ওয়ারিশ সম্পত্তি বন্ট বৈ-মাত্রেয় বোনের সম্পত্তি কে কতটুকু পাবে যেনে নিন

ওয়ারিশ সম্পদ বন্টনের আইনে বৈ মাত্রেয় বোনের সম্পত্তি কে কতটুকু পাবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ওয়ারিশ সম্পদ বন্টনের আইন সকলেরই জনা প্রয়োজন।এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরলে ১০০% ওয়ারিশ সম্পত্তি বন্ট সর্ম্পকে জানতে পারবেন।

ওয়ারিশ-সম্পত্তি-বন্ট

ওয়ারিশ সম্পদ বন্টনের আইন সর্ম্পকে ধারনা থাকলে প্রতারানা থেকে রাক্ষা পাবে।ওয়ারিশ সম্পদ বন্টনের আইন আমাদের সকলেরই জানা প্রয়োজন।

পোস্টসূচীপত্র:ওয়ারিশ সম্পত্তি বন্ট বৈ-মাত্রেয় বোনের সম্পত্তি কে কতটুকু পাবে যেনে নিন

মৃতের বৈ-মাত্রেয় বোনের অবস্থা ৫ টি

ক)মৃতের বৈ-মাত্রেয় বোন বঞ্চিত হবে।
খ)মৃতের বৈ-মাত্রেয় ১ বোন সমস্ত সম্পত্তির ১/২ অংশ পাবে।
গ)মৃতের বৈ-মাত্রেয় বোন মৃতের বৈ-মাত্রেয় ভাইয়ের সাথে অবশিষ্টভোগী হবে।
ঘ)মৃতের বৈ-মাত্রেয় বোন মৃতের কন্যার দ্বারা অবশিষ্টভোগী হবে।

ক)মৃতের বৈ-মাত্রেয় বোন বঞ্চিত হবার অবস্থা

১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র, পুত্রের পুত্র....) অথবা ২য় শ্রেণীর অবশিষ্টভোগী (পিতা,দাদা,প্রদাদা) অথবা মৃতের সহদর ভাই অথবা মৃতের একাধিক সহদর বোন বেঁচে থাকলে মৃতের বৈ-মাত্রেয় বোন বঞ্চিত হবে।
উদাহরণঃ

ওয়ারিশ-সম্পত্তি-বন্ট

এমতাবস্থায় মৃতের সহদর ভাই দ্বারা মৃতের বৈ-মাত্রেয় বোন বঞ্চিত হবে।মৃতের একাধিক সহদর বোন দ্বারা বঞ্চিতঃ
উদাহরণঃ

ওয়ারিশ-সম্পত্তি-বন্ট

এমতাবস্থায় মৃতের সহদর ভাই দ্বারা মৃতের বৈ-মাত্রেয় বোন বঞ্চিত হয়েছে।

খ)মৃতের বৈ-মাত্রেয় ১ বোন সমস্ত সম্পত্তির ১/২ অংশ পাবার অবস্থাঃ

যদি মৃত ব্যক্তি নিঃসন্তান হয়, ২য় শ্রেণীর অবশিষ্টভোগী (পিতা,দাদা,প্রদাদা) এবং মৃতের সহদর ভাই-বোন বেঁচে না থাকে,বৈ-মাত্রেয়ভাই না থাকে,যদি মৃতের ১ জন বৈ-মাত্রেয় বোন থাকে,তবে ঐ ১ জন বৈ-মাত্রেয় বোন সমস্ত সম্পত্তির ১/২ অংশ পাবে।
উদাহরণঃ 

এমতাবস্থায় মৃতের মাতা সমস্ত সম্পত্তির ১/৩ অংশ পাবে।১ জন বৈ-মাত্রেয় বোন সমস্ত সম্পত্তির ১/২ অংশ পাবে।অবশিষ্ট সম্পত্তি মৃতের চাচা অবশিষ্টভোগী হিসাবে পাবে।ফুফু বঞ্চিত হবে।

আরো পড়ুন :ওয়ারিশ সম্পত্তি বন্টন দাদার দাদীর সম্পত্তি কে কতটুকু পাবে

সূত্র:-যে সকল নারীরা নির্দিষ্টভোগী (অংশীদার) হয় না, তারা কখনো অবশিষ্টভোগীও হতে পারে না।
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৪৮ শতাংশ।
মৃতের মাতা পাবে ৪৮ এর ১/৩ অংশ= ১৬ শতাংশ।
মৃতের বৈ-মাত্রেয় বোন পাবে ৪৮ এর ১/২ অংশ= ২৪ শতাংশ।
= ৪০ শতাংশ
অবশিষ্ট থাকে (৪৮-৪০)=৮ শতাংশ
মৃতের চাচা পাবে এই অবশিষ্ট ৮ শতাংশ

গ)মৃতের বৈ-মাত্রেয় বোন মৃতের বৈ-মাত্রেয় ভাইয়ের সাথে অবশিষ্টভোগী হবার অবস্থাঃ

যদি ১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র, পুত্রের পুত্র....) অথবা ২য় শ্রেণীর অবশিষ্টভোগী (পিতা,দাদা,প্রদাদা) বেঁচে না থাকে এবং মৃতের সহদর ভাই বেঁচে না থাকে।বৈ-মাত্রেয় ভাই-বোন থাকে,মৃতের বৈ-মাত্রেয় ভাই-বোন অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন।বৈ-মাত্রেয় ভাই,বৈ-মাত্রেয় বোনদেরকে অবশিষ্টভোগী করে নিবে।
উদাহরণঃ

ওয়ারিশ-সম্পত্তি-বন্ট

এমতাবস্থায় মৃতের কন্যা সমস্ত সম্পত্তি হতে ১/২ অংশ সম্পত্তি পাবে।স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ পাবে।১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র, পুত্রের পত্র.....) এবং ২য় শ্রেণীর অবশিষ্টভোগী (পিতা,দাদা,প্রদাদা) বেঁচে না থাকায় মৃতের বৈ-মাত্রেয় ভাই-বোন অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন।

আরো পড়ুন : সম্পত্তি বন্টন স্বামীর স্ত্রীর সম্পত্তি কে কতটুকু পাবে

সূত্রঃ বৈ-মাত্রেয় ভাই,বৈ-মাত্রেয় বোনদের কে অবশিষ্টভোগী করে নেবে।
ধরি, 

মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৯৬ এর ১/৮ অংশ= ১২ শতাংশ
মৃতের কন্যা পাবে ৯৬ এর ১/২ অংশ= ৪৮ শতাংশ
= ৬০ শতাংশ
অবশিষ্ট থাকে (৯৬-৬০)= ৩৬ শতাংশ
বৈ-মাত্রেয় ভাই পাবে ৩৬ এর ২/৩ অংশ=২৪ শতাংশ
বোন পাবে ৩৬ এর ১/৩ অংশ=১২ শতাংশ

ঘ)মৃতের বৈ-মাত্রেয় বোন মৃতের কন্যার দ্বারা অবশিষ্টভোগী হবার অবস্থাঃ

যদি ১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র, পুত্রের পুত্র....) অথবা ২য় শ্রেণীর অবশিষ্টভোগী (পিতা,দাদা,প্রদাদা) বেঁচে না থাকে এবং মৃতের সহদর ভাই-বোন না থাকে।যদি মৃতের এক বা একাধিক কন্যা থাকে এবং মৃতের এক বা একাধিক বৈ-মাত্রেয় বোন থাকে, ঐ এক বা একাধিক বৈ-মাত্রেয় বোন অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন।এই ক্ষেত্রে মৃতের বোনেরা নির্দিষ্টভোগী হবে না।

আরো পড়ুন : সম্পত্তি বন্টন মাতার এবং কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে

বিঃদ্রঃ-এটি একটি ব্যতিক্রম নিয়ম। আমরা জানি, নারীরা পুরুষ ব্যতীত একা একা অবশিষ্টভোগী হতে পারে না। কিন্তু উপরোক্ত ক্ষেত্রে মৃতের শুধু এক বা একাধিক কন্যা থাকিলে এবং শুধু সহদর বোন অথবা বৈ-মাত্রেয় বোন থাকিলে,ঐ শুধু সহদর বোন অথবা বৈ-মাত্রেয় বোনেরা পুরুষ ব্যতীতই অবশিষ্টভোগী হবে।
উদাহরণঃ

ওয়ারিশ-সম্পত্তি-বন্ট

এমতা বস্থায় মৃতের কন্যারা সমস্ত সম্পত্তি হতে ২/৩ অংশ সম্পত্তি পাবে। স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ পাবে।১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র,পুত্রের পুত্র......) এবং ২য় শ্রেণীর অবশিষ্টভোগী (পিতা,দাদা,প্রদাদা) বেঁচে না থাকায় মৃতের বৈ-মাত্রেয় বোন অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি পাবেন।
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৯৬ এর ১/৮ অংশ= ১২ শতাংশ
মৃতের ২ কন্যা পাবে ৯৬ এর ২/৩ অংশ=৬৪ শতাংশ
=৭৬ শতাংশ
অবশিষ্ট থাকে(৯৬-৭৬)=২০ শতাংশ
বৈ-মাত্রেয় বোন অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট ২০ শতাংশ সম্পত্তি পাবেন।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।ওয়ারিশ সম্পত্তি বন্ট বৈ মাত্রেয় বোনের সম্পত্তি কে কতটুকু পাবে এটা নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকেকেমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url