সম্পত্তি বন্টন বৈ-পিত্রেয় ভাইর সম্পত্তি এবং বৈ-পিত্রেয় বোনের সম্পত্তি কে কতটুকু পাবে যেনে নিন
সম্পত্তি বন্টন আইনে আজকে আলোচনা করবো বৈ পিত্রেয় ভাইর সম্পত্তি এবং বৈ পিত্রেয় বোনের সম্পত্তি কে কতটুকু পা?এ টা আমাদের সকলের জানা দরকার তাই এই পোষ্টটি মনোযোগ দয়ে পরলে আপনি ১০০% সম্পত্তি বন্টন সর্ম্পকে জানতে পারবেন।
ওয়ারিশ সম্পদ বন্টনের আইনে বৈ পিত্রেয় ভাইর সম্পত্তি এবং বৈ পিত্রেয় বোনের সম্পত্তি কে কতটুকু পাবে এটা নিয়ে আরোচনা করবো।জানতে এই পেষ্টটি মনোযোগ দিয়ে পরেন।
পোস্টসূচীপত্র:সম্পত্তি বন্টন বৈ-পিত্রেয় ভাইর সম্পত্তি এবং বৈ-পিত্রেয় বোনের সম্পত্তি কে কতটুকু পাবে যেনে নিন
বৈ-পিত্রেয় ভাই অথবা বৈ-পিত্রেয় বোন সম্পত্তি পায় ২ টি শর্তে
সেই শর্ত ২ টি হলঃ
১/মৃত ব্যক্তি নিঃসন্তানি হতে হবে।২/মৃত ব্যক্তির উর্ধ্বতন মূল পুরুষ না থাকলে।
বৈ-পিত্রেয় ভাই অথবা বৈ-পিত্রেয় বোনের নির্দিষ্ট অংশ ২ টি।
ক)নির্দিষ্ট ১/৬ অংশ।
খ)নির্দিষ্ট ১/৩ অংশ।
ক)বৈ-পিত্রেয় ভাই অথবা বৈ-পিত্রেয় বোনের নির্দিষ্ট ১/৬ অংশ পাবার অবস্থাঃ
যদি মৃত ব্যক্তির নিঃসন্তান হয়,২য় শ্রেণীর অবশিষ্টভোগী (মূল
পুরুষ,পিতা,দাদা,প্রদাদা) না থাকে;যদি মৃতের ১ জন বৈ-পিত্রেয় ভাই অথবা
বৈ-পিত্রেয় বোন থাকে,তবে ঐ ১ জন বৈ-পিত্রেয় ভাই অথবা বৈ-পিত্রেয় বোন সমস্ত
সম্পত্তির ১/৬ অংশ পাবে।
উদাহরণঃ
এমতাবস্থায় মৃতের স্বামী সমস্ত সম্পত্তির ১/২ অংশ পাবে।১ জন বৈ-পিত্রেয় ভাই সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।মৃতের সহদর ভাই অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন।সহদর ভাই বৈ-মাত্রেয় ভাই-বোনকে বঞ্চিত করবে।
আরো পড়ুন : ওয়ারিশ সম্পত্তি বন্টন দাদার দাদীর সম্পত্তি কে কতটুকু পাবে
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের স্বামী পাবে ৯৬ এর
১/২ অংশ= ৪৮ শতাংশ।
বৈ-পিত্রেয় ভাই পাবে ৯৬ এর ১/৬ অংশ= ১৬ শতাংশ।
=
৬৪ শতাংশ।
অবশিষ্ট থাকে (৯৬-৬৪)= ৩২ শতাংশ।
আপন ভাই অবশিষ্ট ৩২
শতাংশ পাবে।
উদাহরণঃ
এমতাবস্থায় মৃতের স্বামী সমস্ত সম্পত্তির ১/২ অংশ পাবে।১ জন বৈ-পিত্রেয় বোন সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।মৃতের বৈ-মাত্রেয় ভাই-বোন অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন।বৈ-মাত্রেয় ভাই দ্বারা ভাইর পুত্র-কন্যা বঞ্চিত করবে।
খ)বৈ-পিত্রেয় ভাই অথবা বৈ-পিত্রেয় বোনের নির্দিষ্ট ১/৩ অংশ পাবার অবস্থাঃ
যদি মৃত ব্যক্তির নিঃসন্তান হয়,২য় শ্রেণীর অবশিষ্টভোগী (মূল পুরুষ,পিতা,দাদা,প্রদাদা) না থাকে;যদি মৃতের একাধিক বৈ-পিত্রেয় ভাই অথবা একাধিক বৈ-পিত্রেয় বোন থাকে, অথবা বৈ-পিত্রেয় ভাই এবং বৈ-পিত্রেয় বোন মিলে একাধিক হয়,তবে ওই একাধিক বৈ-পিত্রেয় ভাই অথবা একাধিক বৈ-পিত্রেয় বোন সমস্ত সম্পত্তির ১/৩ অংশ পাবে।
আরো পড়ুন : সম্পত্তি বন্টন স্বামীর স্ত্রীর সম্পত্তি কে কতটুকু পাবে
বিঃদ্রঃ-বৈ-পিত্রেয় ভাই এবং বৈ-পিত্রেয় বোন সমান অংশ পাবে।
উদাহরণঃ
এমতাবস্থায় মৃতের মাতা সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।২ জন বৈ-পিত্রেয় ভাই
সমস্ত সম্পত্তির ১/৩ অংশ পাবে।মৃতের সহদর ভাই অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট
সম্পত্তি পাবেন।সহদর ভাই বৈ-মাত্রেয় ভাই-বোনকে বঞ্চিত করবে।
উদাহরণঃ
এমতাবস্থায় মৃতের ২ জন বৈ-পিত্রেয় বোন সমস্ত সম্পত্তির ১/৩ অংশ
পাবে।মৃতের বৈ-মাত্রেয় ভাই-বোন অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি
পাবেন।বৈ-মাত্রেয় ভাইর দ্বারা ভাইর পুত্র-কন্যা বঞ্চিত করবে।বৈ-পিত্রেয়
ভাই ও বোন মিলে ১/৩ অংশ পাবার অবস্থাঃ
উদাহরণঃ
এমতাবস্থায় মৃতের ১ জন সহদর বোন সমস্ত সম্পত্তির ১/২ অংশ পাবে।১ জন বৈ-পিত্রেয় ভাই এবং ১ জন বৈ-পিত্রেয় বোন মিলে একাধিক হয়েছে।তাই তারা উভয়ে মিলে সমস্ত সম্পত্তির ১/৩ অংশ পাবে।এরা ভাই ও বোনে সমান করে পাবে।মৃতের বৈ-মাত্রেয় ভাই-বোন অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন।বৈ-মাত্রেয় ভাইর দ্বারা ভাইর পুত্র-কন্যা বঞ্চিত করবে।
আরো পড়ুন : সম্পত্তি বন্টন মাতার এবং কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে
বিঃদ্রঃ-বৈ-পিত্রেয় ভাই এবং বৈ-পিত্রেয় বোন সমান অংশ পাবে।
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের সহদর বোন পাবে ৯৬ এর ১/২
অংশ= ৪৮ শতাংশ
বৈ-পিত্রেয় ভাই-বোন পাবে ৯৬ এর ১/৩ অংশ=৩২ শতাংশ
=৮০
শতাংশ
অবশিষ্ট থাকে(৯৬-৮০)=১৬ শতাংশ
বৈ-মাত্রেয় ভাই ১৬ এর ২/৩
অংশ=১০.৬৬ শতাংশ
বৈ-মাত্রেয় বোন ১৬ এর ১/৩ অংশ=৫.৩৩ শতাংশ
বৈ-পিত্রেয়
ভাই পাবে ১৬ শতাংশ
বৈ-পিত্রেয় বোন পাবে ১৬
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।