ওয়ারিশ সম্পত্তি বন্টন পুত্রের কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে
ওয়ারিশ সম্পদ বন্টনের আইনে পুত্রের কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে আজকে আমি আপনাদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা কেরবো।ওয়ারিশ সম্পদ বন্টনের আইন সর্ম্পকে সকলেরই জানা দরকার।
ওয়ারিশ সম্পদ বন্টনের আইন জানার জন্য আমরা Google এ র্সাচ করে থাকি আমি আজকে আপপনাদের সাথে সেয়ার করবো পুত্রের কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে।এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরলে ১০০% জানতে পারবেন সম্পত্তি বন্টন সর্ম্পকে।
পোস্টসূচীপত্র:ওয়ারিশ সম্পত্তি বন্টন পুত্রের কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে
পুত্রের কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে?
মৃতের পুত্রের কন্যার অবস্থা ৬টি
ক)মৃতের পুত্রের কন্যা, মৃতের পুত্রের দ্বারা বঞ্চিত হবে।
খ)মৃতের পুত্রের কন্যা, মৃতের একাধিক কন্যা দ্বারা বঞ্চিত হবে।
গ)মৃতের পুত্রের কন্যা, মৃতের এক কন্যার সাথে ১/৬ অংশ।
ঘ)মৃতের পুত্রের কন্যা, মৃতের পুত্রের পুত্র দ্বারা অবশিষ্টভোগী হবে।
ঙ)মৃতের পুত্রের কন্যা, নির্দিষ্ট ১/২ অংশ।
চ)মৃতের পুত্রের কন্যাগণ, নির্দিষ্ট ২/৩ অংশ।
ক)মৃতের পুত্রের কন্যা, মৃতের পুত্রের দ্বারা বঞ্চিত হবে কখন?
ক)মৃতের পুত্র বেঁচে থাকলে,মৃতের পুত্রের পত্র-কন্যা সর্বদা বঞ্চিত হবে।
উদাহরণ:
এমতাবস্থায় মৃতের স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ পাবে।বাবা ১/৬ অংশ পাবে।অবশিষ্ট সম্পত্তি মৃতের পুত্র-কন্যাগণ পাবে।মৃতের পুত্র বেঁচে থাকায়, মৃতের পুত্রের পুত্র-কন্যা সর্বদা বঞ্চিত হবে।
আরো পড়ুন : ওয়ারিশ সম্পত্তি বন্টন দাদার দাদীর সম্পত্তি কে কতটুকু পাবে
সূত্রঃ-মৃতের নিকটবর্তী বেঁচে থাকতে, দূরবর্তী ব্যক্তি সম্পত্তি পাবে না।
খ)মৃতের পুত্রের কন্যা,মৃতের একাধিক কন্যা দ্বারা বঞ্চিত হবে কখন?
মৃতের একাধিক কন্যা থাকিলে এবং মৃতের শুধু পুত্রের কন্যা থাকিলে;মৃতের একাধিক
কন্যা সমস্ত সম্পত্তির ২/৩ অংশ পাবে।মৃতের একাধিক কন্যা,মৃতের পুত্রের কন্যাকে
বঞ্চিত করিবে।
উদাহরণঃ
এমতাবস্থায় মৃতের স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ পাবে।বাবা ১/৬ অংশ পাবে।মৃতের একাধিক কন্যা সমস্ত সম্পত্তির ২/৩ অংশ পাবে।মৃতের একাধিক কন্যা থাকায়, মৃতের পুত্রের কন্যাকে বঞ্চিত করেছে।
আরো পড়ুন : সম্পত্তি বন্টন স্বামীর স্ত্রীর সম্পত্তি কে কতটুকু পাবে
১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র, পুত্রের পুত্র) না থাকায় মৃতের পিতা ২য় শ্রেণীর অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি ও পাবেন। মৃতের ভাই-বোন পিতা দ্বারা বঞ্চিত হবে।
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের পিতা পাবে ৯৬ এর
১/৬ অংশ= ১৬ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৯৬ এর ১/৮ অংশ= ১২ শতাংশ।
মৃতের
২ কন্যা পাবে ৯৬ এর ২/ৎ৩ অংশ= ৬৪ শতাংশ।
= ৯২ শতাংশ।
অবশিষ্ট
থাকে(৯৬-৯২)=৪ শতাংশ।
পিতা মোট পাবে (১৬+৪)=২০ শতাংশ।
প্রতি কন্যা
সমান হারে ৩৪ শতাংশ করে পাবে।
গ)মৃতের পুত্রের কন্যা, মৃতের এক কন্যার সাথে ১/৬ অংশ কখন পাবে?
মৃতের এক কন্যা থাকিলে এবং মৃতের শুধু পুত্রের কন্যা থাকিলে; মৃতের এক কন্যা ও মৃতের ঐ পুত্রের কন্যা মিলে সমস্ত সম্পত্তির ২/৩ অংশ পাবে।সেই ২/৩ অংশকে তাদের মধ্যে ভাগ করে নিবে।মৃতের এক কন্যা ১/২ অংশ এবং মৃতের পুত্রের কন্যা ১/৬ অংশ পাবে।[১/৬+১/২]=২/৩ অংশ।উদাহরণঃ
এমতাবস্থায় মৃতের স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ ও বাবা ১/৬ অংশ পাবে।
মৃতের এক কন্যা ও মৃতের ঐ পুত্রের কন্যা মিলে সমস্ত সম্পত্তির ২/৩ অংশ
পেয়েছে। সেই ২/৩ অংশকে তাদের মধ্যে ভাগ করে নিবে।
মৃতের এক কন্যা সমস্ত
সম্পত্তির ১/২ অংশ এবং মৃতের পুত্রের কন্যা ১/৬ অংশ পেয়েছে। [১/৬+১/২]=২/৩
অংশ।
আরো পড়ুন :সম্পত্তি বন্টন মাতার এবং কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে
১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র, পুত্রের পুত্র.....) এবং ২য় শ্রেণীর অবশিষ্টভোগী (পিতা, দাদা, প্রদাদা) বেঁচে না থাকায় মৃতের ভাই-বোন অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন। আপন ভাই, আপন বোনদেরকে অবশিষ্টভোগী করে নিবে।
সূত্রঃ-মৃতের এক ভাই, এক বোনের দ্বিগুণ সম্পত্তি পাবে।
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৯৬ এর ১/৮ অংশ= ১২
শতাংশ।
মৃতের এক কন্যা পাবে ৯৬ এর ১/২ অংশ= ৪৮ শতাংশ।
মৃতের পুত্রের
কন্যা পাবে ৯৬ এর ১/৬ অংশ= ১৬ শতাংশ।
= ৭৬ শতাংশ।
অবশিষ্ট থাকে
(৯৬-৭৬)= ১০ শতাংশ।
ভাই পাবে ১০ এর ২/৩ অংশ= ৬.৬৭ শতাংশ।
বোন পাবে ১০
এর ১/৩ অংশ= ৩.৩৩ শতাংশ।
ঘ)মৃতের পুত্রের কন্যা,মৃতের পুত্রের পুত্র দ্বারা অবশিষ্টভোগী হবে কখন?
মৃতের পুত্র না থাকিলে,মৃতের পুত্রের পত্র-কন্যা থাকিলে, মৃতের পুত্রের পুত্র দ্বারা,পুত্রের কন্যা অবশিষ্টভোগী হবে।
উদাহরণঃ
অত্র চিত্রে নির্দিষ্টভোগী কেহ নেই।সমস্ত সম্পত্তি মৃতের পুত্রের পুত্র-কন্যাগণ পাবে।মৃতের পুত্রের পত্র,মৃতের পুত্রের কন্যাকে অবশিষ্টভোগী বানাবে।মৃতের ভাই-বোন,পুত্রের পুত্র দ্বারা বঞ্চিত হবে।
সূএঃ-মৃতের এক পুত্রের পত্র, এক পুত্রের কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে।
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৪৮ শতাংশ।
মৃতের পুত্রের পুত্র পাবে ৪৮ এর ২/৩ অংশ= ৩২
শতাংশ।
মৃতের পুত্রের কন্যা পাবে ৪৮ এর ১/৩ অংশ=১৬ শতাংশ।
= ৪৮
শতাংশ।
ঙ)মৃতের পুত্রের কন্যা,নির্দিষ্ট ১/২ অংশ কখন পাবে?
মৃতের যদি পুত্র-কন্যা না থাকে, যদি পুত্রের পুত্র না থাকে,শুধুমাত্র ১ জন পুত্রের কন্যা থাকে;ঐ ১ জন পুত্রের কন্যা মৃতের সমস্ত সম্পত্তি হতে ১/২ অংশ (অর্ধেক) সম্পত্তি পাবে।
উদাহরণঃ
এমতাবস্থায় মৃতের ১ পুত্রের কন্যা সমস্ত সম্পত্তি হতে ১/২ অংশ (অর্ধেক)
সম্পত্তি পাবে।
১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র,পুত্রের পত্র...) এবং ২য়
শ্রেণীর অবশিষ্টভোগী (পিতা,দাদা,প্রদাদা) বেঁচে না থাকায় মৃতের ভাই-বোন
অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন।আপন ভাই,আপন বোনদেরকে অবশিষ্টভোগী
করে নিবে।
আরো পড়ুন : বাড়ির দলিল দিয়ে ব্যাংক লোন করুন
সূত্রঃ-মৃতের এক ভাই, এক বোনের দ্বিগুণ সম্পত্তি পাবে।
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের পুত্রের কন্যা পাবে ৯৬ এর ১/২
অংশ= ৪৮ শতাংশ।
অবশিষ্ট থাকে (৯৬-৪৮)=৪৮ শতাংশ।
ভাই পাবে ৪৮ এর ২/৩
অংশ=৩২ শতাংশ।
বোন পাবে ৪৮ এর ১/৩ অংশ= ১৬ শতাংশ।
মোট = ৯৬ শতাংশ।
চ)মৃতের পুত্রের কন্যাগণ,নির্দিষ্ট ২/৩ অংশ কখন পাবে?
মৃতের যদি পুত্র-কন্যা না থাকে,যদি পুত্রের পুত্র না থাকে,যদি একাধিক পুত্রের কন্যা থাকে;ঐ একাধিক পুত্রের কন্যা মৃতের সমস্ত সম্পত্তি হতে ২/৩ অংশ সম্পত্তি পাবে।উদাহরণঃ
এমতাবস্থায় মৃতের ২ পুত্রের কন্যা সমস্ত সম্পত্তি হতে ২/৩ অংশ সম্পত্তি
পাবে।
১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র, পুত্রের পুত্র.....) এবং ২য় শ্রেণীর
অবশিষ্টভোগী (পিতা,দাদা,প্রদাদা) বেঁচে না থাকায় মৃতের ভাই-বোন অবশিষ্টভোগী
হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন।আপন ভাই,আপন বোনদেরকে অবশিষ্টভোগী করে নিবে।
সূত্রঃ-মৃতের এক ভাই,এক বোনের দ্বিগুণ সম্পত্তি পাবে।
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের ২ কন্যা পাবে ৯৬ এর ২/৩ অংশ= ৬৪
শতাংশ।
প্রতি কন্যা সমান হারে ৩২ শতাংশ করে পাবে।
অবশিষ্ট থাকে
(৯৬-৬৪)= ৩২ শতাংশ।
ভাই পাবে ৩২ এর ২/৩ অংশ=২১.৩৩ শতাংশ।
বোন পাবে ৩২
এর ১/৩ অংশ=১০.৬৭ শতাংশ।
লেখক এর মতামত
আমি(শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।ওয়ারিশ সম্পত্তি বন্ট পুত্রের কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে এটা নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url