আর এস খতিয়ান যাচাই করে নিন

আর এস খতিয়ান যাচাই নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনার জমির আর এস খতিয়ান কিভাবে তুলবেন্,আর.এস খতিয়ান ভুল হলে কিভাবে সংশোধন করবেন।এই বিষয় গুলো যদি আপনি না জানেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য।

আর-এস-খতিয়ান-যাচাই

এই পোষ্টটি আপনি মনোযোগদিয়ে পরলে আর.এস খতিয়ান সর্ম্পকে বিস্তারিত জানতে পারবেন।আর এস এর খরসা খতিয়ান কিভাবে তুলবেন এবং আর এস সার্টিফাইট কপি কিভাবে তুলবেন জানতে পারবেন।চলুন আর এস খতিয়ান সর্ম্পকে বিস্তারিত যেনে নেই।

পোস্টসূচীপত্র:আর এস খতিয়ান যাচাই করে নিন

খতিয়ান কি?

আর এস খতিয়ান যাচাই করার পূর্বে চলুন যেনেই খতিয়ান কি?মৌজা ভিত্তিক এক বা একাধিক ভুমি মালিকের সম্পত্তির বিবরণ সহ জরিপকালে যে রেকর্ড তৈরি করার হয় তাকে খতিয়ান বলে।খতিয়ানে মালিকের নাম,জমির পরিমান,জমির শ্রেণী,দাগ নাম্বার,দাগে মোট জমির পরিমান,হিস্যা কে কতটুকু জমির মালিক ইত্যাদি একটি খতিয়ানে থাকে।

খতিয়ানের প্রয়োজনীয়তা 

জমির খতিয়ান হচ্ছে কোন নির্দিষ্ট এলাকার জমির জরিপের চার্ট।যা দিয়ে জমির অবস্থান ও জমির পরিমান নির্দিষ্টকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে।নির্দিষ্ট মৌজার অধীনে কতগুলো খতিয়ান থাকে,আর একটি খতিয়ানের অধীনে কতগুলো দাগ থাকে

আরো পড়ুন : আর এস খতিয়ান অনুসন্ধান করে দাগের তথ্য দেখে

আর প্রত্যেকটি দাগে নির্দিষ্ট পরিমান জমি আছে।আর এই জমিতে এক বা একাধিক মালিক এর নাম এবং তাদের অংশ নির্দিষ্ট করে দেওয়া থাকে।The Survey Act,1875 এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী জরিপ বিভাগ সরেজমিন জরিপ করে ভূমির মালিকানার যে বিবরণ এবং নকশা তৈরী করে তাকে জরিপ খতিয়ান বলে।

খতিয়ান দুই ধরনের:

(ক)জরিপ খতিয়ান
(খ)খারিজ খতিয়ান

(ক)জরিপ খতিয়ান:জরিপ খতিয়ান হচ্ছে সি.এস,এস.এ,আর.এস,বি.এস খতিয়ান এই খতিয়ান গুলোকে জপির খতিয়ান বলে।
(খ)খারিজ খতিয়ান:খারিজ খতিয়ান জমি কিনার পার নাম জারি করা হয়,এই নামজারিকে খারিজ খতিয়ান বলে।

খতিয়ানের প্রয়োজনীয়তা অনেক,কারণ খতিয়ান হচ্ছে জমি দখলের প্রামাণ্য দলিল,মালিকানার দলিল নয়।খতিয়ানে জমির মালিক ছারা অন্যা কারু নাম উঠেগেল সে ব্যাক্তি মালিকানা সৃষ্টি হয় না।খতিয়ানের মাধ্যেমে সরকার জমির হিসাব নিকাশ করে থাকে কোন ব্যাক্তির নামে কতটুকু জমি রেকর্ড হয়েছে এবং খতিয়ানের মাধ্যেমে সরকার জমির খাজনা আদায় করে থাকে।সকল কিছু মিলিয়ে খতিয়ান অনেক গুরুত্ত পূর্ণ।

খতিয়ানের প্রকারভেদ

জমির অনকে ধরনের খতিয়ান আছে,নিচে আমাদের দেশে এ পর্যন্ত যত গুলো খতিয়ান হয়েছে,সকল খতিয়ানের নাম এবং খতিয়ান তৈরির তারিখ দেওয়া হল:

  • সি. এস খতিয়ান (১৮৮৯-১৯৪০) সাল পর্যন্ত
  • এস. এ খতিয়ান(১৯৫০)এস.এ জরিপ শুরুহয়।
  • আর. এস খতিয়ান
  • বি. এস খতিয়ান/সিটি জরিপ(১৯৯৮-৯৯)

সি এস খতিয়ান (১৮৮৯-১৯৪০) সাল পর্যন্ত:

সি. এস খতিয়ান এর পূর্ণ রুপ হচ্ছে ক্যাডাস্ট্র্যাল সার্ভে,১৮৮৯ সাল শুরু হয় ১৯৪০ সালে শেষ হয়।সি.এস জরিপ সিলেট ও পার্বত্য জেলা গুলো ব্যতীত,সারা দেশে সি এস জরিপ সম্পন্ন করা হয়।সি এস জরিপ এর কাজ শুরু হয় কক্সবাজারের রামু থানা থেকে এবং ১৯৪০সালে দিনাজপুর জেলায় সি.এস জরিপ শেষ হয়।

এস এ খতিয়ান(১৯৫০) State acquisition and:

১৯৫৬ সালে জমিদারী প্রতা বিলুপ্ত করে প্রজাদেরকে সরাসরি জমির মালিকে পরিণত করার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করা হয়।জমিদারগণের নামের তালিকা প্রণয়নের সঙ্গে সঙ্গে তাদেরঅধিনস্থ রায়তের নাম,জমির বিবরণ,খাজনার পরিমাণ সম্বলিত তালিকাও প্রস্তুতকরা হয়।এস.এ জরিপে প্রস্তুতকৃত খতিয়ানগুলো অধিকাংশই হাতের লেখায় চূড়ান্ত করা হয়।এস.এ. রেকর্ডের  জমির মালিকের অংশ লিখঅ হয়নি তাই জটিলতা দেখা দেয়।

আরো পড়ুন : হেবা দলিল খরচ কত যেনে নিন

এস.এ.রেকর্ড চলমান অবস্থায় বিভিন্ন অনিয়ম ও ভুলভ্রান্তির কারণে সারা দেশে প্রচুর অভিযোগ তথা গণ অসন্তোষ দেখা দেয়।বিষয়টি যাঁচাই করার জন্য তৎকালীনপূর্ব পাকিস্তান সরকার ভূমি রাজস্ব কমিশন গঠন করেন।

উক্ত কমিটির প্রতিবেদনে রাষ্ট্রীয় অধিগ্রহণ ওপ্রজাস্বত্ব আইনের ১৪৪ (১) ধারায় সংশোধনী জরিপ চালু করে নকশা ও রেকর্ড হালকরণের প্রস্তাব করা হয় উক্ত প্রস্তাব মোতাবেক ১৯৬৫-৬৬ সালে দেশ ব্যাপী সংশোধনী জরিপ আরম্ভ হয়।এ কর্মসূচীতে রাজশাহী,ঢাকা,চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা,ময়মনসিংহ ও জামালপুরের জরিপ কর্মসূচী শেষ হয় (১৯৬৬ হতে ১৯৭৯পর্যন্ত)

আর এস খতিয়ানের পূর্ণ রূপ  Revisional Survey:

এস এ খতিয়ান তৈরি করার সময় অনেকক্ষেত্রে ভূমির জরিপ সরজমিনে তদন্ত না করে অফিসে বসে ভূমি কর্মকর্তাগণ এই জরিপ রেকর্ড প্রস্তুত করেন,যার জন্য এই খতিয়ানে ত্রুটি থেকে যায়।

এস এ.খতিয়ানের ত্রুটি হ্রাস করার লক্ষ্যে সরজমিনে তদন্ত করে আর.এস.খতিয়ান প্রকাশ করা হয়।তাই এতে ভুল কম পরিলক্ষিত হয় বিধায় এখনো জমিজমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আর. এস.খতিয়ানের ওপর নির্ভর করা হয়।

আরো পড়ুন : সাব কবলা দলিল এর রেজিস্ট্রেশন খরচ কত যেনে

এখানে উল্লেখ্য যে,পূর্বের এস. এ.খতিয়ানকে সংশোধন করায় অনেকে বা অনেক জেলায় এস.এ.খতিয়ানকে আর. এস. খতিয়ান বলা হয়।দীর্ঘ সময় ধরে এই জরিপ চলার কারনে সর্বশেষ বি.এস.খতিয়ান চলে আসায়  অনেক জেলায় বি.এস.খতিয়ানকে আর.এস. খতিয়ান বলা হয়।অন্যদিকে ব্রিটিশ আমলে সি এস জরিপ হবার পর ১৯২৫-১৯৩৩ সালের মধ্যে একটি জরিপ কার্য পরিচালিত হয়।একেও আর এস জরিপ বলা হত।

বি এস খতিয়ান/সিটি জরিপ (City Survey):

১৯৯৮-৯৯ সাল হতে বর্তমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বা সিটি জরিপ বলে।যা এখনো চলমান যা ঢাকা অঞ্চলে মহানগর জরিপ হিসাবেও পরিচিত।

খতিয়ানে কি কি বিষয় থাকে?

খতিয়ানের প্রত্যাকটি কলামই গুরুত্ত পূর্ণ এখন আমরা জানবো খতিয়ানে ভিবিন্ন কলামে কি কি থাকে।খতিয়ানে ভিবিন্ন বিষয় গুলো নিচে আলোচনা করা হল:
  • রেসার্ভে নং
  • জেণার নাম
  • উপজেলার নাম
  • মৌজার নাম এবং জে এল নং
  • জমির মালিকের নাম, পিতার নাম এবং ঠিকানা
  • জমির শ্রেনী
  • জমির দাগ নাম্বার
  • খতিয়ানে একাদিক মালিক থাকলে,যার যার অংশ খতিয়অনের হিস্যা
  • দাগে মোট জমির পরিমান ইত্যাদি।

উপরোক্ত বিবরন সমুহ একটি খতিয়ানে দেয়া থাকে।জমির খতিয়ান যাচাই করে জমির মালিকানা সঠিক আছে কিনা বের করতে হয়।জমি কিনার পূর্বে অব্যশই খতিয়ান গুলো ভাল করে দেখে নিবেন।

আর এস খতিয়ান কি?

এস এ খতিয়ানের এই ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি জরিপ করার সিদ্ধান্ত নেয় যা আর. এস বা Revisional Survey জরিপ হিসেবে পরিচিত।এই জরিপে প্রস্তুতকৃত নকশা (ম্যাপ) এবং খতিয়ান নির্ভূল হিসেবে গ্রহণীয়।

RS খতিয়ান চেনার সহজ উপায়

আর.এস খতিয়ান চেনার কয়েকটি উপায় আছে আমি আপনাদের কে সেই উপায় গুলো সেয়ার করবো যাতে করে আপনারা সহজে আর.এস খতিয়ান চিনতে পারেন।নিচে আ.এস খতিয়ান চিনার উপায় গুলো আলোচনা করা হল:

আর এস খতিয়ান যাতে করে সহজে চিনতে পারেন এখানে আর.এস খতিয়ানে আর এস খতিয়ান Front side দেওয়া হল:

আর-এস-খতিয়ান Front-side

আর এস খতিয়ানের Back side এর ছবি দেওয়া হল:

আর-এস-খতিয়ান Back-side

  • লম্বালম্বি বা আড়াআড়ি দুরকমের খতিয়ান পাবেন
  • ১/২ পৃষ্টার হয়।আগে ২ পৃষ্টার এখন ১ পৃষ্টার হয়।২পৃষ্টার হলে লম্বালম্বি আর ১ পৃষ্টার হলে আড়াআড়ি হয়।
  • রেসার্ভে নং থাকতেউ পারে আবার নাউ থাকতে পারে

আর এস খতিয়ান অনুসন্ধান পদ্ধতি

আপনার যদি আর এস খতিয়ান যাচাই করার প্রোযোজন হয় তাহলে আপনারা সহজেই আর এস খতিয়ান যাচাই অনলাইনে যাচাই করে নিতে পারবেন।আমার দেখঅনো নিয়ম গুলো ফলো করুন তাহলে সহজেই আর.এস খতিয়ান যাচাই করতে পারবেন মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে:

আর-এস-খতিয়ান-যাচাই

উপরে ছবিতে দেখানো হয়েছে অনলাইন খতিয়ান যাচাই কিভঅবে করবেন।আপনি অনলাইন খতিয়ান যাচাই যে কোন জেলার খতিয়ান যাচাই করতে পারবেন।ই খতিয়ান যাচাই করার জন্য এই লিংকে ক্লিক করুন।

অনলাইন খতিয়ান ডাউনলোড

আপনি যদি অনলাইনে খতিয়ানের জন্য আপবেদন করতে চান তাহলে এই নিয়ম গুলো ফলো করুন এবং প্রয়োজনিয় তথ্য দিয়ে আর এস খতিয়ান অনলাইনে আবেদন করুন।নিচে আর এস খতিয়ান অনলাইনে আবেদন করার নিয়ম গুলো দেওয়া হল:

আর-এস-খতিয়ান-যাচাই

এই লিংকে ক্লিক করুন এবং অনলাইন খতিয়ান এর জন্য আপনার মোবাইল নাম্বার এবং আইডি কার্ড নাম্বার প্রধান করুন সাথে জস্ম সন তারিখ দিতে হবে।আবেদন সর্ম্পন হলে আপনাকে ডাকযোগে খতিয়ান পাঠানো হবে।

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

আপি বর্তমান সময়ে আপনার খতিয়ানের দাগের তথ্য অনলাইনে দেখতে পাবেন।খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার জন্য আপনাকে কয়েকটি নিয়ম ফলো করতে হবে তাহলে আপনার নিজের মোবাইর দিয়ে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার জন্য এই লিংকে ক্লিক করুন

খতিয়ান প্রাপ্তি স্থান

বর্তমান সময়ে খতিয়ান আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটারের দোকান থেকে।আপনার এলাকাই যদি খতিয়ান অনলাইনে হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে এই ওয়েবসাইটে প্রবেশ করে খতিয়ানের জন্য আবেদন করুন।আর যদি অনলাইনে না হয়ে থঅকে তাহলে জেরা রেকর্ড রুমে খতিয়ানের জন্য আবেদন করুন।

আর এস খতিয়ানের খসরা প্রাপ্তির স্থান

আপনি যদি খতিয়ানে দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার সঠিক আছে কি না দেখতে চান তাহলে আপনাকে ভুমি অফিস থেকে একটি খতিয়ানে খরসা তুলে নিতে হবে।খতিয়ানের খরসা আমাদের প্রয়োজন হয় যখন আমরা রেকর্ডী মালিক দের কাছথেকে জমি ত্রুয় করি,জিমি বিত্রেুতা সঠিক কাগজ পত্র দিয়েছে কিনা জনারা জন্য খতিয়ানের খরসা তুলতে হয়।

আরো পড়ুন : পুরাতন দলিল এর লেখা বোঝার উপায় যেনে নিন

আর এস খতিয়ান সংশোধন

আর এস খতিয়ান সংশোধন করতে পারবেন,আপনার আর এস খতিয়ানে যদি ভুল থাকে তাহলে আপনার খতিয়ান সংশেঅধনের জন্য আবেদন করতে হবে।যেমন আপনার খতিয়ানে জমির ্শ্রেণী,দাগনাম্বার আপনার জমি দখল এক দাগে আপনার খতিয়ানে দেওয়া আছে অন্য আরেকটি দাগ নাম্বার যে ভুল গুলো আপনার খতিয়ানে মালিকানা ব্যাপক পরিবর্তন আনবে না সে ভূল গুলো সংশোধন করতে পারবেন।

প্রয়োজনি প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন:CS খতিয়ান কোথায় পাব?
উ:জেরা রেকর্ড রুমে
প্রশ্ন:SA খতিয়ান কোথায় পাব?
উ:জেরা রেকর্ড রুমে
প্রশ্ন:RS খতিয়ান কোথায় পাব?
উ:জেরা রেকর্ড রুমে
প্রশ্ন:BS খতিয়ান কোথায় পাব?
উ:জেরা রেকর্ড রুমে
প্রশ্ন:অনলাইনে কি CS, SA, RS, BS খতিয়ান পাওয়া যায়?
উ:অনলাইনে CS, SA, RS, BS খতিয়ান এবং অনলাইনে খতিয়ানের আবেদন করতে পারবেন।

লেখক এর মতামত

আর এস খতিয়ান যাচাই কিভাবে করবেন এবং আর এস খতিয়ান এর দাগ নাম্বার দিয়ে জমির মালিকের তথ্য কিভাবে বের করবেন,আর এস খতিয়ান অনলাইনে আবেদন কিভাবে করবেন এ গুলো নিয়ে আলোচ না করা হয়েছে উপরে।আপনাদের যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ১৩ অক্টোবর, ২০২৪ এ ৮:৫৭ PM

    4184

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url