ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
আপনি কি আপনারভোটার আইডি কার্ড সংশোধন করতে চান?আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করতে চাইলে এই পোষ্টটি আপনার জন্য এই খানে আরোচনা করা হবে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে এবং আপনি আপনার অঅ্নইডি কার্ড ম্বার দিয়ে আইডি কার্ড চেক কিভাবে করবেন।
আমাদের যাদের ভোটার আইডি কার্ড এ নাম ভুল,জন্ম তারিখ ভুল এ ভুল গুলো থাকার কারনে আমাদের ভিবিন্ন সময় জটি লতাই পরতে হয়।ভোটার আইডি কার্ডে নাম সংশোধন কিভাবে করবেন এবং ভোটার আইডি কার্ডে নাম সংশোধন এর জন্য কোথাই আবেদন করবেন।
পোস্টসূচীপত্র:ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে
আপনি আপনার পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে চেক করতে চাইলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনার পুরাতন আইডি কার্ড চেক করে নিতে পারবেন।পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে করার জন্য নিচের ধাপগুরো অনোসরন করুন:
- ওয়েবসাইটে যান।
- এনআইডি কার্ড রিইস্যু ট্যাবে ক্লিক করুন।
- আপনার এনআইডি কার্ডের তথ্য যাচাই করুন' অপশনে ক্লিক করুন।
- আপনার এনআইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করুন।
- ক্যাপচা' কোড টাইপ করুন।
- সাবমিট' বাটনে ক্লিক করুন।
আপনার তথ্য সঠিক হলে,আপনার এনআইডি কার্ডের তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে এভাই আপনি আপনার পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে চেক করে নিতে পারবেন।আপনি আপনার মোবাইলে ভোটার আইডি চেক করতে পারবেন এই ভাবে।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে হলে আপনাকে নিম্ন লিখিত জিনসিগুলো আপনার প্রয়োজন হবে:
- আপনার বর্তমান মূল ভোটার আইডি কার্ড
- ভোটার আইডি কার্ড সংশোধন এর র্ফম এই ফর্মটি জেলা,উপজেলা,থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে নিতে হবে।
- যেমন:নাম পরিবর্তনের জন্য,জন্ম সনদ,বিবাহের জন্য কাবিননামা,পেশা পরিবর্তনের জন্য চাকরির সনদপত্র ইত্যাদি
- টাকা (সংশোধন ফি)
- প্রথমে,ফর্ম-২ পূরণ করুন,নিশ্চিত করুন যে আপনি সঠিক তথ্য দিয়েছেন।পূরণকৃত ফর্ম-২ এবং প্রয়োজনীয় কাগজপত্র জেলা,উপজেলা,থানা নির্বাচন অফিসে জমা দিন।
- নির্ধারিত ফি পরিশোধ করুন।
- আপনার আবেদনের অবস্থা ট্র্যাক করার জন্য আপনাকে একটি রশিদ দেওয়া হবে।
আপনি অনলাইনে আবেদন করে সংশোধন করতে পারবেন।বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট এর মাধ্যমেও অনলাইনে আবেদন করতে পারেন।
আরো পড়ুন : পল্লী বিদ্যুৎ সম্পর্কে তথ্য যেনে নিন
১) ভোটার আইডি কার্ড সংশোধন এর জন্য ভুল তথ্য দিলে আপনার আবেদন বাতিল হয়ে
যেতে পারে।
২) ভোটার আইডি কার্ড সংশোধন এর জন্য আবেদন করার পরে আপনার
মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে।
৩) আপনার আবেদন গ্রহণ করা
হলে,আপনাকে একটি নতুন ভোটার আইডি কার্ড ডাকযোগে পাঠানো হবে।
আপনি আপনার ভোটার আইডি কার্ডে নাম সংশোধন করতে পারবেন ও ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন।আরো ভোটার আইডি সংশোধন নিয়ে আরো বিস্থারিত জানতে চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট টে গুরে আসতে পারেন এবং আপনি চাইলে ফোনে নির্বাচন কমিশনের হেল্পলাইন:1060 নাম্বারে কথাবরতে পারেন।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
আপনি আপনার ভোটার আইডি র্কাড পুরাতন ভোটার আইডি র্কাড এবং নতুন ভোটার আইডি র্কাড আপনার আইডি নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে পারবেন।বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট টি তে প্রবেশ করে আপনি আপনার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করে নিতে পারবেন।আপনাকে আপনার আইডি কার্ড এর সঠিক নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে ভুল দিলে হবে না।
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
ফরম নম্বর দিয়ে আইডি কার্ড চেক করা যায় ২ টি উপায়ে:
১.অনলাইনে
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
- বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশকরেwww.ecs.gov.bd
- ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক কতে "ভোটার সার্চ" অপশনে ক্লিক করুন।
- আপনার ফরম নম্বর,জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে
- "সার্চ" বাটনে ক্লিক করুন।
২.এসএমএসের মাধ্যমে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
- ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার জন্য একটি নতুন এসএমএস লিখুন।
- NID <space> ফরম নম্বর দিন।
- এসএমএসটি 1060 নম্বরে পাঠান।
- দুই ভাবেই আপনি আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দেখতে পাবেন।
আপনার ফরম নম্বর জানা না থাকলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) ব্যবহার করেও আপনার ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।এই সেবার জন্য কোন ফি ওেয়া হয় না।
স্মার্ট কার্ডের ছবি পরিবর্তন
আপনি চাইলে আপনার স্মার্ট কার্ডের ছবি পরিবর্তন এবং পুরাতন ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন।অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন এখনো চালুহয়নি।আপনাকে র্ফম নিয়ে আবেদন করে ছবি পরির্বন করতে হবে।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের যা করতে হবে:
১.ফর্ম সংগ্রহ:জেলা,উপজেলা,থানা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র
সংশোধন ফরম-২ সংগ্রহ করতে হবে।services.nidw.gov.bd থেকে ফর্ম ডাউনলোড করে
প্রিন্ট করে নিতে পারেন।
২.ফর্ম পূরণ:ফর্ম-২ সাবধানতার সাথে পূরণ করতে হবে।সঠিক তথ্য দিচ্ছেন কিনা তা
নিশ্চিত করতে হবে।
৩. কাগজপত্র:প্রয়োজনীয় তথ্যের প্রমাণ(যেমন:নাম পরিবর্তনের জন্য,জন্ম
সনদ,বিবাহের জন্য কাবিননামা,পেশা পরিবর্তনের জন্য চাকরির সনদপত্র)ইত্যাদি
দিতে হবে।টাকা(সংশোধন ফি)দিতে হবে।
৪.আবেদন জমা:জেলা,উপজেলা,থানা নির্বাচন অফিস-এ কাগজপত্র জমা দিতে
হবে।নির্ধারিত ফি পরিশোধ করুন।
আরো পড়ুন : শিশুদের e পাসপোর্ট করার নিয়ম যেনে নিন
৫.নতুন ছবি:নির্বাচন অফিসে নতুন ছবি তোলতে হেব।
৬. প্রক্রিয়া সময়:আবেদন প্রক্রিয়া কাজসেস হতে কয়েক সপ্তাহ সময় লাগতে
পারে।
৭.নতুন ভোটার আইডি কার্ড:আবেদন অনুমোদন হলে,আপনার ঠিকানায় নতুন ভোটার আইডি
কার্ড ডাকযোগে পাঠানো হবে।
bangladesh national id card check online
আপনি চাইলে আপনার ভোটার আইুড র্কাড টি অনলাইনে চেক করতে পারবেন।বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট প্রবেশ করে bangladesh national id card check online চেক করে নিন।অনলাইনে চেক কারা জন্য আপনার আইডি কার্ড এর প্রয়োজনিয় তথ্য দিন।
লেখক এর মতামত
স্মার্ট কার্ডের ছবি পরিবর্ত,নাম্বার দিয়ে আইডি কার্ড চেক এবং আইডি কার্ড সংশোধন করার অনলাইনে bangladesh national id card check onlin করতে যদি আপনারা কোন সমস্যাই পরেন তাহলে বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন 1060 যোগাযোগ করতে পারেন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url