বাবার সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ কে কতটুকু পাবে

বাবার সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ এক জন মুসলমান মারা যাওয়ার পরে ওয়ারিশ তৈরি হয়।যিনি সম্পত্তির মালি উনার মূত্যুর পরে উনার ওয়ারিশ রা সম্পত্তি ভাগ বন্টন করতে পারবেন।বাবার সম্পত্তি ভাগের নিয়ম হচ্ছে বাবা জিবিত অবস্তাই উনার ছেলে মেয়ে স্ত্রী সম্পত্তির মালিক হতে পারবেন না।

বাবার-সম্পত্তি-বন্টন-আইন-বাংলাদেশ

বাবার সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ নিয়ম নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো,বাবার সম্পত্তি থেকে ছেলে মেয়ে এবং স্ত্রী কে কতটুকু সম্পত্তি পাবে।বাবার সম্পত্তি ভাগের নিয়ম নিয়ে জানতে চাইলে মনযোগ দিয়ে সর্ম্পন লেখাটি পরুন।

পোস্টসূচীপত্র:বাবার সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ কে কতটুকু পাবে

বাবার সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ

একজন মুসলমান মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তির মালিক হন তার উত্তরাধিকারীগণ বা ওয়ারিজগণ।

মুসলিম আইনে উত্তরাধিকারীগণ এর প্রকারভেদ তিনটি

  • অংশীদার বা নির্দিষ্টাংশভোগী।
  • অবশিষ্টাংশভোগী।
  • দুরবর্তী সম্পর্কিয় আত্বীয়।

অংশীদার বা নির্দিষ্টাংশভোগী কারা 

” পবিত্র কুরআনে যাদের অংশ আল্লাহ তায়ালা নির্দিষ্ট করে দিয়েছেন,তাদেরকে নির্দিষ্ট বুকে বলা হয়।”

  • নির্দিষ্টভোগী মোট ১২ জন
  • পুরুষ ৪ জন
  • মহিলা ৮ জন
  • মোট=১২ জন।

অংশীদার বা নির্দিষ্টাংশভোগী ১২ জনের অংশ সহ তালিকা

  • পিতা-১/৬ অংশ
  • দাদা-১/৬ অংশ
  • স্বামী-১/৪ অংশ অথবা ১/২ অংশ
  • বৈ-পিত্রেয় ভাই-১/৬ অংশ অথবা ১/৩ অংশ
  • স্ত্রী-১/৮ অংশ অথবা ১/৪ অংশ
  • মাতা-১/৬ অংশ অথবা ১/৩ অংশ
  • কন্যা-১/২ অংশ অথবা ২/৩ অংশ
  • পুত্রের কন্যা-১/২ অংশ অথবা ২/৩ অংশ
  • সহদর বোন-১/২ অংশ অথবা ২/৩ অংশ
  • বৈমাত্রেয় বোন ১/২ অংশ অথবা ২/৩ অংশ
  • দাদী/নানী-১/৬ অংশ
  • বৈ-গিত্রেয় বোন ১/৬ অংশ অথবা ১/৩ অংশ

অবশিষ্টাংরশভোগীদে বিবরন

“পবিত্র কুরআনে বর্ণিত নির্দিষ্টভোগীদের অংশ প্রদানের পরে যে সম্পত্তি অবশিষ্ট থাকে,তাকে অবশিষ্ট সম্পত্তি বলে।এই সম্পত্তি যারা পাবে তাদেরকে অবশিষ্টভোগী বলে।”

আরো পড়ুন : সাব কবলা দলিল এর রেজিস্ট্রেশন খরচ কত যেনে নিন

অবশিষ্টাংরশভোগীদে শ্রেণী ৪ টি

  • মৃতের নিজের বংশধর নিম্নস্তরের পুরুষ।যথা-পুত্র,পুত্রের পুত্র,অধঃস্থান।
  • মৃতের পিতার বংশধর পুরুষ।যথা-ভাই,সৎ ভাই,ভাইয়ের পুত্র,অধঃস্থান।
  • মৃতের ঊর্ধ্বতন মূল পুরুষ।যথা-পিতা,দাদা,প্রদাদা,এভাবে ওর উর্ধ্বতন।
  • মৃতের দাদার বংশধর পুরুষ।যথা-চাচা,সৎ চাচা,চাচার পুত্র,অধঃস্থান।

বি:দ্র:-অবশিষ্টভুগী হলো পুরুষ।নারীরা পুরুষ ব্যতীত অবশিষ্টভোগী হতে পারেনা।কিন্তু কিছু কিছু পুরুষ তার সমসাময়িক ও সমপর্যায়ের কিছু নারীদেরকে অবশিষ্টভোগী করে নেয়।

যেমন:
পুত্র:কন্যাদেরকে অবশিষ্টভোগী করে নেয়।
পুত্রের পুত্র:পুত্রের কন্যাদেরকে অবশিষ্টভোগী করে নেয়।
আপন ভাই:আপন বোনদেরকে অবশিষ্টভোগী করে নেয়।
সৎ ভাই:সৎ বোনদেরকে অবশিষ্টভোগী করে নেয়।

বি:দ্র:-যে সকল নারীরা নির্দিষ্টভোগী অংশীদার হয় না, তারা কখনো অবশিষ্টভোগীও হতে পারে না।

  • সুএ:মধ্যস্থতাকারী বেঁচে থাকলে মধ্যস্থতাকৃতব্যক্তি সম্পত্তি পাবেনা।
  • সুএ:মৃতের নিকটবর্তী বেঁচে থাকতে দূরবর্তী ব্যক্তি সম্পত্তি পাবে না।
  • সুএ:মৃতের এক পুত্র,এক কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে।
  • সুএ:মৃতের এক ভাই,এক বোনের দ্বিগুণ সম্পত্তি পাবে।
  • সুএ:মৃতের এক পুত্রের পুত্র,এক পুত্রের কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে।

সকল আত্মীয়-স্বজনদেও চিত্র:

বাবার-সম্পত্তি-বন্টন-আইন-বাংলাদেশ

বি:দ্র:-উপরোক্ত চিত্রে মধ্যস্থতাকারী আত্মীয়গণ মধ্যস্থতাকৃত আত্মীয়গণকে বঞ্চিত করেছে।

পিতার অবস্থা

পিতার অবস্থা ২ টি

  • নির্দিষ্টভোগী ১/৬ অংশ
  • নির্দিষ্টভোগী ১/৬ অংশ+ অবশিষ্টভোগী
  • পিতা নির্দিষ্টভোগী ১/৬ অংশ কখন হবে?

মৃতের যখন পুত্র বা পুত্রের সন্তান থাকবে তখন মৃতের পিতা সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।
উদাহরণ:

বাবার-সম্পত্তি-বন্টন-আইন-বাংলাদেশ

  • এমতাবস্থায় মৃতের পিতা সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।এবং অবশিষ্ট সম্পত্তি মৃতের পুত্র-কন্যাগন পাবে।
  • মৃতের ভাই-বোন পুত্র এবং পিতার দ্বারা বঞ্চিত হবে।
  • ধরি, মৃতের মোট সম্পত্তি ২৪ শতাংশ। মৃতের পিতা পাবে ২৪ এর ১/৬ অংশ= ৪ শতাংশ।
  • অবশিষ্ট থাকে(২৪-৪)= ২০ শতাংশ।
  • মৃতের পুত্র পাবে ২০ এর ২/৩ অংশ=১৩.৩৩ শতাংশ।
  • মৃতের কন্যা পাবে ২০ এর ১/৩ অংশ=৬.৬৬ শতাংশ।

খ)পিতা নির্দিষ্টভোগী ১/৬ অংশ+ অবশিষ্টাংশ পাবার অবস্থা

যখন মৃতের পুত্র,অথবা পুত্রের পুত্র সন্তান না থাকবে,তখন মৃতের পিতা নির্দিষ্টাংশ পাবার পর দ্বিতীয় শ্রেণীর অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তিও পাবেন।

আরো পড়ুন : পুরাতন দলিল এর লেখা বোঝার উপায় যেনে নিন

উদাহরণঃ পিতা-১/৬ অংশ+ অবশিষ্ট

বাবার-সম্পত্তি-বন্টন-আইন-বাংলাদেশ

এমতাবস্থায় মৃতের পিতা নির্দিষ্ট হিসাবে ১/৬ অংশ পাবে।এবং ১ম শ্রেণীর অবশিষ্টভোগী(পুত্র,পুত্রের পুত্র) না থাকায় মৃতের পিতা ২য় শ্রেণীর অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তিও পাবেন।

  • মৃতের ভাই-বোন,পিতার দ্বারা বঞ্চিত হবে।
  • ধরি, মৃতের মোট সম্পত্তি ২৪ শতাংশ।
  • মৃতের পিতা পাবে ২৪ এর ১/৬ অংশ= ৪ শতাংশ।
  • মৃতের স্ত্রী পাবে ২৪ এর ১/৪ অংশ= ৬ শতাংশ।
  • = ১০ শতাংশ।অবশিষ্ট থাকে(২৪-১০)=১৪ শতাংশ
  • অবশিষ্ট ১৪ শতাংশ পিতা পাবে। পিতা মোট পায়(৪+১৪)=১৮ শতাংশ।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্র অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।বাবার সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।সম্পত্তি বন্টন সর্ম্পকে সকলের সঠিক ধারনা থাকা প্রয়োজন।উপরে সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ নিয়ে আলোচনা করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ৩০ এপ্রিল, ২০২৪ এ ৮:০৯ PM

    আসসালামু আলাইকুম আমার চাচা মৃত আমার চাচার কোন সন্তান নাই আমার চাছি আছে আমার চাচার ৪৭ শতাংশ যাগা আছে এখন এই জায়গা এখানে ওয়ারিশকে আমার বোনেরা পাইবো এখানে ওয়ারিশকে আমার বোনেরা পাইবো

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url