্তি স্বাক্ষর হয় নাই বা অন্য কোথাও হস্তান্তর হয় নাই বা অন্য কোন পক্ষের নিকট বন্ধক রাখা হয় নাই।
দলিলে বর্ণিত সম্পত্তিতে আমার/আমাদের বৈধ স্বত্ব ও অধিকার বহাল আছে এবং প্রদত্ত বিবরণ আমার/আমাদের জ্ঞান ও বিশ্বাসমতে সত্য। তারিখ- ০১/০২/২০১৮ইং
হলফকারী/হলফকারীগনের স্বাক্ষর :

সনাক্তকারীর ঘোষনাঃ
এই মর্মে ঘোষনা করিতেছি যে, হলফকারী/হলফকারীগন আমার পরিচিত এবং আমার সম্মুখে তিনি/তাহারা দলিলে স্বাক্ষর প্রদান করিয়াছেন। (বা আমি তাহার বা তাহাদের বা .... নং ক্রমিকধারী হলফকারীর নাম বকলমে লিখিয়া দিয়াছি।)
সনাক্তকারীর স্বাক্ষরঃ

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।বায়না নামা দলিল ফরমেট  নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।আপনারা ফ্রিতে বায়না নামা দলিল ফরমেট ব্যাবহার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url