ই নামজারি আবেদন কি ভাবে করবেন

ই নামজারি আবেদন করার জন্য এখন অনলাইনে আবেদন করতে হয়।আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো নামজারি আবেদন কিভাবে করবেন এবং নামজারি হওয়ার পর ই নামজারি যাচাই কিভাবে করবেন।

ই-নামজারি-আবেদন

আমরা ই নামজারি যাচাই কিভাবে করবো এবং সাথে আলোচনা করবো নামজারি আবেদন করার নিয়ম,অনলাইন খারিজ চেক,ই নামজারি যাচাই এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানুন ইত্যাদি বিষয় গুলো নিয়ে আরোচনা করবো।

পোস্টসূচীপত্র:ই নামজারি আবেদন কি ভঅবে করবেন

নামজারি আবেদন

ই নামজারি আবেদন আপনি যদি জমির মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে আপনাের জমির নামজারি করতে হবেই কারন নামজারির মাধ্যমে সরকান জমির হিসাব নিকাশকরে থাকে এবং খাজনা আদাই করে থাকেন।এখন আপনি নামজারি আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে নামজারি আবেদন করতে হবে।

আরো পড়ুন : আর এস খতিয়ান যাচাই করে নিন

নামজারি আবেদন করতে কি কি কাগজ পত্র লাগে

  • নামজারি আবেদন করতে আপনার দলিল লাগবে
  • নামজারি আবেদন করতে sa,rs খতিয়ান লাগবে
  • নামজারি আবেদন করতে বায়া দলিল লাগবে
  • নামজারি আবেদন বায়া নামজারি লাগবে
  • নামজারি আবেদন NID Card লাগবে

নামজারি আবেদন চেক

আপনি নামজারি আবেদন করার পরে আপনার নামজারি আবেদন চেক অনলাইনে চেক করতে পারবেন।আপনার নামজারি আবেদন চেক করার জন্য এই ওয়েব সাইটে প্রবেশ করে আপনি আপনার নামজারির আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

নামজারি আবেদন চেক

ই নামজারি আবেদন ফরম

আপনারা যদি নাম জারির জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের প্রয়োজন প্রথমে নামজারি আবেদন ফরম পূরন করতে হবে।এখন নামজারি আবেদন ফরম আপনাকে পূরন করতে হবে অনলাইনে  এই ওয়েব সাটি প্রবেশ করে ই নামজারি আবেদন ফরম পূরন করবেন।

নামজারি আবেদন ফরম

নামজারি আবেদন করার নিয়ম

আপনি যদি আপনার জমির নাম জারিরজন্য আবেদন করতে টান তাহলে নামজারি আবেদন করার নিয়ম গুলো আপনাকে মানতে হবে।যেমন:আপনি কিভাবে জমির মালিক হয়েছেন,আপনার জমির সর্বশেষ রেকর্ড কার নামে,sa,rs পর্চা দিতে হবে এবং NID Card ও মোবাইল নাম্বার লাগবে।

আরো পড়ুন : বাড়ির দলিল দিয়ে ব্যাংক লোন করুন

নামজারি খতিয়ান অনলাইন

আপনি আপনার নামজারি খতিয়ানটি সঠিক ভাবে আবেদন হয়েছে কিনা তা আপনি চেককরে দেখতে পারবেন।এই ওয়েব সাটি প্রবেশ করে নামজারি খতিয়ান অনলাইনে সর্বশেষ অবস্থা যেনে নিতে পারবেন।নামজারি খতিয়ান অনলাইনে দেখার জন্য আপনার আবেদনের id numbar দিয়ে চেককরে নিবেন।

নামজারি আবেদন সংশোধন

ই নামজারি আবেদন এর সময় যদি আনার দাগ/খতিয়ান ভুল হয় তাহলে পবর্তী সময়ে শুনানির সময় আপনি আপনার নামজারি আবেদন সংশোধন করে নিতে পারবেন।এ জন্য আপনাকে শুনানিন সময় উপস্থিত থাকতে হবে,আপনার অরিজিনাল কাগজ পত্র নিয়ে AC Land অফিসে।

নামজারি খতিয়ান চেক

আপনার নাম জারি সর্ম্পন হওয়ার পরে আপনি আপনার ই নামজারি যাচাই করতে চাইলে মোবাইল দিয়ে QR Code scaner করে দেখে নিতে পারবেন।আপনার নামজারি খতিয়ান চেক করতে চাইলে নাম জারির ডান দিকের উপরে দেখবেন QR Code scaner দেওয়া আছে।

আরো পড়ুন : খতিয়ান চেনার উপায় cs

আবেদনের সর্বশেষ অবস্থা জানুন

আপনার নাম জারি জমির খতিয়ান চেক করতে চাইলে এই ওয়েব সাইটে প্রবেশ করে অনলাইন খারিজ চেক করে নিতে পারবেন।আপনার মোবাইল নাম্বার এবং User Id দিয়ে অনলাইন খারিজ চেক করে নিতে হবে।আবেদনের সর্বশেষ অবস্থা জানুন এখান থেকে অনলাইন খারিজ চেক করে আপনি আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

লেখক এর মতামত

এখন নামজারি করতে হলে অনলাইনে নাম জারি করতে হয়।আজকে আমি আপনাদের বোজানোর চেষ্টা করেছি ই নামজারি আবেদন করার নিয়ম এবং অনলাইন খারিজ চেক কিভাবে করবেন এর সাথে নামজারি করতে কি কি কাগজ পত্র লাগে।আমি শামিম মোক্তার শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।ই নামজারি আবেদন নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url