দলিল ফরমেট-অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল
অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল ফরমেট সর্ম্পকে সকলের ধারনা থাকা প্রয়োজন।অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল হচ্ছে যিনি জমির মালিক উনার জমি দেখাসোনা করার জন্য বা বেচা-বিত্রু করার জন্য অন্যকাউকে ক্ষমতা দেওয়া।
অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল ফরমেট নিচে দেওয়া হল।আপনারা এই পোষ্টটি মনোযোদিয়ে পরলে ১০০% অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল ফরমেট সর্ম্পকে ধারনা নিতে পারবেন।
পোস্টসূচীপত্র:দলিল ফরমেট-অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ক্রমিক নম্বর ............. বহি নম্বর ............... দলিল নম্বর ............ সন ............ তারিখ............. কার্যালয়ের নাম ও ঠিকানা- শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিস, শ্রীপুর, গাজীপুর।দলিলের প্রকৃতি : অপ্রত্যাহার যোগ্য আম-নামা দলিল ফরমেট।
অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল ফরমেট
      মৌজা : ধামলই
থানা/উপজেলা : শ্রীপুর
জেলা: গাজীপুর
    
      ১।সম্পাদনের তারিখ :- বাংলা ১৪২৪ সনের ১৮ পৌষ, ইংরেজী ০১/০১/২০১৮ এক/এক/দুই
      হাজার আঠার সন।
২।দাতা/দাত্রীগনের নাম ও পরিচিতি : (আদালত, সরকারী বা
      বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়) :
নাম : মোঃ
      আল-আমিন
পিতার নাম : মরহুম আইন উদ্দিন ওরফে আনোয়ার আলী
দাদীর নাম :
      মরহুম জয়গুন বিবি
মাতার নাম : মরহুমা আমেনা খাতুন
বয়স/জন্মতারিখ :
      ০৯/১০/১৯৫৬ইং ধর্ম ইসলাম
পেশা : কৃষি জাতীয়তা বাংলাদেশী
জাতীয়
      পরিচিতি নং :৪৫৬৪৩৪৫৬৭
স্থায়ী ঠিকানা : বর্তমান ঠিকানা
সাং- বিধাই,
      ইউনিয়ন- কাওরাই, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
    
  
    ৩।পাওয়ার গ্রহিতা/গ্রহিত্রীগনের নাম ও পরিচিতি : (আদালত, সরকারী বা বেসরকারী
    প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়) :
নাম : মোঃ জাহদুল আলম
পিতার
    নাম : মোঃ আঃ করিম খান
মাতার নাম : মোছাঃ নুরজাহান বেগম
বয়স/জন্মতারিখ
    : ২৬/১১/১৯৭২ইং ধর্ম ইসলাম
পেশা : ব্যাবসা জাতীয়তা বাংলাদেশী
জাতীয়
    পরিচিতি নং : ৪৫৬৩৪৫৬৭৭
স্থায়ী ঠিকানা : বর্তমান ঠিকানা
বাড়ী নং ২৯,
    রোড নং- ০২, ব্রক নং ডি, বসুন্ধরা, ভাটারা, ঢাকা।
  
  
৪।পাওয়ার দাতা/দাত্রীগনের ও পাওয়ারগ্রহীতা/গ্রহিত্রীগন উভয়ের জাতীয় পরিচয়পত্রের বা জন্ম-নিবন্ধন সনদের বা প্রযোজ্য ক্ষেত্রে,পাসপোর্ট নম্বরসহ উহার ফটোকপি :
    ক।৪৫৬৪৩৪৫৬৭
খ।৪৫৬৩৪৫৬৭৭
৫।দলিলে পক্ষগনের অভিপ্রায় প্রতিফলনের
    প্রয়োজনীয় তথ্যাদিসহ পাওয়ার দাতা কর্তৃক প্রদেয় বিশেষ, সাধারণ বা
    অপ্রত্যাহারযোগ্য ক্ষমতা এবং পাওয়ারগ্রহীতা কর্তৃক সম্পাদিতব্য দায়িত্ব ও
    কর্তব্যসমূহের বিস্তারিত বিবরণঃ-
  
পরম করুনাময় আল্লাহর নাম স্মরণ করিয়া অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল লিখা আরম্ভ করিতেছি। যেহেতু সাবেক ঢাকা হালে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কাওরাইদ ইউনিয়নের অর্ন্তগত ১২নং ধামলই মৌজাস্থিত নিন্ম তফসিল বর্ণিত জোত জমিতে আলীম এর বিবাহীতা স্ত্রী হাজেরা
আরো পড়ুন : অঙ্গিকার নামা দলিল
বিবি বিগত এস. এ. ৩৯৯নং খতিয়ানে তাহার নিজ নাম শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করাইয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ০৩/১২/১৯৫৮ তারিখে জয়দেবপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৯৬৮৯নং সাফ কবলা দলিল দ্বারা মফিজ উদ্দিন এর বরাবরে সাফ বিক্রয় করিলে
তিনি তাহাতে খরিদ সুত্রে মালিক হইয়া বিগত আর. এস. ১৮৬৭নং খতিয়ানে তাহার নিজ নাম শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করাইয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ২২/০২/১৯৬৭ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ২৫৯৮নং সাফ কবলা দলিল দ্বারা আহাম্মদ আলী ও
  
মিরাজ এর বরাবরে সাফ বিক্রয় করিলে তাহারা তাহাতে খরিদ সুত্রে মালিক হইয়া ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় উক্ত আহাম্ম আলী অবিবাহীত অবস্থায় মৃত্যূবরণ করিলে তাহার ত্যাজ্যবিত্ত সম্পত্তিতে তাহার পিতা আঃকালাম মৃত পুত্রে বেরাদরী সুত্রে এবং তাহার ভ্রাতা উক্ত মফিজ উদ্দিন মৃত ভ্রাতার বেরাদরী সুত্রে মালিক হইয়া ভোগ দখলকার নিয়ত হন।
আরো পড়ুন : চুক্তি নামা ফরমেট দলিল কিভাবে লিখতে হয়
ইহাছাড়া উক্ত হাজেরা বিবি এককিত্তা দলিল দ্বারা আ:কালাম এর পুত্র আ:হেকিম এর বরাবরে সাফ বিক্রয় করিলে তিনি তাহাতে খরিদ সুত্রে মালিক হইয়া বিগত আর. এস. ১৮৬৭নং খতিয়ানে তাহার নিজ নাম শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করাইয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ২২/০২/১৯৭৮ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৬০২নং সাফ কবলা দলিল দ্বারা উক্ত মফিজ উদ্দিন আহাম্মদ এর বরাবরে সাফ বিক্রয় করেন।
  
উপরোক্ত বর্ননা মতে উক্ত মিরাজ উদ্দিন খরিদ সুত্রে ও বেরাদরী সুত্রে এবং উক্ত আহাম্মদ আলী বেরাদরী সুত্রে মালিক হইয়া ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ১৯/০২/১৯৭৮ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৫৬নং সাফ কবলা দলিল দ্বারা আমি অত্র দলিল দাতার বরাবরে সাফ বিক্রয় করিলে আমি তাহাতে
খরিদ সুত্রে মালিক হইয়া বিগত ইংরেজী ০৫/০৪/২০১৬ তারিখে সহকারী কমিশনার ভুমি শ্রীপুর গাজীপুরের ৫৮২/১৬-১৭নং নথি মুলে ৪৫৬নং জোতে নাম খারিজ ও জমা ভাগ করাইয়া এযাবৎকাল নির্বিবাদে ও নিষ্কন্টক অবস্থায় ভোগ দখলকার নিয়ত আছি। যেহেতু আমি অত্র দলিল দাতা তফসিল বর্ণিত জমি হইতে দুরে বসবাস করার কারণে
নিম্ম তফসিল বর্ণিত জমি আমার পক্ষে সুষ্ঠভাবে দেখাশুনা করা শাসন সংরক্ষণ করাসহ সার্বিক ভাবে দায়িত্ব পালন করা সম্ভব হইতেছে না। বর্ণিত জমি শাসন সংরক্ষণ, বিক্রয়, বিনীময় ও প্রয়োজনে দান বিক্রয় করার জন্য এক জন বিশ্বস্ত ও দায়িত্বশীল ব্যক্তির আবশ্যকতা উপলদ্ধি করিতেছি।
যেহেতু আপনি আম-মোক্তার দলিল গ্রহিতা আমি অত্র দলিল দাত্রীর অতিপরিচিত হিসাবে আমার বিশ্বাস ভাজন, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ন ব্যক্তি কাজেই আমি আমার নিম্ন লিখিত দায়িত্ব ও কর্তব্য পালণের জন্য আপনি অত্র দলিল আম-মোক্তার গ্রহিতাকে নির্ভরযোগ্য মনে করিয়া আমার পক্ষে নিম্ন তফসিল বর্ণিত জমির
আরো পড়ুন : খোলা সাফ কবলা দলিল
  
নিম্ন লিখিত যাবতীয় কার্যক্রমের ও দায়িত্ব পালন করার জন্য নিম্ন লিখিত শর্তমোতাবেক আম-মোক্তার নিযুক্ত করিলাম। আপনি অত্র দলিলের আম-মোক্তার আমার পক্ষে নিম্ন তফসিল বর্নিত সম্পত্তি দেখা-শুনা, রক্ষনা, বেক্ষন, বেচা-বিক্রয় সহ যাবতীয় কার্যাদী পরিচালনা করিতে পারিবেন।
  
আপনি নিযুক্তিয় আম-মোক্তার প্রয়োজনে আমার পক্ষে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয়ের ঘোষনা করিয়া আগ্রহী ক্রেতা ব্যাক্তি বা ব্যাক্তি বর্গের নিকট হইতে মুল্যের অগ্রিম অর্থ গ্রহণ করিয়া আমার পক্ষে আপনাদের নিজ নিজ নাম (ব) কলমে স্বাক্ষর করিয়া ক্রেতা, ব্যাক্তি বা ব্যাক্তি বর্গের বরাবরে সাফ কবলা, বায়না নামা, চুক্তি নামা যাবতীয় হস্তান্তর দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি করিয়া দিতে পারিবেন।
অত্র আম-মোক্তার নামা দলিলের বলে আপনি অত্র দলিলের আম-মোক্তার আমার নাম (ব) কলমে স্বাক্ষর করতঃ উকিল মোক্তার নিযুিক্তর মাধ্যমে পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার প্রশাসন ও যথাযথ আইন আদালত সমূহে এবং আইন প্রয়োগকারী সংস্থা বা কর্তৃপক্ষের অণুকুলে যথাযথ দায়ত্বশীল ব্যক্তির দ্বারা দায়ের করতঃ আবেদন,
নিবেদন, অণুযোগ, অভিযোগ আমার মোকদ্দমা পরিচালনা করিতে ও প্রতিকার লাভের জন্য সর্বাত্মক প্রচেষ্ঠা চালাইবেন।এতদভিন্ন আমার স্বার্থে প্রয়োজন হইলে ভূমির মালিকানা স্বত্ব সংরক্ষণে স্থানীয় সরকার প্রশাসন, ভূমি প্রশাসন, রেকর্ড অফিস, রাজস্ব অফিসসহ সকল ক্ষেত্রে যথাযথ নিয়মে আমার নাম (ব) কলমে লিখিয়া
  
আমার স্বার্থ, স্বত্ব, স্বামীত্ব, দখল, অধিকার সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন বা করিতে পারিবেন। প্রয়োজনে বর্ণিত ভূমি আমার স্বার্থে যে কোন তফছিলি ব্যাংক বা অর্থলগ্নী প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট দায়বব্ধ রাখিয়া বিধি মোতাবেক ঋণ গ্রহণ ও পরিশোধ করিবেন বা করিতে পারিবেন।
অত্র আম-মোক্তার নামা বলে আমার অত্র দলিলের আম-মোক্তার যখনই যাহা করিবেন তাহার সকল কিছুই আমার স্বীয় কর্মের ন্যায় সকল মহলে ও সর্বাদালতে কার্যকর ও গ্রহণযোগ্য হইবে ও বলবৎ থাকিবে। ইহাতে আমি অত্র দলিল দাতা কিংবা আমার অন্যান্য ওয়ারিশানগণের কাহারও কোন প্রকার ওজর আপত্তি চলিবেক না ও করিতে পারিব না; করিলে তাহা সর্বমহলে ও সর্বাদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে।
আরো পড়ুন : সাফ কবলা দলিল কেমন যেনে নিন
ইহাছাড়া আপনি অত্র দলিলের আম-মোক্তার বর্ণিত জমির ক্রেতা সংগ্রহ করিয়া আমার পরিবর্তে আপনি আম-মোক্তার বায়না পত্র দলিল বা সাফ কবলা দলিল রেজিষ্ট্রি করিয়া দিতে পারিবেন। আমার নাম আপনি আম-মোক্তার (ব) কলমে স্বাক্ষর করিতে পারিবেন।
৬। স্থাবর সম্পত্তি বিক্রয়, বিক্রয়ের চুক্তি বা ঋণ গ্রহণের বিনিময়ে বন্ধন প্রদান সংক্রান্ত ক্ষমতা প্রদত্ত হইলে উহার বিবরন সহ সম্পত্তির তফসিল বর্ননা, অথবা ভুমি উন্নয়ন সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হইলে, উহার বিবরন ও উহাতে সৃজিতব্য প্লটের বা
    
নির্মিতব্য ভননের বিস্তারিত বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা অথবা ভুমি উন্নয়ন ব্যাতিত স্থাবর সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হইলে উহার বিবরন সহ সম্পত্তির তফসিল বর্ণনা অথবা প্রযোজ্য ক্ষেত্রে সম্পত্তির তফসিল বর্ণনা :
তফসিল
জিলা- গাজীপুর, উপজেলা ও সাব- রেজিষ্ট্রি অফিস শ্রীপুর অধীন ১২নং ধামলই মৌজাস্থিত এস. এ. ৩৯৭(তিনশত নিরানব্বই)নং আর. এস. ১৮৬৫(এক হাজার আটশত সাতষট্টি)নং খতিয়ানভুক্ত।
২। সাবেক ও এস. এ. ২৬৬৮(দুই হাজার ছয়শত সাতষট্টি)নং আর. এস. ১২৫২৯(বার হাজার পাঁচশত বিশ)নং দাগে ১্ ষোল আনায় খারিজকৃত বাইদ জমি ---------------১১ শতাংশ।মোট খারিজকৃত জমি ৬২ শতাংশ।
      
    ইহার কাতে আম-মোক্তারকৃত জমি ১৫.৭৫ শতাংশ, মং পনের দশমিক সাত পাঁচ শতাংশ জমি
      মাত্র
সম্পত্তির চৌহদ্দির বিবরণ :উত্তরে- কাজিম উদ্দিন গং দক্ষিণে- তাইজ
      উদ্দিন গং পুর্বে- দাতার নিজ পশ্চিমে- কাইয়ুম গং
  
৭। ভুমি উন্নয়ন সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ব হইলে, প্রস্তাবিত ভুমি উন্নয়ন কার্য সম্পন্নের পর উহা হইতে অর্জিত যে অংশ পাওয়ার গ্রহিতা প্লট, ইমারত বা স্পেস আকারে বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতা প্রাপ্ত হইবেন উহার বিবরণ : প্রযোজ্য নহে।
    ৮। প্রযোজ্য ক্ষেত্রে আইনের ধারা ২(২) অনুসারে সম্পত্তির মূল্যঃ- প্রযোজ্য
        নহে।
    ৯। প্রয়োজ্য ক্ষেত্রে পাওয়ার দাতা কর্তৃক গৃহীত কোন অর্থ. যদি থাকে বা কোন
    আর্থিক লেনদেন, যদি হয় তবে উহার বিবরণ- প্রযোজ্য নহে।
  
    ১০। আর্থিক দায় ও দায়িত্ব, যদি থাকে, উহার বিবরণ ক্ষেত্রেঃ প্রযোজ্য নহে।
১১।
      প্রদেয় ক্ষমতা প্রয়োগের নির্দিষ্ট মেয়াদ, প্রযোজ্য ক্ষেত্রে :প্রযোজ্য
      নহে।
১২। পাওয়ার দাতা একাধিক হইলে তাহারা যৌথভাবে বা পৃথক ভাবে ক্ষমতা
      প্রদান করিয়াছেন কিনা উহার বিবরণ এবং নিযুক্ত অ্যাটর্নি একাধিক হইলে তাহারা
      যৌথভাবে বা পৃথক উভয় ভাবেই কার্য সম্পাদনের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন কিনা উহার
      বিবরণ :
১৩। পক্ষগনের অভিপ্রায় পতিফলনের নিমিত্ত অন্য কোন তথ্য বা বিষেশ
      শর্ত প্রযোজ্য ক্ষেত্রেঃ
১৪। পাওয়ার গ্রহিতা/গ্রহিত্রীগনের সম্মুতি সুচক
      স্বাক্ষরঃ
১৫। পাওয়ার দাতা/দাত্রীগনের নাম ও স্বাক্ষরঃ
১৬। অন্যুন
      ২(দুই) জন সাক্ষীর নাম, পরিচিতি ও স্বাক্ষর :
  
      ক।
নাম : স্বাক্ষর
পিতার নাম:
মাতার নাম :
গ্রাম/রোড:
ইউনিয়ন/পৌরঃ
উপজেলা:
জেলা
      :খ।
নাম : স্বাক্ষর
পিতার নাম:
মাতার নাম:
গ্রাম/রোড:
ইউনিয়ন/পৌরঃ
উপজেলা:
জেলা:
    
      ১৭। মোসাবিদাকারির বা লেখকের নাম পরিচিতি ও স্বাক্ষর :
কম্পোজকারক :
মোঃ
      শামিম মিয়া
কম্পিউটার সেন্টার
শ্রীপুর এস. আর. অফিস সংলগ্ন
শ্রীপুর,
      গাজীপুর।
মোসাবিদাকারক:
মোঃ শামিম মিয়া
সনদ নং- ৫১
সাং-
      কেওয়া পশ্চিম খন্ড
শ্রীপুর এস আর অফিস
শ্রীপুর গাজীপুর।
    
    ১৮।পাওয়ার দাতা কর্তৃক বা তাহার পক্ষে প্রদত্ত হলফ নামা:
(রাষ্ট্রপতির
      ১৯৭২ সনের ১৪২নং আদেশ, ১৯০৮ সনের রেজিষ্ট্রেশন আইনের ঝবপঃরড়হ ৫২অ(ম) এবং ১৮৮২
      সনের সম্পত্তি হস্তান্তর আইনের ঝবপঃরড়হ ৫৩ঊ অনুসারে প্রদত্ত হলফ নামা)
বরাবর,সাব-রেজিষ্ট্রার,
      শ্রীপুর, গাজীপুর
হলফকারী/হলফকারীগনের নাম, পিতার নাম, ঠিকানা ও
      বয়সঃ-
১। মোঃ আল-আমিন , জন্মতারিখ- ০৯/১০/১৯৫৬ইং, পিতা- মরহুম আইন
      উদ্দিন ওরফে আনোয়ার আলী , সাং- বিধাই, ইউনিয়ন- কাওরাই, উপজেলা- শ্রীপুর,
      জেলা- গাজীপুর।
  
        এই মর্মে ঘোষনাপূর্বক হলফনামা প্রদান করিতেছি যে, আমি/আমরা বাংলাদেশের(বা
        প্রযোজ্য ক্ষেত্রে অন্য দেশের নাগরিক হইলে উক্ত দেশের নাম) নাগরিক।
আমি/আমরা
        ঘোষনা করিতেছি যে,
      
        ক।হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ
        ট্রাইব্যুনাল) আদেশ ১৯৭২(১৯৭২ সনের পি. ও নং ৮)এর অধীন ক্রোকের আওতাধীন
        নহে।
      
        খ। হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যক্ত
        সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি.
        ও নং ১৬) এর অর্থানুযায়ী পরিত্যাক্ত সম্পত্তি নহে।
গ। হস্তান্তরের
        জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি আপাততঃ বলবৎ কোন আইনের অধীন সরকারে বর্তায়
        নাই, বা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়নাই।
ঘ। প্রস্তাবিত হস্তান্তর
        আপাততঃ বলবৎ অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নহে।
ঙ।
        প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেড) আদেশ, ১৯৭২ (১৯৭২
        সনের পি. ও নং ৯৮) এর অনুচ্ছেদ ৫ এ অনুযায়ী বাতিলযোগ্য নহে। এবং
চ।
        হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্ণিত
        হইয়াছে এবং উহা অবমূল্য করা হয় নাই এবং উল্লিখিত সম্পত্তি হস্তান্তরকরণে
        আবেদনকারীর বৈধ অধিকার রহিয়াছে।
      
        আমি/আমরা আারও ঘোষনা করিতেছি যে,
আমি/আমরা হস্তান্তরাধীন জমির
        নিরঙ্কুশ মালিক।অন্য কোন পক্ষের সহিত বায়না চুক্তি স্বাক্ষর করি নাই। বা
        অন্য কোথাও বিক্রয় করি নাই বা অন্য কোন পক্ষের নিকট বন্দক রাখি নাই।এই জমি
        সরকারী খাস/অর্পিত বা পরিত্যাক্ত সম্পত্তি নয় বা অন্য কোন ভাবে সরকারের উপর
        বর্তায় নাই।
      
        দলিলে বর্ণিত কোন তথ্য ভুল ভাবে লিপিবদ্ধ হইয়া থাকিলে তজ্জন্য আমি/আমরা
        দায়ি হইব। এবং আমি/আমাদের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা করা যাইবে।
        হস্তান্তরিত জমি সম্পর্কে কোন ভুল, অসত্য বা
বিভ্রান্তীকর তথ্য প্রধান
        করিয়া থাকিলে প্রয়োজনে নিজ খরচায় ভুল শুদ্ধ করিয়া ক্ষতিপূরণসহ নতুন দলিল
        প্রস্তুত ও রেজিষ্ট্রি করিয়া দিতে বাধ্য থাকিব।উল্লেখ্য দলিলে হস্তান্তরিত
        জমির মুল্য কম দেখানো হয় নাই। দলিলে বর্ণিত সম্পত্তিতে আমার/আমাদের বৈধ
        স্বত্ব ও অধিকার বহাল আছে এবং প্রদত্ত বিবরণ আমার/আমাদের জ্ঞান ও
        বিশ্বাসমতে সত্য।তারিখ- ০১/০১/২০১৭ইং
      
      হলফকারী/হলফকারীগনের স্বাক্ষর :
সনাক্তকারীর ঘোষনাঃ
এইমর্মে
        ঘোষনা করিতেছি যে, হলফকারী/হলফকারীগন আমার পরিচিত এবং আমার সম্মুখে
        তিনি/তাহারা দলিলে স্বাক্ষর প্রদান করিয়াছেন।(বা আমি তাহার বা তাহাদের বা
        .......... নং ক্রমিকধারী হলফকারীর 
নাম বকলমে লিখিয়া দিয়াছি।
সনাক্তকারীর
        স্বাক্ষরঃ
১৯।কর্মকর্তার নাম, পদবীযুক্ত সীলসহ ও তারিখসহ স্বাক্ষর
        :
সৈয়দ নজরুল ইসলাম
    
লেখক এর মতামত
আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর গাজিপুর।পোষ্টাট মনোযোগদিয়ে পড়ুন প্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল ফরমেট সর্ম্পকে সঠিক ধারনা পেয়ে যাবেন।প্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল ফরমেট নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url