বন্টন নামা দলিল কিভাবে লিখতে হয় দেখে যেনে নিন
আজকে আমি আপনাদের সাথে বন্টন নামা দলিল ফরমেট নিয়ে আলোচ না করবো।বন্টন নামা দলিল বর্তমান সময়ে অনেক গুরুত্ত পূর্ণ দলিল।ওয়ারিশি সম্পত্তি বন্টন নামা দলিল না থাকলে জমি বিত্রিু করতে সমস্যা হয়।
বর্তমান সময়ে বন্টন নামা দলিল না থাকলে ওয়ারিশি সম্পত্তি নামজারি করতে ও সমস্যা হয়।নিচে আপনাদের কে বুজানোর জন্য বন্টন নামা দলিল ফরমেট দেওয়া হল।
পোস্টসূচীপত্র:বন্টন নামা দলিল কিভাবে লিখতে হয় দেখে যেনে নিন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আপোষ ছোলে বন্টন নামা দলিল ফরমেট
১ম পক্ষের ছাহামভূক্ত (ক) তফসিল জমি ৩৪.৯৯৭ শতাংশ, মং ৪৮,৬০,০০০/= টাকা
২য়
পক্ষের ছাহামভূক্ত (খ) তফসিল জমি ১৪.১৪৬ শতাংশ, মং ১৯,৮১,০০০/= টাকা
৩য়
পক্ষের ছাহামভূক্ত (গ) তফসিল জমি ১৩.৬৪৬ শতাংশ, মং ১৮,৯৮,০০০/= টাকা
৪র্থ
পক্ষের ছাহামভূক্ত (ঘ) তফসিল জমি ১৩.১৪৭ শতাংশ, মং ১৮,৪৫,০০০/= টাকা
মৌজা-
২৮নং বরমী, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
১।১ম পক্ষের নাম ও স্বাক্ষর (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের
ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়) :
নাম : মোঃআ:হেকিম
পিতার নাম : মরহুম
আলীম উদ্দিন বাধ্যকর
মাতার নাম : মরহুমা ফুল বানু বেওয়া
বয়স/জন্মতারিখ
: ০৯/০৯/১৯৪৩ইং ধর্ম -ইসলাম
পেশা :কৃষি জাতীয়তা -বাংলাদেশী
জাতীয়
পরিচিতি নং : ৫৬৭৮৯০৪৫৬৬৭
স্থায়ী ঠিকানা :
সাং ও ইউনিয়ন- বরমী,
উপজেরা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
১।২য় পক্ষের নাম ও স্বাক্ষর (আদালত,
সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়) :
নাম : মোঃ
তমিজ
পিতার নাম : মোঃ চান্দু মিয়া (চাঁন মিয়া)
মাতার নাম : মোছাঃ
রাবিয়া খাতুন
বয়স/জন্মতারিখ : ১২/১২/১৯৬৭ইং ধর্ম -ইসলাম
পেশা :
কৃষি জাতীয়তা -বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ৬৭৮৭৯৬৩৪৫৬৭৭
স্থায়ী
ঠিকানা :
সাং ও ইউনিয়ন- বরমী, উপজেরা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
১।
৩য় পক্ষের নাম ও স্বাক্ষর (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে
ছবি প্রযোজ্য নয়) :
নাম : মোঃ জামান
পিতার নাম : মোঃ চান্দু মিয়া
(চাঁন মিয়া)
মাতার নাম : মোছাঃ রাবিয়া খাতুন
বয়স/জন্মতারিখ :
২২/১১/১৯৭২ইং ধর্ম -ইসলাম
পেশা : কৃষি জাতীয়তা -বাংলাদেশী
জাতীয়
পরিচিতি নং : ৫৬৭৮৯৪৫৬৭৮৮
স্থায়ী ঠিকানা :
সাং ও ইউনিয়ন- বরমী,
উপজেরা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
১।৪র্থ পক্ষের নাম ও স্বাক্ষর (আদালত,
সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়) :
নাম: মোঃ
রমিজ রাজা
পিতার নাম :মোঃ চান্দু মিয়া (চাঁন মিয়া)
মাতার নাম :
মোছাঃ রাবিয়া খাতুন
বয়স/জন্মতারিখ :০৮/০৩/১৯৮০ইং ধর্ম -ইসলাম
পেশা
:ব্যবসা জাতীয়তা বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ৪৫৬৭৮৯৪৩৫৬৭
স্থায়ী
ঠিকানা:
সাং ও ইউনিয়ন- বরমী, উপজেরা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
পরম করুনাময় আল্লাহর নাম স্মরণ করিয়া আপোষ ছোলে বন্টন নামা দলিল লিখা আরম্ভ করিতেছি।যেহেতু সাবেক ঢাকা হালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন ২৮নং বমরী মৌজাস্থিত নিম্ন তফসিল বর্ণিত জোত জমিতে আমির খান এর পুত্র আলী খান বিগত এস. এ. ১৭৪নং খতিয়ানে তাহার নিজ নাম শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করাইয়া
আরো পড়ুন : দোকান ঘর ভাড়া চুক্তিপত্র দলিল
মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় মৃত্যূবরণ করিলে তাহার ত্যাজ্যবিত্ত সম্পত্তিতে তাহার স্ত্রী নাজমা স্বামী স্বত্বে এবং তাহার তিন পুত্র (১) মোঃ রুমান (২) নেওয়াজ (৩) মমতাজ ওয়ারিশ সুত্রে এবং ইয়াকুব আলী স্ত্রী আমেনা খাতুন এবং কাশেম পুত্র বেলায়েত পত্যেকের নামে বিগত আর. এস. ১৮২নং খতিয়ানে তাহাদের নিজ
নিজ নাম শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করাইয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় আমি ১ম পক্ষ আ:হেকিম আমরা ২য়, ৩য়, ৪র্থ পক্ষগনের পিতা চান্দু মিয়া (চাঁন মিয়া) পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হই।
এবং কাশেম এর পুত্র বেরায়েত আর. এস. রেকর্ড মুলে মালিক হইয়া বিগত ইংরেজী ১৫/০৫/১৯৭০ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৬৭১৭নং এক সাফ কবলা দলিল দ্বারা এবং ফারহান এর স্ত্রী সাবিলা নিকট হইতে বিগত ইংরেজী ১৮/১২/১৯৭৩ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৪৩১৬নং সাফ কবলা দলিল দ্বারা আমি ১ম পক্ষ ও ২য় ৩য়, ৪র্থ পক্ষগনের পিতা চাঁন মিয়া ও আমির আলী খরিদ করিয়া খরিদ সুত্রে মালিক হন।
আরো পড়ুন : অঙ্গিকার নামা দলিল
এবং উক্ত আমির আলী নিকট হইতে বিগত ইংরেজী ১৮/১১/২০০৭ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৯৬৪৪নং সাফ কবলা দলিল দ্বারা আমি ১ম পক্ষ ও আমার ২য়, ৩য় ও ৪র্থ পক্ষগনের পিতা খরিদ করিয়া খরিদ সুত্রে মালিক হন।
এবং এস. এ. ২১৪নং আর. এস. ২১২নং খতিয়ানের জমিতে মালিক বরমী গ্রাম নিবাসী আফাজ এর পুত্র আলঅ মৃত্যূবরণ করিলে তাহার ত্যাজ্যবিত্ত সম্পত্তিতে তাহার ঔরষজাত পুত্র মোঃ মনির পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হইয়া বিগত ইংরেজী ২৪/১১/২০০৮ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১২৯৮৩নং এক সাফ কবলা দলিল দ্বারা আমি ১ম পক্ষ ও আমার ২য়, ৩য় ও ৪র্থ পক্ষগনের পিতা খরিদ করিয়া খরিদ সুত্রে মালিক হন।
ইহাছাড়া এস. এ. ২৬০নং আর. এস. ১৭২নং খতিয়ানের মালিক আল আমিন এর পুত্র আশিক।আশিক মৃত্যূবরণ করিলে তাহার পুত্র আমান পৈত্রিক সুত্রে মালিক হইয়া এবং উক্ত আশিক এর স্ত্রী নাজমা বেগম এর বরাবরে বিগত ইংরেজী ০৭/০৬/১৯৮৭ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৫৪৪০নং দান পত্র দলিল
আরো পড়ুন : খোলা সাফ কবলা দলিল
দ্বারা তাহার বরাবরে দান করিয়া দেন। পরবর্তীতে উক্ত আশিক ও নাজমা বেগম বিগত ইংরেজী ০৭/০৬/১৯৮৭ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৫৪৪১নং সাফ কবলা দলিল দ্বারা আমরা ২য়, ৩য় এবং ৪র্থ পক্ষগনের পিতার বরাবরে সাফ বিক্রয় করেন।
উল্লেখিত ৫৪৪১নং সাফ কবলা দলিলের দাগ ভুল হওয়ার কারনে বিগত ইংরেজী ২৯/০৯/২০১৬ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১২৮৯৯নং এক ভ্রমঃ সংশোধন নামা দলিল দ্বারা সংশোধন করিয়া দেন।
এবং আল আমিন এর পুত্র আমিনুল এর নিকট হইতে বিগত ইংরেজী ১৬/০৯/১৯৯০ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৮৯১৪নং এক সাফ কবলা দলিল দ্বারা আমি ১ম পক্ষ ও আমার ২য়, ৩য় ও ৪র্থ পক্ষগনের পিতা খরিদ করিয়া খরিদ সুত্রে মালিক হন।
এবং উক্ত আল আমিন বিগত ইংরেজী ২৪/০১/১৯৯১ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৯০৩নং সাফ কবলা দলিল দ্বারা আমি অত্র দলিলের ১ম পক্ষের বরাবরে সাফ বিক্রয় করেন।
এবং বরমী গ্রাম নিবাসী জহুর এর পুত্র হাকিম নিজ নামে এস. এ. ২০৫নং খতিয়ানে নিজ নামে এবং আর. এস. ২২৯নং খতিয়ানে তাহার নিজ নামে ও তাহার তিন পুত্র সাহিন, আল আমিন উদ্দিন রেকর্ড ভুক্ত করাইয়া বিগত ইংরেজী ১৮/০৪/১৯৭৬ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৪৮৮২নং সাফ কবলা দলিল দ্বারা আমি ১ম পক্ষ ও আমার ২য়, ৩য় ও ৪র্থ পক্ষগনের পিতা খরিদ করিয়া খরিদ সুত্রে মালিক হন।
উপরোক্ত বর্ননা মতে আমি অত্র দলিলের ১ম পক্ষ এবং আমরা ২য় ৩য় ও ৪র্থ পক্ষগনের পিতা চানদু ওয়ারিশ সুত্রে ও ভিন্ন ভিন্ন সাফ কবলা দলিল মুলে মালিক হইয়া ভোগ দখলকার থাকাবস্থায় উক্ত চানদু অর্থাৎ আমরা ২য় ৩য় ও ৪র্থ পক্ষগনের পিতা বিগত ইংরেজী ১৯/০৬/২০১২ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১০৬২৯নং এক হেবার ঘোষনা পত্র দলিল দ্বারা আমরা ২য়, ৩য় ও ৪র্থ পক্ষগনের বরাবরে হেবা করিয়া দেন।
উপরোক্ত বর্ননা মতে আমরা ২য়, ৩য় ও ৪র্থ পক্ষগন ১০৬২৯নং হেবার ঘোষনা পত্র দলিল মুলে মালিক হইয়া বিগত ইংরেজী ৩০/০৮/২০১৬ তারিখে সহকারী কমিশনার ভুমি শ্রীপুর গাজীপুরের ৮৩/১৬-১৭নং নথি মুলে ২৮০৪নং জোতে নাম খারিজ ও জমা ভাগ করাইয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত হই।
উল্লেখিত সম্পত্তি আমরা ১ম পক্ষ, ২য় পক্ষ, ৩য় পক্ষ এবং ৪র্থ পক্ষগনের এজমালী ভাবে দখল পজিশনে নিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। ভবিষ্যতে যাহাতে আমাদের দখলীয় জমির চৌহুদ্দী ও দখল পজিশন নিয়া আত্ব কলহ ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা না হয় সেই জন্য এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গের ও আমাদের আত্বিয় স্বজনের
আরো পড়ুন : সাফ কবলা দলিল কেমন যেনে নিন
সহযোগীতায় ও সু-পরামর্শে আমাদের পক্ষগনের মাঝে ভবিষ্যতে যেন রেকর্ড মালিকানা সীমা চৌহদ্দি ও দখল নিয়া যেন কোন প্রকার মামলা মোকদ্দমা ঝগড়া বিবাদ বা খুন খারাপী না হয় সেই লক্ষে বর্ণিত জমির সরস নিরস তারতম্য বিবেচনা করিয়া অত্র আপোষ ছোলে বন্টন নামা দলিল দ্বারা বন্টন করিয়া আমরা পক্ষগন যাহার
যাহার ছাহাম চিহ্নিত রুপে বুঝিয়া নিয়া অন্য পক্ষের দখলীয় জমির রেকর্ড মালিকানা সীমা চৌহদ্দির উপর হইতে সকল প্রকার দাবী ত্যাগ করার লক্ষে আমি ১ম পক্ষ নিম্ন (ক) তফসিল বর্ণিত ৩৪.৯৯৭ শতাংশ জোত জমি যাহার মুূল্য মং ৪৮,৬০,০০০/=(আট চল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা হইবে তাহা আমার বন্টনকৃত ছাহাম রূপে
বুঝিয়া নিয়া নিন্ম (খ), (গ) ও (ঘ) তফসিল বর্ণিত জমি যথাক্রমে আপনারা ২য়, ৩য় ও ৪র্থ পক্ষগনকে বুঝাইয়া দিয়া আমার সকল প্রকার স্বত্ব হইতে স্বত্বহীন হইলাম এবং আমি ২য় পক্ষ নিম্ন (খ) তফসিল বর্ণিত ১৪.১৪৬ শতাংশ জোত জমি যাহার মুূল্য মং ১৯,৮১,০০০/=(উনিশ লক্ষ একাশি হাজার) টাকা হইবে তাহা আমার বন্টনকৃত
ছাহাম রূপে বুঝিয়া নিয়া নিন্ম (ক), (গ) ও (ঘ) তফসিল বর্ণিত জমি যথাক্রমে আপনারা ১ম, ৩য় ও ৪র্থ পক্ষগনকে বুঝাইয়া দিয়া আমার সকল প্রকার স্বত্ব হইতে স্বত্বহীন হইলাম এবং আমি ৩য় পক্ষ নিম্ন (গ) তফসিল বর্ণিত ১৩.৬৪৬ শতাংশ জোত জমি যাহার মুূল্য মং ১৮,৯৮,০০০/=(আঠার লক্ষ আটানব্বই হাজার) টাকা হইবে
তাহা আমার বন্টনকৃত ছাহাম রূপে বুঝিয়া নিয়া নিন্ম (ক), (খ) ও (ঘ) তফসিল বর্ণিত জমি যথাক্রমে আপনারা ১ম, ২য় ও ৪র্থ পক্ষগনকে বুঝাইয়া দিয়া আমার সকল প্রকার স্বত্ব হইতে স্বত্বহীন হইলাম এবং আমি ৪র্থ পক্ষ নিম্ন (ঘ) তফসিল বর্ণিত ১৩.১৪৬ শতাংশ জোত জমি যাহার মুূল্য মং ১৮,৪৫,০০০/=(আঠার লক্ষ পঁয়তাল্লিশ হাজার)
টাকা হইবে তাহা আমার বন্টনকৃত ছাহাম রূপে বুঝিয়া নিয়া নিন্ম (ক), (খ) ও (গ) তফসিল বর্ণিত জমি যথাক্রমে আপনারা ১ম, ২য় ও ৩য় পক্ষগনকে বুঝাইয়া দিয়া আমার সকল প্রকার স্বত্ব হইতে স্বত্বহীন হইলাম।
আরো পড়ুন : অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল
অদ্য হইতে আমরা প্রত্যেক পক্ষগন নিন্ম তফসিল অনুসারে চিহ্নিত রুপে আমাদের যাহার যাহার চিহ্নিত ছাহাম বুঝিয়া নিয়া মনিব সরকারে আমাদের যাহার যাহার চিহ্নিত ছাহামের জমিতে যাহার যাহার নিজ নিজ নামে নামজারী ও জমা ভাগ করতঃ নিরূপিত ভূমি উন্নয়ন করাদী, যথারীতি সন সন পরিশোধক্রমে বংশ পরস্পরায় দান,
বিক্রয়, দায়, বন্ধক, কট, রেহান, মর্টগেজসহ যে কোন প্রকার হস্তান্তরীয় কার্যাদী সম্পাদন ও পরিচালনাসহ রাষ্ট্রীয় বিধান অনুযায়ী যদৃচ্ছা মতে পক্ষগণ ও পক্ষগণের পুত্র কন্যাময় ভাবী ওয়ারিশানগণক্রমে আজীবনকাল পরম সুখে ভোগ দখল করিতে রহেন ও রহিবেক। ইহাতে এক পক্ষের বন্টনকৃত তফসিল বা তফসিলের চৌহদ্দি,
খতিয়ান ও দাগের উপর অন্য পক্ষের কাহারও কোন প্রকার ওজর আপত্তি নাই ও রহিল না, করিলে তাহা সর্বমহলে ও সর্বাদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে।
এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও অন্যের বিনা প্ররোচনায় অত্র আপোষ ছোলে বন্টন নামা দলিল লিখাইয়া পড়িয়া ও শুনিয়া ইহার মর্ম স¤পূর্ণরূপে বুঝিয়া সহি সম্পাদন করিয়া দিলাম। ইতি বাংলা ১৪২৫ সালের ১৫ শ্রাবণ, ইংরেজী ৩০/০৭/২০১৮ ত্রিশ/সাত/দুই হাজার আঠার সন।
(ক)তফসিল
জমির পরিমান ৩৪.৯৯৭ শতাংশ, মুল্য মং ৪৮,৬০,০০০/=টাকা
যাহা আমি ১ম পক্ষ
আ:হেকিম আমার অংশ বাবদ বুঝিয়া নিলাম
জেলা- গাজীপুর উপজেলা ও সাব-রেজিষ্ট্রি অফিস শ্রীপুর অধীন ২৮নং বরমী মৌজাস্থিত এস. এ. ১৭৪(একশত চুহাত্তুর)নং আর. এস. ১৮২(একশত বিরাশি)নং, এস. এ. ২০৫(দুইশত পাঁচ)নং আর. এস. ২২৯(দুইশত উনত্রিশ)নং এস. এ. ২১৪(দুইশত চৌদ্দ)নং আর. এস. ২১২(দুইশত বার)নং খতিয়ানভুক্ত।
এস. এ, ১৭৪নং আর. এস. ১৮২নং খতিয়ানে-
১।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত
পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার
কাতে বন্টনকৃত জমি ২.৫০০ শতাংশ। যাহার উত্তরে- ছাগির আহম্মেদ, দক্ষিনে- ১ম
পক্ষের নিজ, পুর্বে- ছাগির আহম্মেদ, পশ্চিমে- হালিমা খাতুন বটে।
২।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৭(আটশত সাতাত্তুর)নং দাগে বাড়ী জমি ১৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি ১.০০০ শতাংশ। যাহার উত্তরে- চলাচলের রাস্তা, দক্ষিনে- ১ম পক্ষের নিজ, পুর্বে- হালিমা খাতুন, পশ্চিমে- তাইজ উদ্দিন গং এর বাড়ী বটে।
৩।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি ১৫.৩০৪ শতাংশ। যাহার উত্তরে- তাইজ উদ্দিন গং, হালিমা খাতুন ও ১ম পক্ষের নিজ, দক্ষিনে- ১ম পক্ষের নিজ ও ছাগির আহম্মেদ, পুর্বে- ছাগির আহম্মেদ, পশ্চিমে- তাইজ উদ্দিন গং বটে।
এস. এ, ১৭৪ ও ২৬০নং আর. এস. ১৮২ ও ১৭২নং খতিয়ানে-
৪।সি. এস. ও এস. এ.
১৬৩(একশত তেষট্টি)নং আর. এস. ৮৭৫(আটশত পঁচাত্তুর)নং দাগে চালা জমি ৫২
শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি ১৪.৯০৮ শতাংশ। যাহার উত্তরে- ১ম পক্ষের নিজ
বাড়ী, দক্ষিনে- হালিমা বেগম ও নাছিমা বেগম, পুর্বে- ছাগির আহম্মেদ,
পশ্চিমে- নাছিমা বেগম ও খলিল গং বটে।
আরো পড়ুন : অছিয়তনামা দলিলের নমুনা যেনে নিন
এস. এ, ২১৪নং আর. এস. ২১২নং খতিয়ানে-
৫।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত
পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ১৪৯ শতাংশ, ইহার
কাতে বন্টনকৃত জমি ১.২৮৫ শতাংশ। যাহার উত্তরে- ইউপি রাস্তা, দক্ষিনে-
চলাচলের রাস্তা, পুর্বে- ছাগির আহম্মেদ, পশ্চিমে- আজাদ বটে।একুনে মোট
বন্টনকৃত জমি ৩৪.৯৯৭ শতাংশ, মং চৌত্রিশ দশমিক নয় নয় সাত শতাংশ জমি
মাত্র।
(খ)তফসিল
জমির পরিমান ১৪.১৪৬ শতাংশ, মুল্য মং ১৯,৮১,০০০/=টাকা
যাহা আমি ২য় পক্ষ
মো: তমিজ অংশ বাবদ বুঝিয়া নিলাম
জেলা- গাজীপুর উপজেলা ও সাব-রেজিষ্ট্রি অফিস শ্রীপুর অধীন ২৮নং বরমী মৌজাস্থিত এস. এ. ১৭৪(একশত চুহাত্তুর)নং আর. এস. ১৮২(একশত বিরাশি)নং, এস. এ. ২০৫(দুইশত পাঁচ)নং আর. এস. ২২৯(দুইশত উনত্রিশ)নং এস. এ. ১৭৪(একশত চুহাত্তুর) ও ২৬০(দুইশত ষাট)নং আর. এস. ১৮২(একশত বিরাশি) ও ১৭২(একশত বাহাত্তুর)নং এস. এ. ২১৪(দুইশত চৌদ্দ)নং আর. এস. ২১২(দুইশত বার)নং খতিয়ানভুক্ত।
এস. এ, ১৭৪নং আর. এস. ১৮২নং খতিয়ানে-
১।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৭(আটশত সাতাত্তুর)নং
দাগে বাড়ী জমি ১৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি --১০.০০০ শতাংশ।
২। সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি --৪.৩৩০ শতাংশ।মোট বন্টকৃত জমি ১৪.৩৩০ শতাংশ।
মং চৌদ্দ দশমিক তিন তিন শূণ্য শতাংশ জমি মাত্র। যাহার উত্তরে- তাইজ উদ্দিন গং এর নিজস্ব রাস্তা ও কামাল উদ্দিন, দক্ষিনে- উভয় পক্ষের নিজ, পুর্বে- মোন্তাজ উদ্দিন, পশ্চিমে- গোরস্থান ও ২য়, ৩য় ও ৪র্র্থ পক্ষের নিজ বটে।
৩।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি --১১.০৭৪ শতাংশ
এস. এ, ২০৫নং আর. এস. ২২৯নং খতিয়ানে-
৪। সি. এস. ও এস. এ. ১৬৯(একশত
উনসত্তুর)নং আর. এস. ৮৫৮(আটশত আটান্ন)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে
বন্টনকৃত জমি --৩.২৫০ শতাংশ।মোট জমি ১৪.৩২৪ শতাংশ।
মং চৌদ্দ দশমিক তিন দুইচার শতাংশ জমি মাত্র। যাহার উত্তরে- গোরস্থান ও ২য় পক্ষের নিজ, দক্ষিনে- রহিমা খাতুন ও ২য়, ৩য় ও ৪র্থ পক্ষের নিজ ও খলিল গং, পুর্বে- মোন্তাজ উদ্দিন, পশ্চিমে- কামাল উদ্দিন ও আমির উদ্দিন বটে।
এস. এ, ১৭৪ ও ২৬০নং আর. এস. ১৮২ ও ১৭২নং খতিয়ানে-
৫।সি. এস. ও এস. এ. ১৬৩(একশত তেষট্টি)নং আর. এস. ৮৭৫(আটশত পঁচাত্তুর)নং
দাগে চালা জমি ৫২ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি --৬.৫০০ শতাংশ।
এস. এ, ২০৫নং আর. এস. ২২৯নং খতিয়ানে-
৬।সি. এস. ও এস. এ. ১৬৯(একশত
উনসত্তুর)নং আর. এস. ৮৫৮(আটশত আটান্ন)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে
বন্টনকৃত জমি --৪.৫০০ শতাংশ।মোট বন্টনকৃত জমি ১১.০০০ শতাংশ।
মং এগার শতাংশ জমি মাত্র। যাহার উত্তরে- ২য়, ৩য় ও ৪র্থ পক্ষের নিজ, দক্ষিনে- রেনু, মাহাবুব ও রইছ উদ্দিন, পুর্বে- খলিল গং, পশ্চিমে- রহিমা খাতুন ও আমির উদ্দিন বটে।
এস. এ, ২১৪নং আর. এস. ২১২নং খতিয়ানে-
৬।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত
পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ১৪৯ শতাংশ, ইহার
কাতে বন্টনকৃত জমি ১.২৮৫ শতাংশ। যাহার উত্তরে- ইউপি রাস্তা, দক্ষিনে-২য়, ৩য়
ও ৪র্থ পক্ষের নিজ, পুর্বে- ছাগির আহম্মেদ, পশ্চিমে- আজাদ বটে।
একুনে মোট জমি ৪০.৯৩৯ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি ১৪.১৪৬ শতাংশ, মং চৌদ্দ দশমিক এক চার ছয় শতাংশ জমি মাত্র।
(গ)তফসিল
জমির পরিমান ১৩.৬৪৬ শতাংশ, মুল্য মং ১৮,৯৮,০০০/=টাকা
যাহা আমি ৩য় পক্ষ
মো:জামান অংশ বাবদ বুঝিয়া নিলাম
জেলা- গাজীপুর উপজেলা ও সাব-রেজিষ্ট্রি অফিস শ্রীপুর অধীন ২৮নং বরমী মৌজাস্থিত এস. এ. ১৭৪(একশত চুহাত্তুর)নং আর. এস. ১৮২(একশত বিরাশি)নং, এস. এ. ২০৫(দুইশত পাঁচ)নং আর. এস. ২২৯(দুইশত উনত্রিশ)নং এস. এ. ১৭৪(একশত চুহাত্তুর) ও ২৬০(দুইশত ষাট)নং
আর. এস. ১৮২(একশত বিরাশি) ও ১৭২(একশত বাহাত্তুর)নং এস. এ. ২১৪(দুইশত চৌদ্দ)নং আর. এস. ২১২(দুইশত বার)নং খতিয়ানভুক্ত।৪.৩৩০ শতাংশ।মোট বন্টকৃত জমি ১৪.৩৩০ এস. এ, ১৭৪নং আর. এস. ১৮২নং খতিয়ানে-
১। সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৭(আটশত সাতাত্তুর)নং দাগে বাড়ী জমি ১৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি --১০.০০০ শতাংশ।
২।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি --শতাংশ।
মং চৌদ্দ দশমিক তিন তিন শূণ্য শতাংশ জমি মাত্র। যাহার উত্তরে- তাইজ উদ্দিন গং এর নিজস্ব রাস্তা ও কামাল উদ্দিন, দক্ষিনে- উভয় পক্ষের নিজ, পুর্বে- মোন্তাজ উদ্দিন, পশ্চিমে- গোরস্থান ও ২য়, ৩য় ও ৪র্র্থ পক্ষের নিজ বটে।
৩।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি --১১.০৭৪ শতাংশ।
এস. এ, ২০৫নং আর. এস. ২২৯নং খতিয়ানে-
৪। সি. এস. ও এস. এ. ১৬৯(একশত
উনসত্তুর)নং আর. এস. ৮৫৮(আটশত আটান্ন)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে
বন্টনকৃত জমি --৩.২৫০ শতাংশ।মোট জমি ১৪.৩২৪ শতাংশ।
মং চৌদ্দ দশমিক তিন দুইচার শতাংশ জমি মাত্র। যাহার উত্তরে- গোরস্থান ও ২য় পক্ষের নিজ, দক্ষিনে- রহিমা খাতুন ও ২য়, ৩য় ও ৪র্র্থ পক্ষের নিজ ও খলিল গং, পুর্বে- মোন্তাজ উদ্দিন, পশ্চিমে- কামাল উদ্দিন ও আমির উদ্দিন বটে।
এস. এ, ১৭৪ ও ২৬০নং আর. এস. ১৮২ ও ১৭২নং খতিয়ানে-
৫।সি. এস. ও এস. এ. ১৬৩(একশত তেষট্টি)নং আর. এস. ৮৭৫(আটশত পঁচাত্তুর)নং দাগে
চালা জমি ৫২ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি ---৬.৫০০ শতাংশ।
এস. এ, ২০৫নং আর. এস. ২২৯নং খতিয়ানে-
৬। সি. এস. ও এস. এ. ১৬৯(একশত
উনসত্তুর)নং আর. এস. ৮৫৮(আটশত আটান্ন)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে
বন্টনকৃত জমি --৪.৫০০ শতাংশ।মোট বন্টনকৃত জমি ১১.০০০ শতাংশ।
মং এগার শতাংশ জমি মাত্র। যাহার উত্তরে- ২য়, ৩য় ও ৪র্র্থ পক্ষের নিজ, দক্ষিনে- রেনু, মাহাবুব ও রইছ উদ্দিন, পুর্বে- খলিল গং, পশ্চিমে- রহিমা খাতুন ও আমির উদ্দিন বটে।
এস. এ, ২১৪নং আর. এস. ২১২নং খতিয়ানে-
৬।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত
পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ১৪৯ শতাংশ, ইহার
কাতে বন্টনকৃত জমি ১.২৮৫ শতাংশ। যাহার উত্তরে- ইউপি রাস্তা, দক্ষিনে- ২য়,
৩য় ও ৪র্র্থ পক্ষের নিজ, পুর্বে- ছাগির আহম্মেদ, পশ্চিমে- আজাদ বটে।একুনে
মোট জমি ৪০.৯৩৯ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি ১৩.৬৪৬ শতাংশ, মং তের দশমিক
ছয় চার ছয় শতাংশ জমি মাত্র।
(ঘ)তফসিল
জমির পরিমান ১৩.১৪৬ শতাংশ, মুল্য মং ১৮,৪৫,০০০/=টাকা
যাহা আমি ৪র্থ
পক্ষ রমিজ রাজা আমার অংশ বাবদ বুঝিয়া নিলাম
জেলা- গাজীপুর উপজেলা ও সাব-রেজিষ্ট্রি অফিস শ্রীপুর অধীন ২৮নং বরমী মৌজাস্থিত এস. এ. ১৭৪(একশত চুহাত্তুর)নং আর. এস. ১৮২(একশত বিরাশি)নং, এস. এ. ২০৫(দুইশত পাঁচ)নং আর. এস. ২২৯(দুইশত উনত্রিশ)নং এস. এ. ১৭৪(একশত চুহাত্তুর) ও ২৬০(দুইশত ষাট)নং আর. এস. ১৮২(একশত বিরাশি) ও ১৭২(একশত বাহাত্তুর)নং এস. এ. ২১৪(দুইশত চৌদ্দ)নং আর. এস. ২১২(দুইশত বার)নং খতিয়ানভুক্ত।
এস. এ, ১৭৪নং আর. এস. ১৮২নং খতিয়ানে-
১।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত
পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৭(আটশত সাতাত্তুর)নং দাগে বাড়ী জমি ১৬ শতাংশ, ইহার
কাতে বন্টনকৃত জমি --১০.০০০ শতাংশ।
২।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি ---৪.৩৩০ শতাংশ।মোট বন্টকৃত জমি ১৪.৩৩০ শতাংশ।
মং চৌদ্দ দশমিক তিন তিন শূণ্য শতাংশ জমি মাত্র। যাহার উত্তরে- তাইজ উদ্দিন গং এর নিজস্ব রাস্তা ও কামাল উদ্দিন, দক্ষিনে- উভয় পক্ষের নিজ, পুর্বে- মোন্তাজ উদ্দিন, পশ্চিমে- গোরস্থান ও ২য়, ৩য় ও ৪র্র্থ পক্ষের নিজ বটে।
৩। সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি --১১.০৭৪ শতাংশ।
এস. এ, ২০৫নং আর. এস. ২২৯নং খতিয়ানে-
৪।সি. এস. ও এস. এ. ১৬৯(একশত
উনসত্তুর)নং আর. এস. ৮৫৮(আটশত আটান্ন)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে
বন্টনকৃত জমি --৩.২৫০ শতাংশ।মোট জমি ১৪.৩২৪ শতাংশ।
মং চৌদ্দ দশমিক তিন দুইচার শতাংশ জমি মাত্র। যাহার উত্তরে- গোরস্থান ও ২য় পক্ষের নিজ, দক্ষিনে- রহিমা খাতুন ও ২য়, ৩য় ও ৪র্র্থ পক্ষের নিজ ও খলিল গং, পুর্বে- মোন্তাজ উদ্দিন, পশ্চিমে- কামাল উদ্দিন ও আমির উদ্দিন বটে।
এস. এ, ১৭৪ ও ২৬০নং আর. এস. ১৮২ ও ১৭২নং খতিয়ানে-
৫।সি. এস. ও এস. এ.
১৬৩(একশত তেষট্টি)নং আর. এস. ৮৭৫(আটশত পঁচাত্তুর)নং দাগে চালা জমি ৫২
শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি --৬.৫০০ শতাংশ।
এস. এ, ২০৫নং আর. এস. ২২৯নং খতিয়ানে-
৬।সি. এস. ও এস. এ. ১৬৯(একশত
উনসত্তুর)নং আর. এস. ৮৫৮(আটশত আটান্ন)নং দাগে চালা জমি ৪৬ শতাংশ, ইহার কাতে
বন্টনকৃত জমি --৪.৫০০ শতাংশ।মোট বন্টনকৃত জমি ১১.০০০ শতাংশ।
মং এগার শতাংশ জমি মাত্র। যাহার উত্তরে- ২য়, ৩য় ও ৪র্র্থ পক্ষের নিজ, দক্ষিনে- রেনু, মাহাবুব ও রইছ উদ্দিন, পুর্বে- খলিল গং, পশ্চিমে- রহিমা খাতুন ও আমির উদ্দিন বটে।
এস. এ, ২১৪নং আর. এস. ২১২নং খতিয়ানে-
৬।সি. এস. ও এস. এ. ১৬৫(একশত পঁয়ষট্টি)নং আর. এস. ৮৭৮(আটশত আটাত্তুর)নং দাগে
চালা জমি ১৪৯ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি ১.২৮৫ শতাংশ। যাহার উত্তরে- ইউপি
রাস্তা, দক্ষিনে- ২য়, ৩য় ও ৪র্র্থ পক্ষের নিজ, পুর্বে- ছাগির আহম্মেদ,
পশ্চিমে- আজাদ বটে।
একুনে মোট জমি ৪০.৯৩৯ শতাংশ, ইহার কাতে বন্টনকৃত জমি ১৩.১৪৬ শতাংশ, মং এক দশমিক ছয় চার ছয় শতাংশ জমি মাত্র।অত্র দলিলে কাগজ হলফসহ ০৮ ফর্দ, ১ম পক্ষ ০১ জন, ২য় পক্ষ ০১ জন, ৩য় পক্ষ ০১ জন, ৪র্থ পক্ষ ০১ জন, স্বাক্ষী- ০৩ জন।
অত্র দলিল পাঠ করিয়া ও শুনিয়া মর্ম অবগত হইলাম।
মোসাবিদাকারক ও
কম্পোজকারক
মোঃ শামিম মিয়া
কম্পিউটার সেন্টার
শ্রীপুর এস.
আর. অফিস সংলগ্ন
শ্রীপুর, গাজীপুর।
শ্রীপুর, গাজীপুর।
ইসাদী
:
১।
২।
৩।
হলফ নামা:
(রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৪২নং আদেশ, ১৯০৮ সনের রেজিষ্ট্রেশন আইনের ঝবপঃরড়হ
৫২অ(ম)
এবং ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইনের ঝবপঃরড়হ ৫৩ঊ অনুসারে
প্রদত্ত হলফ নামা)
বরাবর, সাব-রেজিষ্ট্রার, শ্রীপুর, গাজীপুর
হলফকারী/হলফকারীগনের নাম, পিতার নাম, ঠিকানা ও বয়সঃ-
১। মোঃ আ:হেকিম,
জন্মতারিখ- ০৯/০৯/১৯৪৩ইং, পিতা- মরহুম আলীম উদ্দিন, ২। মোঃ তমিজ,
জন্মতারিখ- ১২/১২/১৯৬৭ইং, ৩। মোঃজামান, জন্মতারিখ- ২২/১১/১৯৭২ইং, ৪। মোঃ
রমিজ রাজা, জন্মতারিখ- ০৮/০৩/১৯৮০ইং, পিতা- মোঃ চান্দু মিয়া (চাঁন মিয়া),
সাং- বরমী, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর,
এই মর্মে ঘোষনাপূর্বক হলফনামা প্রদান করিতেছি যে, আমি/আমরা বাংলাদেশের (বা
প্রযোজ্য ক্ষেত্রে অন্য দেশের নাগরিক হইলে উক্ত দেশের নাম) নাগরিক।
আমি/আমরা ঘোষনা করিতেছি যে,
(ক) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ
ট্রাইব্যুনাল) আদেশ ১৯৭২(১৯৭২ সনের পি. ও নং ৮) এর অধীন ক্রোকের আওতাধীন
নহে।
(খ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ
পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২
সনের পি. ও নং ১৬) এর অর্থানুযায়ী পরিত্যাক্ত সম্পত্তি নহে।
(গ)
হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি আপাততঃ বলবৎ কোন আইনের অধীন
সরকারে বর্তায় নাই, বা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়নাই।
(ঘ)
প্রস্তাবিত হস্তান্তর আপাততঃ বলবৎ অন্য কোন আইনের কোন বিধানের সহিত
সাংঘর্ষিক নহে।
(ঙ) প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং
(লিমিটেড) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি. ও নং ৯৮) এর অনুচ্ছেদ ৫ এ অনুযায়ী
বাতিলযোগ্য নহে। এবং
(চ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর
সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্ণিত হইয়াছে এবং উহা অবমূল্য করা হয় নাই এবং
উল্লিখিত সম্পত্তি হস্তান্তরকরণে আবেদনকারীর বৈধ অধিকার রহিয়াছে।
আমি/আমরা আরও ঘোষনা করিতেছি যে,
আমি/আমরা দলিলে বর্ণিত সম্পত্তির
নিরঙ্কুশ মালিক। অন্য কোন পক্ষের সহিত এই সম্পত্তির বায়না চুক্তি স্বাক্ষর
হয় নাই বা অন্য কোথাও হস্তান্তর হয় নাই বা অন্য কোন পক্ষের নিকট বন্ধক রাখা
হয় নাই।
দলিলে বর্ণিত সম্পত্তিতে আমার/আমাদের বৈধ স্বত্ব ও অধিকার বহাল আছে এবং
প্রদত্ত বিবরণ আমার/আমাদের জ্ঞান ও বিশ্বাসমতে সত্য। তারিখ- ৩০/০৭/২০১৮
ইং
হলফকারী/হলফকারীগনের স্বাক্ষর :
সনাক্তকারীর ঘোষনাঃ
এই মর্মে ঘোষনা করিতেছি যে, হলফকারী/হলফকারীগন আমার পরিচিত এবং আমার
সম্মুখে তিনি/তাহারা দলিলে স্বাক্ষর প্রদান করিয়াছেন। (বা আমি তাহার বা
তাহাদের বা .... নং ক্রমিকধারী হলফকারীর নাম বকলমে লিখিয়া দিয়াছি।)
সনাক্তকারীর স্বাক্ষরঃ
লেখক এর মতামত
আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।আপোষ ছোলে বন্টন নামা দলিল ফরমেট নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।বন্টন নামা দলিলের ফরমেট টি ফ্রিতে ব্যাবহার করুন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url