দান পত্র দলিল ফরমেট দেখে যেনে নিন
আজকে আমি আপনাদের সাথে দান পত্র দলিল নিয়ে অঅলোচনা করবো,আপনাদের যাতে দান পত্র দলিল ফরমেট সর্ম্পকে একটি ধার না হয়।এই পোষ্টটি মনোযোগদিয়ে পরলে ১০০% দান পত্র দলিল ফরমেটের সঠিক ধারনা পাবেন।
দান পত্র দলিল জমি দাতা চাইলে,যাকে খুশি সম্পত্তি দান করতে পারে।নিচে দান পত্র দলিল ফরমেট দেওয়া হল,যাতে করে আপনাদের দানপত্র দলিল সর্ম্পকে ধারনা হয়।
পোস্টসূচীপত্র:দান পত্র দলিল ফরমেট দেখে যেনে নিন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১।রেজিষ্ট্রি অফিসের নাম:শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিস
২।দলিলের
সারসংক্ষেপঃ
দান পত্র দলিল ফরমেট
মৌজার নাম:৭৪নং বাঁশকোপা
ইউনিয়ন/ওয়ার্ড: প্রহলাদপুর
থানা/উপজেলা
:শ্রীপুর
জেলা : গাজীপুর।
হস্তান্তরিত সম্পত্তির পরিমান :১৪(চৌদ্দ)
শতাংশ
জমির শ্রেণী :বোর জমি
মূল্য (অংকে ও কথায়) : মুল্য
৪৫,০০০/=(পঁয়তালিশ হাজার) টাকা
৩।১।দলিল গ্রহিতা/গ্রহিত্রীর নাম, স্বাক্ষর ও ঠিকানা :
নাম : মোঃ
আফজাল
পিতার নাম: আব্দুল গণি মোড়ল
মাতার নাম: মোছাঃ রুকুনা
খাতুন
বয়স/জন্মতারিখ : ১০/০৫/১৯৭৫ ইং ধর্ম -ইসলাম
পেশা : ব্যবসা
জাতীয়তা -বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ৫৬৪৫৬৭৮৯৮৭
স্থায়ী ঠিকানা
:
সাং- বাঁশকোপা, ইউনিয়ন- প্রহলাদপুর, উপজেলা- শ্রীপুর, জেলা-
গাজীপুর।
৩।২।দলিল গ্রহিতা/গ্রহিত্রীর নাম, স্বাক্ষর ও ঠিকানা
নাম
: মোঃ জামান
পিতার নাম : আব্দুল গণি মোড়ল
মাতার নাম : মোছাঃ রুকুনা
খাতুন
বয়স/জন্মতারিখ : ০১/০১/১৯৭৮ ইং ধর্ম -ইসলাম
পেশা : ব্যবসা
জাতীয়তা -বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ৫৬৭৮৯৪৫৬৭৯
স্থায়ী ঠিকানা
:
সাং- বাঁশকোপা, ইউনিয়ন- প্রহলাদপুর, উপজেলা- শ্রীপুর, জেলা-
গাজীপুর।
৪।দলিল দাতা/দাত্রীর নাম, স্বাক্ষর ও ঠিকানা :
নাম : মোঃ
সুমন
পিতার নাম : আব্দুর রহিম মোড়ল
মাতার নাম ; মাবিয়া খাতুন
বয়স/জন্মতারিখ:
০১/১০/১৯৮০ইং ধর্ম ইসলাম
পেশা : ব্যবসা জাতীয়তা -বাংলাদেশী
জাতীয়
পরিচিতি নং : ৫৬৭৮৯০৫৪৫৪৬৭৬
স্থায়ী ঠিকানা ;
সাং- বাঁশকোপা,
ইউনিয়ন- প্রহলাদপুর, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
৫।আম-মোক্তার/প্রতিনিধির/অভিভাবকের মাধ্যমে দলিল সম্পাদিত হইয়া থাকিলে
তাহাদের নাম, ঠিকানা ও বিবরণঃ প্রযোজ্য নহে।
৬।আম-মোক্তার নামার বিবরণ
: প্রযোজ্য নহে।
৭।হস্তান্তরাধীন জমির ন্যূনতমপক্ষে ২৫ বছরের
মালিকানার ধারাবাহিক বিবরণ :যথাযথ ক্ষেত্রে ওয়ারিশ ও বায়া দলিল সমুহের
বিস্তারিত বিবরণ) এবং হন্তান্তরের উদ্দেশ্য, সম্পত্তির দখল, ইজমেন্ট স্বত্ত
এবং হস্তান্তর সম্পর্কিত উলেখযোগ্য মন্তব্য (যদি থাকে) সম্পর্কিত
বিবরণঃ
আরো পড়ুন : চুক্তি নামা ফরমেট দলিল কিভাবে লিখতে হয়
যেহেতু সাবেক ঢাকা হালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন প্রহলাদপুর ইউনিয়নের অন্তর্গত সাবেক ৬৩নং হালে ৭৪নং বাঁশকোপা মৌজার নিম্ন তফসিল বর্ণিত জমিতে বাঁশকোপা গ্রাম নিবাসী মমতাজ এর ঔরষজাত পুত্র আব্দুর জব্বার বিগত এস. এ. ১৯ ও ৫৫নং আর. এস. ৩৬ ও ৩৭নং খতিয়ানে তাহার নিজ নাম শুদ্ধ
ভাবে রেকর্ডভূক্তকরাইয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় বিগত ইংরেজী ০৯/১২/২০০৯ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৪৫৬৭নং হেবার ঘোষণাপত্র দলিল দ্বারা তাহার ঔরষজাত পুত্র মোঃ সুমন অর্থাৎ আমি অত্র দলিল দাতার বরাবরে হস্তান্তর করিলে আমি তাহাতে হেবা মূলে মালিক হইয়া এযাবৎকাল নির্বিবাদে ও নিশক্টক অবস্থায় ভোগ দখলকার নিয়ত আছি।
যেহেতু তোমরা অত্র দলিল গ্রহিতাগণ আমি অত্র দলিল দাতার চাচাতো ভাই বটেন। বিগত দিনে আপনাদের বরাবরে যখন যাহা কিছু আবেদন আবদার করিয়াছি আপনারা যথা সময়ে রক্ষা করিতে সক্ষম হইয়াছেন। আমার সহিত সৌহার্দপুর্ণ আচরণ করতঃ হাল নাগাদ আমার শারীরিক ও মানসিক খুজ খবরাদী নিয়া আসিতেছেন।
আরো পড়ুন : দলিল ফরমেট-অঙ্গিকার নামা দলিল
আপনাদের এইরূপ সদাচরণে মুদ্ধ হইয়া নগদ ভাবে কোন কিছু না নিয়া শুধু কেবল আমার তরে আপনাদের বিগত দিনের আদর যত্ন ভালবাসার বিনিময়ে এবং আর্থিক সাহায্যের আনুগত্য স্বীকার স্বরূপ নিম্ন তফসিল বর্ণিত জমি যাহার আনুমানিক মুল্য মং ৪৫,০০০/=টাকা হইতে তাহা আনাদের ভবিষ্যৎ মঙ্গল ও
উন্নতি কামনায় ইতি পূর্বে নিম্ন তফসিল বর্ণিত জমি আপনাদের বরাবরে মৌখিক ভাবে প্রদান করিয়াছি, তাহাতে আপনারা ভোগ দখলকার নিয়ত আছেন। তাই তফসিল বর্ণিত জমিতে আপনাদের স্বত্বাধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠার লক্ষে এবং অদুর ভবিষ্যতে বর্ণিত জমি পন্ড বা রদ করিব না মর্মে প্রতিশ্র“তি প্রদানপূর্বক অত্র দানপত্র দলিল দ্বারা আপনাদের বরাবরে দান করিয়া দিয়া চিরতরে স্বত্বহীন হইলাম।
অদ্য হইতে আপনারা অত্র দলিল গ্রহিতাগণ বর্ণিত জমিতে অত্র দলিল মূলে মালিক হইয়া আমার নামের স্থলে আপনাদের নিজ নিজ নামে নামজারী ও জমা ভাগ করতঃ নিরূপিত ভূমি উন্নয়ন করাদী, যথারীতি সন সন পরিশোধক্রমে বংশ পরস্পরায় দান, বিক্রয়, দায়, বন্ধক ইত্যাদি সর্ব প্রকারের হস্তান্তর করণের ক্ষমতা পরিচালনাসহ রাষ্ট্রীয় বিধান অনুযায়ী যদৃচ্ছা মতে আপনারা আপনাদের পুত্র কন্যাময় ভাবী ওয়ারিশাগণক্রমে আজীবনকাল পরম সুখে ভোগ দখল করিতে রহ ও রহিবেক।
আরো পড়ুন : দলিল ফরমেট-খোলা সাফ কবলা দলিল
৭।একাধিক ক্রেতা/ গ্রহীতার ক্ষেত্রে ক্রয়কৃত/অর্জিত জমির হারাহারি মালিকানার বিবরণ (যদি থাকে):সমহারে
৯।একাধিক বিক্রেতা/ হস্তান্তরকারীর ক্ষেত্রে হস্তান্তরিত/বিক্রিত জমির
হারাহারি মালিকানার বিবরণ (যদি থাকে): প্রযোজ্য নহে।
১০।সম্পাদনের
তারিখ (বাংলা ও ইংরেজী) : বাংলা ১৪২০ সনের ২৯ পৌষ, ইংরেজী ১২/০১/২০১৪,
বার/এক/দুই হাজার চৌদ্দ সন।
১১।সম্পত্তির তফসিলঃ
জেলা গাজীপুর, উপজেলা ও সাব-রেজিষ্ট্রি অফিস শ্রীপুর অধীন, প্রহলাপুর ইউনিয়নের অন্তর্গত সাবেক ৬৩নং হালে ৭৪নং বাশঁকোপা মৌজার এস. এ. ১৯(উনিশ) ও ৫৫(পঞ্চান্ন) নং আর. এস. ৩৬(ছত্রিশ) ও ৩৭(সাইত্রিশ) নং খতিয়ানভূক্ত
১। সি. এস. ও এস. এ. ৩৪(চৌত্রিশ) নং আর. এস. ৪৮(আটচলিশ) নং দাগে বোর জমি
---৬৭ শতাংশ।
২। সি. এস. ও এস. এ. ৭৯(উনাশি) নং আর. এস. ১০০(একশত) নং
দাগে বোর জমি ---২১১ শতাংশ।
মোট জমি ২৭৯ শতাংশ
ইহার কাতে দানকৃত বোর জমি ১৪ শতাংশ, মং চৌদ্দ শতাংশ, স্থানীয় মাপে আট গন্ডা জমি মাত্র। যাহার ভোগ দখল এস. এ. ৩৪নং আর. এস. ৪৮নং দাগে বুঝাইয়া দিলাম।
১২। সম্পত্তির চৌহদ্দির বিবরণ :
উত্তরে-দাতা নিজ,দক্ষিণে :দাতা নিজ
পূর্বে -দাতা নিজ,পশ্চিমে -দাতা নিজ
১৩।হস্তান্তরিত সম্পত্তির পরিমান (অংকে ও কথায়) :১৪(চৌদ্দ) শতাংশ।
১৪।হস্তান্তরিত
সম্পত্তির মূল্য ও পরিশোধের বিবরণ (যদি থাকে) অংকে ও কথায় :আনুমানিক মং -
৪৫,০০০/=(পঁয়তালিশ হাজার) টাকা।
১৫।হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা ও
পরিমান:
জেলা- গাজীপুর, উপজেলা- শ্রীপুর
মৌজা- ৭৪নং বাঁশকোপা
হস্তান্তরিত
জমি ১৪.০০ শতাংশ
হস্তান্তরিত জমির সাংকেতিক চিহ্ন
১৫।কৈফিয়ৎ (যদি থাকে) :
দাতা/দাত্রীগণের স্বাক্ষর:
১নং
দাতা/দাত্রীর স্বাক্ষর :
গ্রহিতা/গ্রহীতাগণের স্বাক্ষর :
১নং
গ্রহিতা/গ্রহিত্রীর স্বাক্ষর :
২নং গ্রহিতা/গ্রহিত্রীর স্বাক্ষর
:
১৮। সাক্ষী/সাক্ষীগণের নাম, ঠিকানা ও স্বাক্ষর :
১৬। দলিল পাঠ
করিয়া/করাইয়া আমরা উহার মর্ম অবগত ও সম্মত হইয়া স্বাক্ষর করিলাম:
(ক)
নাম -স্বাক্ষর
পিতার নাম:
মাতার নাম :
গ্রাম/রোড:
ইউনিয়ন/পৌর:
থানা:
জেলা
:
(খ)
নাম -স্বাক্ষর
পিতার নাম:
মাতার নাম :
গ্রাম/রোড:
ইউনিয়ন/পৌর:
থানা
:
জেলা :
১৯।সনাক্তকারীর নাম ঠিকানা ও স্বাক্ষর :
নাম
-স্বাক্ষর
পিতার নাম:
মাতার নাম:
গ্রাম/রোড:
ইউনিয়ন/পৌর:
থানা
:
জেলা :
২০।হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে সম্যক
অবহিত হইয়া আমি নিম্ন স্বাক্ষরকারী অত্র দলিলের মোসাবিদা করিয়াছি/লিখিয়া
দিয়াছি এবং পক্ষগণকে পাঠ করিয়া শুনাইয়াছি।
দলিলটি ফর্দঃ ....... ফর্দে
লিখিত।
অত্র দলিলে ননজুডিশিয়াল ষ্ট্যাম্প ../=টাকা অবশিষ্ট ...টাকা
.... নং পে-অর্ডারে এবং রেজি ফি বাবদ ...টাকা ... নং পে-অর্ডারে ও স্থানীয়
আয়কর বাবদ ... টাকা ...নং পে-অর্ডারে ইংরেজী ...তারিখে সোনালী ব্যাংক,
শ্রীপুর থানা হেডকোয়ার্টার শাখায় জমা দেওয়া হইল।
মুসাবিদাকারক ও দলিল লিখক
মো:শামিম মিয়া
সাং- কেওয়া
সনদ নং
৫১
শ্রীপুর এস. আর. অফিস
শ্রীপুর, গাজীপুর।
কম্পোজকারকের
নাম, ঠিকানা, তারিখ ও স্বাক্ষর
(মোঃ শামিম মিয়া)
কম্পিউটার
সেন্টার
শ্রীপুর এস. আর. অফিস সংলগ্ন
শ্রীপুর,গাজীপুর।
২১।
দলিল দাতা/দাত্রীর হলফ নামা :
বরাবর,
সাব-রেজিষ্ট্রার, শ্রীপুর,
গাজীপুর।
আমি মোঃ সুমন, এই মর্মে হলফনামা প্রদান করিতেছি যে,
হস্তান্তরাধীন জমির নিরঙ্কুশ মালিক, অন্য কেহ মালিকানার অংশীদার নাই, অন্য
কোন পক্ষের সহিত বায়না চুক্তি স্বাক্ষরিত হয় নাই বা অন্য কোথাও বিক্রয় হয়
নাই বা অন্য কোন পক্ষের নিকট বন্ধক রাখা হয় নাই বা এ সম্পত্তি সরকারী
খাস/অর্পিত বা পরিত্যাক্ত সম্পত্তি নয় বা
অন্য কোন ভাবে সরকারে বর্তায়
নাই। আরও হলফ নামা প্রদান করিতেছি যে, উপরে কোন ভুল তথ্য লিপিবদ্ধ হইয়া
থাকিলে তজ্জন্য দায়ী হইব, আমার/আমাদের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা
করা যাইবে,
ক্ষতিপুরণ দিতে বাধ্য থাকিব, জমি সম্পর্কে যে কোন ভুল,
অসত্য বিভ্রান্তকর তথ্য প্রদান করিয়া থাকিলে প্রয়োজনে নিজ খরচায় ভুল শুদ্ধ
করিয়া ক্ষতি পুরণসহ নতুন দলিল প্রস্তুত ও রেজিষ্ট্রি করিয়া দিতে বাধ্য
থাকিব। উলেখ্য যে, দলিলে হস্তান্তরিত জমির মূল্য কম দেখানো হয় নাই।
হলফকারীর স্বাক্ষর ও তারিখ
সনাক্তকারীর স্বাক্ষর ও তারিখ
২২।
সাব-রেজিষ্ট্রারের নাম, পদবী, স্বাক্ষর ও তারিখ:
সাব- রেজিষ্টার
শ্রীপুর
লেখক এর মতামত
আসি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।দান পত্র দলিল ফরমেট নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।দান পত্র দলিল ফরমেট টি ফ্রিতে ব্যাবহার করুন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url