অছিয়ত নামা বাতিল করার নিয়ম যেনে নিন
আমরা অছিয়ত নামা দলিল সর্ম্পকে জানার জন্য অনেকে google র্সাচ করে থাকি।আজকে আমি আপনাদের কে অছিয়তনামা বাতিল করার নিয়ম নিয়ে আলোচ না করবো।
অছিয়ত নামা দলিল অছিয়ত কারি মারা গেলে তার পর অছিয়ত গ্রহন কারি সম্পত্তির মালিক হয়।অছিয়ত কারি জিবিত অবস্থাই অছিয়ত গ্রহিতা সম্পত্তির মালিক হতে পারে না।অছিয়তনামা বাতিল করার নিয়ম এ গুলো নিয়ে বিস্তারিত আলো চনা করা হয়েছে,এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরলে ১০০% জানতে পারবেন অছিয়ত নামা দলিল সর্ম্পকে।
পোস্টসূচীপত্র:অছিয়ত নামা বাতিল করার নিয়ম যেনে নিন
মুসলিম আইনে উইল বা অছিয়তের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করার ক্ষমতা দুইটি শর্ত দ্বারা সীমাবদ্ধ।এই দুটি সীমাবদ্ধতা হলো
- ক- ব্যক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা
- খ-সম্পত্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা
ক-ব্যক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা
- কোন উইলকারী ব্যক্তির কোন উত্তরাধিকারী না থাকলে তিনি তার সকল ভু-সম্পত্তির অংশ যেকোনো অপরিচিত ব্যক্তি কে উইল বা দান করতে পারেন।
- উইল দাতা উইল করলে এবং সকল উত্তরাধিকারীগন যদি এটি অনুমোদন না করে তাহলে যারা ঐ উইলটি অনুমোদন করবে বা মেনে নেবে কেবলমাত্র তাদের অংশ সংশ্লিষ্ট উইলে দায়যুক্ত হবে।অর্থাৎ উইল গ্রহীতা শুধুমাত্র তাদের অংশপ্রাপ্ত হবে যারা উইল টি অনুমোদন করেছে।
- মুসলিম আইনের বিধান অনুযায়ী একজন মুসলমান তার সকল উত্তরাধিকারীগণকে বঞ্চিত করে শুধুমাত্র একজন উত্তরাধিকারীকে তার সকল সম্পত্তি বিলি করতে পারবে না।
- একজন উইলদাতার শিয়া আইন মতে তার অন্যান্য উত্তরাধিকারী গণের অনুমতি বা সম্মতি ছাড়া তার সম্পত্তির এক-তৃতীয়াংশ যেকোনো উত্তরাধিকারীকে উইলে দান করতে পারবে,কিন্তু এক-তৃতীয়াংশ সম্পত্তির বেশি দান করতে চাইলে, উইল দাতার অন্যান্য উত্তরাধিকারীগণের অনুমতির প্রয়োজন হবে।
- মহৎ উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে উইলকারী কর্তৃক কোন উইল করা হলে তা বৈধ বলে বিবেচিত হবে।যদি এটি এক-তৃতীয়াংশের বেশি না হয়।
- কোন ব্যক্তির উদ্দেশ্য জনিত কারণে যদি উইলদাতা কর্তৃক উইল করার পর সেই ব্যক্তি ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে উইলদাতার মৃত্যুর কারণ হয়ে থাকে তাহলে সেই উইল বাতিল বলে গণ্য হবে।
- উইলকারী তার মৃত্যুর আগে যদি এমন কোন অস্তিত্বহীন ব্যক্তি বা অজাত ব্যক্তির উদ্দেশ্যে উইল করে, তাহলে ওই উইল অবৈধ বলে গণ্য হবে।তবে উইল করার দিন হতে ছয় মাসের মধ্যে ভূমিষ্ঠ হয়ে মাতৃগর্ভের সন্তানকে উইলের মাধ্যমে সম্পত্তি দান করতে পারে।
- উইলদাতার মৃত্যুর পর যেহেতু উইল কার্যকর হয়,সেহেতু উইলদাতা জীবিত থাকাকালীন অবস্থায় যেকোনো সময় তার উইল রদবদল করতে পারে।
খ-সম্পত্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা
মুসলিম বিধান আইন অনুযায়ী একজন উইলদাতা তার যেকোনো পর আত্মীয় কে সম্পত্তির এক-তৃতীয়াংশ উইল মূলে দান করতে পারে,তবে এর অধিক করতে পারবেনা।
আরো পড়ুন : অসিয়ত করার নিয়ম যেনে নিন
- মুসলিম আইনের বিধান অনুযায়ী একজন উইলদাতা তার মৃত্যুর পর যারা তার উত্তরাধিকারী বলে গণ্য হবে ঐ ব্যক্তির উদ্দেশ্যে কোন সম্পত্তি উইল মূলে দান করতে পারবে না।এরূপ উত্তরাধিকারী বরাবর উইল আইনগত ভাবে অগ্রাহ্য হয়।
- উইলদাতা কোন উত্তরাধিকারীর বরাবরে উইল মূলে কোন সম্পত্তি দান করলে এটি মূলত আইন সংগত হবেনা।কিন্তু যদি উইল দাতার মৃত্যুর পর তার অন্যান্য উত্তরাধিকারীগণ এটি মেনে নিলে সংশ্লিষ্ট উইলিটি আইনসিদ্ধ ও কার্যকারী হবে।কারণ সে ক্ষেত্রে আত্মীয়র বন্ধন ছিন্ন হয় না।
- কোন উইলদাতা মুসলিম আইনের পরিপন্থী অর্থাৎ মুসলিম আইনে অবৈধ ঘোষিত এমন কোন ক্ষেত্রে উইল করতে পারবেনা।
- কোন মুসলমান শর্তসাপেক্ষ উইল করতে পারবেনা।এই রূপ শর্তসাপেক্ষে উইল অবৈধ বলে গণ্য হবে।
- একজন উইলদাতা ভবিষ্যতে পাবে এইরূপ উইল পূর্বক দান করতে পারবে না।ভবিষ্যতে বিল অবৈধ।
- এক-তৃতীয়াংশ সম্পত্তি উইলদাতা কর্তৃক উইল করার পর অবশিষ্ট দুই-তৃতীয়াংশ তা উয়ারিশ গনের মধ্যে বন্টন করা হয়।
অছিয়ত নামা বাতিল করার নিয়ম
মুসলিম আইনে একটি অছিয়ত কার্যকারী হয় অছিয়তকারীর মৃত্যুর পর।সুতরাং অছিয়তকারীর মৃত্যুর পূর্বেই যে কোন সময় অছিয়তটি প্রত্যাহার বা রদ করতে পারে।প্রত্যেকটি অছিয়ত প্রত্যাহার যোগ্য।এই অছিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয়
-
হলো- এইরুপ প্রত্যাহার লিখিত বা অলিখিত হতে পারে আবার প্রত্যক্ষ
বা পরোক্ষ ভাবেও হতে পারে।তবে প্রত্যাহার যে প্রকারেই হোক না কেন তা
গ্রহণযোগ্য।যে সকল পদ্ধতিতে একজন অছিয়তকারী তার অছিয়তটি প্রত্যাহার বা রদ করতে পারে তার নিম্নরূপ
- অছিয়তদাতা তার কৃত উইল লিখিত অথবা মৌখিকভাবে ঘোষণার মাধ্যমে রদ বা প্রত্যাহার করতে পারেন।
- অছিয়ত গ্রহীতার উদ্দেশ্যে উইল দাতা কোন সম্পত্তি উইল করার পর যদি এটি আবার অন্যের বরাবরে দান বা বিক্রয় করা হয়, তবে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট উইলিটি রদ বা প্রত্যাহিত হয়েছে বলে গণ্য হবে।এটি পরোক্ষ প্রত্যাহার।
- অছিয়ত কৃত বস্তুকে যদি উইলকারী অন্য বস্তুতে রূপান্তরিত করে,তবে বুঝতে হবে যে,সে তার অছিয়তটি প্রত্যাহার বা রদ করেছেন।যেমন-কোন ব্যক্তি তার একটি গাছ অন্যের বরাবরে উইল করেছে,পরবর্তীতে সে যদি ওই গাছকে আসবাবপত্রে রূপান্তরিত করে তাহলে বুঝতে হবে উইলকারী তার উইল প্রত্যাহার বা রদ করেছেন।
- অছিয়তকারী উইলকৃত সম্পত্তিতে যদি মালিকানা স্বত্তে অবসান ঘটে তবে সংশ্লিষ্ট উইলঠি স্বাভাবিকভাবে রদ হয়ে যাবে।
- অছিয়তদাতা উইলের মাধ্যমে দানকৃত সম্পত্তিতে যদি পরবর্তীকালে অতিরিক্ত অন্য কিছু তৈরি করে, তবে সংশ্লিষ্ট উইলটি রদ হয়ে যাবে।যেমন-উইলকারী যদি উইলকৃত সম্পত্তিতে পরবর্তী সময়ে সেখানে একটি বাড়ি নির্মাণ করে তাহলে ওই উইলটি রদ হয়ে যাবে।
- অছিয়তদাতা আদালতের মাধ্যমেও তার কৃত উইলটি প্রত্যাহার বা রদ করতে পারেন।
- অছিয়তদাতা উইলকৃত সম্পত্তিতে এমন কোন কাজ করার ফলে যদি পরবর্তীতে ঐ সম্পত্তির আকৃতি পরিবর্তিত হয়ে যায় সে ক্ষেত্রে উইলটি প্রত্যাহার বা রদ হয়েছে বলে গণ্য হবে।
- সুতরাং অছিয়তদাতার মৃত্যুর পূর্বে যে কোন সময় একটি উইল প্রত্যাহার বা রদ করতে পারেন।একটি উইলের রদ বা প্রত্যাহার নির্ভর করে উইলদাতার ইচ্ছা ওবিবেচনার উপরএইরুপ ক্ষেত্রে আদালতকে উইল দাতার কার্যাবলী বিবেচনা করতে হবে যে,উইলকারীর ইচ্ছা ছিল কিনা।যদি উইলদাতা কখনো কোন বিল করেছেন বলে স্বীকার না করেন,তবে সেই ক্ষেত্রে একে উইলের প্রত্যাহার বা রদ করন বলে গণ্য করা যাবে না।
লেখক এর মাতমত
আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।অছিয়তনামা বাতিল করার নিয়ম নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।
অছিয়ত দলিল বাতিল করতে আদালতে কত সময় লাগে
অছিয়তনামা দলিল বাতিল হতে কত দিন সময় লাগে
অছিয়ত নামা দলিল বাতিলের রায় যেদিন পাবেন।
গোপনে কোন একটি দাগ থেকে সম্পূর্ণরুপে কন্যা সন্তানদের বঞ্চিত করে শুধু পূত্রসন্তানদের সম্পত্তি অসিয়ত করে, অসিয়তকারী মৃত্যু বরন করলে আদালতের মাধ্যমে অসিয়ত দলিল বাতিল করা যায় কি?
দাতা মারা গেলা বাতিল করা যাবে না
দাদা মারা গেছে ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে এখন কি করনীয়
দাতা মারা গেছেন ওয়ারিশদেরকে বঞ্চিত করা হয়েছে এখন কি করণীয়
আমার নানা তার ছেলেকে ওসিয়ত নামা দলিল করে দশ ডিসিমের জায়গা বাদ রেখে সমস্ত জায়গা লিখে দিয়েছে মেয়েরা বঞ্চিত হয়েছে করণীয় কি
মৃত ব্যক্তি তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ ,তার একজন কন্যা সন্তানকে ওসিয়ত করে গিয়েছে এবং ওই কন্যা সন্তান মৃত ব্যক্তির ৭ নাম্বার কন্যা ,এখন বাকি ৮ জন ওয়ারিশ বা সন্তানেরা চাইলে কি এই ওছিয়ত বাতিল করতে পারবে
ওছিয়তনামায় অন্যের জমি ঢুকে গেলে ওছিয়তনামা কি বাতিল হবে
আদালত থেকে কোনো সিক্রিতি নিতে হবে